দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বের সবচেয়ে বেশি বায়ুদূষণ হয় বাংলাদেশে। সমপ্রতি আন্তর্জাতিক একটি গবেষণা সংস্থার রিপোর্ট অনুযায়ী এ তথ্য বেরিয়ে এসেছে।
আন্তর্জাতিক ওই সংস্থার রিপোর্ট অনুযায়ী জনস্বাস্থ্য, পয়ঃনিষ্কাশন ও কৃষি খাত চিত্রে বাংলাদেশের সামান্য উন্নতি হলেও বায়ুদূষণের দিক থেকে বিশ্বের ১৭৮টি দেশের মধ্যে সবচেয়ে পিছিয়ে আছে বাংলাদেশ।
সূত্র জানায়, পরিবেশ ও জীবনমানের ওপর এর প্রভাব নিয়ে ইয়েল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা প্রতিবছর যে বৈশ্বিক সূচক প্রকাশ করে থাকে, তাতে সবচেয়ে দূষিত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান হচ্ছে দশম। সমপ্রতি প্রকাশিত ‘গ্লোবাল এনভায়রনমেন্টাল পারফরম্যান্স ইনডেক্স ২০১৪- অনুযায়ী বিশ্বের ১৭৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান রয়েছে ১৬৯ নম্বরে।
অপরদিকে জনস্বাস্থ্যের ওপর বায়ুর মান, দূষণের প্রভাব, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন, পানিসম্পদ, মৎস্য সম্পদ, কৃষি, বনায়ন, জীববৈচিত্র্য ও বাসস্থান এবং আবহাওয়া ও জ্বালানি- এই আটটি বিষয় বিবেচনা করে ১০০ স্কেলে বাংলাদেশের স্কোর হচ্ছে ২৫ দশমিক ৬১, অন্যদিকে শুধুমাত্র বায়ুদূষণের কথা বিবেচনা করলে বাংলাদেশের স্কোর ১০০-এর মধ্যে মাত্র ১৩ দশমিক ৮৩, আর ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান সবার শেষে। অর্থাৎ ১৭৮ নম্বরে।
গ্লোবাল এনভায়রনমেন্টাল পারফরম্যান্স ইনডেক্সে ১৫ দশমিক ৪৭ স্কোর নিয়ে সোমালিয়া আছে সবার শেষে ১৭৮ নম্বরে। আর পরিবেশের বিচারে ‘সবচেয়ে ভালো দেশ’ হিসেবে সুইজারল্যান্ডের স্কোর ৮৭ দশমিক ৬৭।
সবচেয়ে খারাপ দশায় থাকা এইসব দেশগুলো রাজনৈতিক ও অর্থনৈতিক দিক দিয়ে দুর্দশার মধ্যে থাকার কারণে অনেক ক্ষেত্রেই পরিবেশের বিষয়গুলো পাশ কাটিয়ে যায় বলে ওই প্রতিবেদনে মন্তব্য করা হয়েছে।
এবারের তালিকার তলানিতে থাকা সবচেয়ে বেশি দূষণের ৯টি দেশ হলো:
সোমালিয়া (১৫ দশমিক ৪৭)
মালি (১৮ দশমিক ৪৩)
হাইতি (১৯ দশমিক ১)
লেসোথো (২০ দশমিক ৮১)
আফগানিস্তান (২১ দশমিক ৫৭)
সিয়েরালিওন (২১ দশমিক ৭৪)
লাইবেরিয়া (২৩ দশমিক ৯৫)
সুদান (২৪ দশমিক ৬৪)
ডিআর কঙ্গো (২৫ দশমিক ১)
তালিকায় এর পরই রয়েছে বাংলাদেশের অবস্থান।
বিশেষজ্ঞরা মনে করছেন, বায়ুদূষণের মূল কারণ শহরের ট্রাফিক জ্যাম। পুরনো গাড়ি কালো ধোয়ার অন্যতম কারণ। কালো ধোয়ার গাড়ি বড় শহরগুলোতে বেশি বায়ুদূষণ করছে। বাংলাদেশের বায়ুদূষণের এটি একটি অন্যতম কারণ। এথেকে বেরিয়ে আসতে না পারলে বায়ুদূষণ রোধ করা সম্ভব হবে না।
This post was last modified on ফেব্রুয়ারী ১, ২০১৪ 3:00 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ৮ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২৪ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাধারণ ঘুমনোর সময় ত্বক ‘হিল’ হয়। তাই রাতের স্কিন কেয়ারের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ের লেজেন্ডারি ক্রিকেটার তামিম ইকবাল, বাংলাদেশের নাম্বার ওয়ান মোবাইল…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যাদের শীত বেশি অর্থাৎ যারা শীতে একটুতেই কাতর হয়ে পড়েন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শাহরুখ খান এবং গৌরী খানের ৩৩ বছরের দাম্পত্য জীবনে ধর্ম…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গত বছরের ডিসেম্বরের…