দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ লিও বলিন একজন চীনা নাগরিক। তিনি চিত্রকর্মের মাধ্যমে যেকোনো কিছুতেই নিজেকে আড়াল করে ফেলতে পারেন।
লিও বলিনের ছদ্মবেশ ধরার অসাধারণ ক্ষমতার জন্য তাকে দেয়া হয়েছে ছদ্মবেশের মাস্টার খেতাব। তিনি মোটামুটি সকল কিছুর সাথেই নিজেকে ছদ্মবেশে আড়াল করতে পারেন। তাঁর ছদ্মবেশ এতোই বাস্তব যে কিছু কিছু ক্ষেত্রে তাকে খুঁজে পাওয়াই মুশকিল!
লিও বলিন প্রত্যেকটা ছবি তৈরি করতে অর্থাৎ যেকোনো একটি প্রাক্ষাপটে নিজেকে ছদ্মবেশে আড়াল করতে টানা ১০ ঘন্টা কাজ করেন শরীরে আঁকেন অসাধারণ ছদ্মবেশি চিত্র!
আশপাশেরে দৃশ্যের সাথে লিও নিজেকে খুব সুন্দর ভাবেই আড়াল করতে পারেন। এসব ছবি না দেখলে আপনি বিশ্বাসকরতে পারবেন না লিও বলিনের অসাধারণ ছদ্মবেশি ক্ষমতার কথা। তিনি একজন চিত্রকর ছবি আঁকা তাঁর প্রধান কাজ। নিজের শরীরে জামাতে নিজেই ছবি আঁকেন যা আশেপাশের দৃশ্যের সাথে সাদৃশ্যপূর্ণ। ফলে নিজেকে তিনি ঐ প্রেয়াক্ষাপটের সাথে এমন ভাবে অবস্থান করান যাতে খুব ভালো ভাবে খেয়াল না করলে কেউই বুঝবেনা এখানে কোন মানুষ দাড়িয়ে আছে।
লিও বলিন তাঁর এসব চিত্রে নিজে এবং অন্য মানুষকে মডেল হিসেবে ব্যবহার করে থাকেন।
চলুন দেখে নিই লিও বলিনের কিছু কাজঃ
২) ট্রেন ইঞ্জিনের ঠিক সামনেই খেয়াল করুন।
৩) কোল্ড ড্রিঙ্কস এর মাঝে লিও।
৫) চীনা ড্রাগনের চিত্রের সামনে লিও।
৬) অসংখ্য চাইনিজ লণ্ঠনের মাঝে লিও এবং সহযোগীরা।
৭) বুল ড্রোজারের চাকার সামনে লিও।
১১) গাছের বাগানে লিও।
১৩) অসংখ্য মোবাইল ফোনের মাঝে লিও।
১৪) ঠিক নৌকার সামনেই দাড়িয়ে আছেন লিও।
সূত্রঃ Viralnova
This post was last modified on আগস্ট ২৪, ২০১৪ 11:14 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাইরাল এক ভিডিওতে দেখা গিয়েছে, হাতির পিঠে দড়ি দিয়ে আষ্টেপৃষ্ঠে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২৫ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা জানি মোটামুটি সব ধরনের মৌসুমি ফল এবং সবজিই স্বাস্থ্য…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মোবাইল হ্যান্ডসেটের এন্ট্রি-লেভেল ক্যাটাগরিতেও ব্যবহারকারীদের চমকে দিতে প্রস্তুত অনার বাংলাদেশ।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মৌরির গুণের কথা বলে শেষ করা যাবে না। চিকিৎসকরা জানিয়েছেন,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্যস্ত সময় পার করে বছরশেষে একটু বেড়াতে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী…