দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সারা পৃথিবী থেকে সবচেয়ে দেখতে অদ্ভুত বাড়ি সমূহ তুলে আনা হয়েছে আমাদের এই প্রতিবেদনে। চলুন দেখা নেয়া যাক অদ্ভুত স্থাপত্য শিল্পের নমুনা বহন করে বেড়ানো এসব বাড়ি।
মানুষ সব সময় তাঁর মনের আকাঙ্খা কিংবা ইচ্ছাকেই নিজের আবাস স্থলে ফুটিয়ে তুলতে চায়। যার যেমন রুচি সে চায় তাঁর রুচির সাথে মিল রেখেই সেরকম একটি বাড়ি সমর্থের মাঝে থেকে তৈরি করতে। অনেকেই সে ভাবেই নিজ নিজ বাড়ির ডিজাইন করেন এবং তা তৈরিও করেন। এসব বাড়ি এতই বিচিত্র যে সারা বিশ্বে এদের পরিচিতি পেতে সময় লাগেনা। অনেকেই দেশ বিদেশ থেকে দেখতে আসেন এসব বিচিত্র বাড়ি।
চলুন একে একে দেখে নিই অদ্ভুত সব বাড়িঃ
১) নাম মাইন্ড হাউজ, স্পেনের বার্সেলোনায় অবস্থিত।
২) নাম ক্রকড হাউজ, এটি পোল্যান্ডে অবস্থিত।
৩) নাম স্টোন হাউজ, এটি পর্তুগালে অবস্থিত।
৪) গুম্বুজের মত দেখতে এই বাড়ির নাম La Pedrera এটি স্পেনের বার্সেলোনায় অবস্থিত।
৫) এর নাম Museum of Contemporary Art এটি ব্রাজিলের রাজধানীতে অবস্থিত।
৬) এর নাম Low impact woodland house, এটি ইংল্যান্ডের ওয়েলসে অবস্থিত।
৭) Nautilus House নামের এই শামুক আকৃতির ঘোর মেক্সিকো শহরে অবস্থিত।
৮) Conch Shell House নামের এই বাড়িটি মেক্সিকো তে অবস্থিত।
৯) House Attack নামের এই বাড়িটি অবস্থিত অস্ট্রিয়াতে।
১০) এটি হচ্ছে ফ্রান্সে অবস্থিত Ideal Palace
১১) এটি আমেরিকার Wonderworks
১২) The Basket Building নামের এই ভবন আমেরিকার ওহীও অঙ্গরাজ্যে অবস্থিত।
সূত্রঃ Boredpanda
This post was last modified on আগস্ট ১১, ২০১৪ 6:31 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ১৯ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এই শীতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চাইলে এই ভেষজগুলো প্রতিদিনের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হলো ইউটিউব। অনলাইনে আয়…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আর্থ্রাইটিস, অর্থাৎ বাত যে শিশুদেরও হয়, সে কথা অনেকেই হয়তো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে প্রথমবারের মতো 'প্রিয়তমা'…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার নিউ অরলিন্স শহরের ফ্রেঞ্চ কোয়ার্টারে বর্ষবরণের উদ্যাপনে…
View Comments
ধন্যবাদ রুচিসম্মত ব্যাক্তিত্বরা ।
WoW Amazing !!!!