মানুষ হত্যাকারী ১৯ প্রাণীর তালিকা যা দেখে আপনি সত্যি অবাক হবেন!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ অসংখ্য প্রাণীর বসবাস আমাদের এই ধরণীতে। তবে পৃথিবীতে নিজেদের অবস্থান শক্তিশালী করতে কিংবা টিকে থাকতে অথবা অপ্রয়োজনে এক প্রাণী অন্য প্রানিকে হত্যা করে! আজ আমাদের বিশেষ প্রতিবেদনে উঠে আসবে পৃথিবীতে সবচেয়ে নিষ্ঠুর মানুষ হত্যাকারী প্রাণীদের বিশেষ তালিকা।


বেঁচে থাকার প্রয়োজনে বিবর্তনের ধারায় সকল প্রাণীর শারীরিক গঠনেই কিছুনা কিছু প্রতিরক্ষা ব্যবস্থা আছেই। প্রাকৃতিক ভাবে শরীরেই থাকা এসব অস্ত্র যে প্রাণীর কাছে সব চেয়ে বেশি সেই প্রাণী শারীরিক ভাবে শক্তিশালী। আবার জন্মগত ভাবেই আরেকটি বিষয় প্রাণী কূলে রয়েছে তা হচ্ছে বুদ্ধিমত্তা। এমন অনেক প্রাণী আছে যারা আয়তনে বিশাল কিন্তু বুদ্ধিমত্তায় অত্যন্ত নিন্মমানের। সুতরাং প্রাণীদের কেবল শারীরিক গড়ন দিয়ে বিচার করলেই হবেনা এখানে রয়েছে বুদ্ধিমত্তাও। যে প্রাণীর বুদ্ধি যত বেশি সেই প্রাণীই নিজেকে টিকিয়ে রাখতে তৈরি বিশেষ সব কৃত্রিম অস্ত্র!

আজ আমাদের প্রতিবেদনে উঠে আসবে হত্যার দিক দিয়ে সেরা ১৯  এর তালিকা। চলুন একে একে ১৯ থেকেই শুরু করে শীর্ষের দিকে যাওয়া যাক।

১৯) চিতাঃ

Related Post

মানুষ হত্যার দিক দিয়ে অন্যান্য দেশে যদিও চিতার বিষয়ে কোন রেকর্ড করা নেই সেভাবে। তবে কেবল ভারতেই চিতার আঘাতে প্রতিবছর ১৫ জন মানুষের মৃত্যু হয়। চিতা রয়েছে ১৯ নম্বরে।

১৮) ঘোড়াঃ

যদিও ঘোড়া হচ্ছে সবচেয়ে সুন্দর প্রাণীদের একটি। এরা নিজে থেকে কখনই মানুষ হত্যা করেনা। মানুষেই দায়ী এদের হাতে হত্যা হওয়ার জন্য। কেবল মাত্র আমেরিকাতেই প্রতিবছর ২০ জন মানুষ ঘোড়ার আঘাতে প্রান হারায়।

১৭) গরুঃ

অবাক হচ্ছেন গরুর নাম দেখে এই তালিকায়? কিভাবে গরু মানুষ হত্যা করতে পারে? হ্যাঁ পারে তাদের একটি শক্তিশালী লাথি মানুষের ঘিলু বের করে দিতে যথেষ্ট। প্রতি বছর আমেরিকাতে ২০ জন মানুষের মৃত্যুর রেকর্ড আছে গরুর আঘাতে।

১৬) পিঁপড়াঃ

পৃথিবীতে অসংখ্য প্রকারের পিঁপড়া আছে। এসব পিঁপড়ার রয়েছে বিভিন্ন মাত্রার বিষ। কেবল মাত্র ফায়ার এন্টের কামড়েই ৩০ জন মানুষের মৃত্যুর রেকর্ড আছে পৃথিবীতে বছরে।

১৫) মৌমাছিঃ

গত বছর ৫০ জন মানুষের মৃত্যু হয়েছে মৌ মাছির কামড়ে। এরা এদের ভয়ংকর হুল কেবল নিজেরা আক্রান্ত হলেই ফুটায়।

১৪)আফ্রিকান সিংহঃ

আফ্রিকার সিংহ প্রতিবছর ৭০ জনের ও বেশি মানুষ হত্যা করে! এটা একটি বিশাল হত্যার সংখ্যা মনে হলেও আসলে তেমন কিছুই নয়। সিংহ হচ্ছে বনের রাজা তারা চাইলে যা ইচ্ছে তাই করতে পারে।

১৩) জেলি ফিসঃ

কি? অবাক হচ্ছেন? হ্যাঁ হাঙ্গর থেকেও জেলিফিশ প্রতিবছর ১৫ গুণ বেশি মানুষ হত্যা করে থাকে। জেলিফিশ অত্যন্ত বিষাক্ত প্রাণী। মানুষ এদের বিষের বিষয়ে উদাসীন থাকাতেই এদের কাছে চলে যায় এবং নির্মম বিষের শিকার হয়।

১২) বাঘঃ

যদিও সিংহ বনের রাজা তবে বাঘ হচ্ছে মানুষ হত্যার রাজা। এরা প্রতিবছর ১০০ এর বেশি মানুষ হত্যা করে থাকে।

১১) হরিনঃ

হরিণ ও মানুষ হত্যাকারীর তালিকায় রয়েছে। প্রতিবছর ১২০ জনের বেশি মানুষ হরিনের শিকার হয়ে মৃত্যুবরণ করেন। আর এসব হত্যা সংগঠিত হয় হাইওয়েতে!

১০) পোষা কুকুরঃ

পোষা কুকুর মানুষ হত্যার জন্য অত্যন্ত দায়ী একটি প্রাণী। এরা অনেক সময় এদের মালিককেও হত্যা করে থাকে। প্রতি বছর পোষা কুকুরের আঘাতে ১৮৬ জন মানুষ হত্যা হয়ে থাকে।

৯) বন মহিষঃ

এরা অত্যন্ত ক্ষিপ্ত মেজাজের প্রাণী। এদের প্রধান অস্র এদের ওজন! দের টন ওজনের এই প্রাণী প্রতি বছর ২০০ জনের বেশি মানুষ নির্মম ভাবে হত্যা করে।

৮) হাতিঃ

হাতি হচ্ছে সবচেয়ে বিশাল প্রাণী, তারা তো এই তালিকায় থাকবেই। প্রতিবছর হাতির হামলায় সারা বিশ্বে ৫০০ মানুষের মৃত্যু হয়।

৭) কুমীরঃ

কুমীর হিংস্র প্রাণী। এরা যতটানা খাবারের জন্য হত্যা করে তাঁর চেয়ে বেশি এরা শিকারকে তছনছ করে দিতে পছন্দ করে। এরা ১৫০০ থেকে ২৫০০ মানুষ হত্যা করে থাকে প্রতি বছর।

৬) জলহস্তীঃ

খুবি শান্ত দেখতে মনে হলেও এই প্রাণী নিজের এলাকায় অনুপ্রবেশকারীদের হত্যা করতে দুইবার ভাবে না। প্রতিবছর এই জলদানবের হামলায় মারা যায় ৩ হাজার মানুষ।

৫) বিছাঃ

বিষাক্ত বিছা মানুষ হত্যা করতে পটু। এরা ৫০০০ মানুষ হত্যা করে প্রতিবছর।

৪) সাপঃ

সাপ হচ্ছে সবচেয়ে বিষাক্ত প্রাণী এরা সাধারণত মানুষকে আক্রমণ করেনা। কিন্তু মানুষ এবং সাপের অবস্থান একই সাথে হওয়াতে মানুষ সাপের আবাস ধ্বংস করাতে সাপের সাথে মানুষের সংঘাত অনেক পুরনো। প্রতিবছর ৫০ হাজারের বেশি মানুষ সারা বিশ্বে সাপের কামড়ে মারা যায়।

৩) আফ্রিকার মাছিঃ

এরা নীরব ঘাতক। প্রতি বছর আফ্রিকা সহ সারা বিশ্বে এই কীটের কারণেই ৫ লাখ মানুষের মাঝে জীবাণুর সংক্রামণ ঘটে এদের মাঝে ৮০ ভাগ মানুষ মারা যায়।

২) মশাঃ

মশা অন্যান্য সকল পশু প্রাণী থেকে ভয়ংকর এরা কারণে অকারনে মানুষ হত্যা করে। প্রতি বছর মশার কারণে ১০ লাখ মানুষ ম্যালেরিয়া জীবাণুর আক্রমনে মারা যায়।

১) মানুষঃ

অবাক হচ্ছেন? মানুষ হচ্ছে সেই প্রাণী যে নিজেদের হত্যা করার তালিকায় সবার উপরে। এমন কোন প্রাণী নেই যে কিনা মানুষ থেকে বেশি মানুষ হত্যা করতে পারে। আধিপত্য বিস্তার, হিংসা বিদ্বেষ এসব কারণে কিংবা অকারনে প্রতিবছর অসংখ্য মানুষ মানুষের হাতেই হত্যা হচ্ছে।  মানুষ মানুষকে হত্যা করতে তৈরি করছে ভয়ংকর সব অস্ত্র! মানুষ যে মানুষ হত্যায় সেরা সেটা প্রতিদিন আমরা প্রমান করেই চলেছি এবং হত্যার রেকর্ড ভেঙ্গেই চলেছি।

সূত্রঃ Viralnova

This post was last modified on জুলাই ২৪, ২০১৪ 10:58 পূর্বাহ্ন

Zia

"বাপের টাকার হিসেবে বড়লোক, নিজের টাকার হিসেবে গরীব। আল্টিমেট আমি নিজেকে গরীব ভাবি। কারণ বাবার টাকায় ফুটানি মারিনা।"

Recent Posts

খালি পেটে পাকা পেঁপে খাওয়া কী আদৌ শরীরের জন্য ভালো?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পেঁপেতে উপস্থিত ‘পেপসিন’ ও ‘প্যাপাইন’ নামক উৎসেচকগুলো পরিপাকে বিশেষ সহায়ক।…

% দিন আগে

আইফোনের নতুন গেম ইমুলেটর ডেলটা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সম্প্রতি ডেলটা নামে আইফোনের একটি নতুন ইমুলেটর অ্যাপ তৈরি হয়েছে।…

% দিন আগে

চমক দেখাতে আসছে ‘পুষ্পা-২’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দক্ষিণী সিনেমা ‘পুষ্পা’র তুমুল জনপ্রিয়তার পর মুক্তি পেতে চলেছে ‘পুষ্পা-২’।…

% দিন আগে

পাহাড়ি রাস্তায় লাফিয়ে চলা মেয়েটির ছবিতে কী কী পরিবর্তন আছে তা বলতে পারবেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ছোট বেলায় কিশোর পত্রিকার পাতায় আমরা অনেকেই এমন খেলা খেলেছি।…

% দিন আগে

সিলেটের সাদা পাথর: এক অপার প্রাকৃতিক সৌন্দর্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ খৃস্টাব্দ, ১৪ বৈশাখ ১৪৩১…

% দিন আগে

গরমে করলার সঙ্গে কয়েকটি খাবার খেলে উপকার পাবেন না: কোন সেই খাবার?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা জানি করলা খেলে সুস্থ থাকে শরীর। তবে সঙ্গে বা…

% দিন আগে