দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দশ ট্রাক অস্ত্র বাংলাদেশে আনতে নাকি বিনিয়োগ করেছিল পাকিস্তানী গোয়েন্দা সংস্থা ‘আইএসআই’- এমন খবর দিয়েছে একটি টিভি চ্যানেল।
দশ ট্রাক অস্ত্র মামলার রায়ের পর দেশজুড়ে শুরু হয় নানা জল্পনা। আসলে এতো বড় অস্ত্র মামলার সঙ্গে সরকারের উচ্চ পর্যায়ের জড়িত হওয়ার বিষয়টি নিয়ে জনমনে নানা সংশয় দেখা দেয়। জনমনে প্রশ্ন আসে এতোবড় অস্ত্র চোরাচালের সঙ্গে কি শুধুই ভারতীয় জঙ্গী সংগঠন উলফা জড়িত। নাকি আরও কোন রাষ্ট্রের স্বার্থে এগুলো ব্যবহার করা হচ্ছিল? এমন প্রশ্ন রয়েছে সবার মনে।
এদিকে তথ্য প্রমাণের পাশাপাশি সাক্ষী এবং আসামীদের স্বীকারোক্তিমূলক জবানবন্দীকে প্রাধান্য দিয়ে দশ ট্রাক অস্ত্র মামলার রায় ঘোষণা করা হয়েছে বলে পর্যবেক্ষণে উল্লেখ করেন চট্টগ্রামের মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমান। এক্ষেত্রে উঠে আসে বিশাল এ অস্ত্রের চালানে অর্থ বিনিয়োগকারীর বিভিন্ন বিষয়ও।
সংবাদের ভিডিওটি দেখুন
চাঞ্চল্যকর দশ ট্রাক অস্ত্রের চালান আনার কাজে পুরো টাকা বিনিয়োগ করেছিলো পাকিস্তানের গোয়েন্দা সংস্থা-‘আইএসআই’। ভারতের স্বাধীনতাকামী ৭টি প্রদেশকে অস্থিতিশীল রাখতে দেশটির বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফা’র জন্য এ অস্ত্র আমদানি করা হয়। আর দুবাইভিত্তিক শিল্প গ্রুপ ‘আগা রহমান ইউসুফ’-এ আর ওয়াই-এর মাধ্যমে নাকি শুরু হয় এ অর্থ বিনিয়োগের প্রক্রিয়া। ঘোষিত রায়ে অস্ত্রের উৎস সম্পর্কে পর্যবেক্ষণে এ তথ্য দেয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পিপি। এ খবরটি দেওয়া হয়েছে সময় টিভিতে।
টিভির ওই খবরে মেজর (অব:) এমদাদুল ইসলাম এর বক্তব্য উদ্বৃত করে বলা হয়েছে, ‘সরকার যদি এখানে কখনো তার নিরাপত্তা সংস্থাকে এ ধরণের কাজকর্মে জড়িত না হওয়ার জন্য ইন্ধন না জোগায়, যদি কঠোরভাবে নিষেধাজ্ঞা থাকে তাহলে এ ধরণের কাজ কখনো ঘটবে না বলে অভিমত ব্যক্ত করেন তিনি।’
উল্লেখ্য, ৩০ জানুয়ারী এক রায়ে অস্ত্র আনার অভিযোগে দুই সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রী ও পাশাপাশি ৫ জন গোয়েন্দা কর্মকর্তাসহ ১৪ জনকে মৃত্যুদন্ড দিয়েছে চট্টগ্রাম আদালত।
ভিডিও সৌজন্যে : সময় টিভি
This post was last modified on ফেব্রুয়ারী ৩, ২০১৪ 4:13 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা জানি মোটামুটি সব ধরনের মৌসুমি ফল এবং সবজিই স্বাস্থ্য…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মোবাইল হ্যান্ডসেটের এন্ট্রি-লেভেল ক্যাটাগরিতেও ব্যবহারকারীদের চমকে দিতে প্রস্তুত অনার বাংলাদেশ।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মৌরির গুণের কথা বলে শেষ করা যাবে না। চিকিৎসকরা জানিয়েছেন,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্যস্ত সময় পার করে বছরশেষে একটু বেড়াতে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ এক দাবানল ছড়িয়ে পড়েছে। দাবানলে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঘটনাটি ভারতের। সেখানকার কুচামন পুরসভার বিরোধী নেতা অনিল সিংহ মেদতিয়া।…