Categories: সাধারণ

টাইমস্‌ অব ইন্ডিয়ার প্রতিবেদন: পরেশ বড়ুয়া এখন চীনে অবস্থান করছেন!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ১০ ট্রাক অস্ত্র চোরাচালানের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় জঙ্গী সংগঠন উলফার সামরিক প্রধান পরেশ বড়ুয়া বর্তমানে চীনে অবস্থান করছেন।


ভারতীয় সংস্থার উদ্বৃতি দিয়ে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে আরও বলা হয়েছে, চট্টগ্রামের ১০ ট্রাক অস্ত্র চোরাচালানের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম (উলফা) সামরিক প্রধান পরেশ বড়ুয়া বর্তমানে চীনে অবস্থান করছেন। ভারতের গোয়েন্দা ব্যুরোর সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়, পরেশ বড়ুয়ার অবস্থান গত কিছুদিন ধরে একেবারেই অজানা থাকলেও সমপ্রতি তিনি তার সহযোগী জ্যোতির্ময় বরালির সঙ্গেও নাকি যোগাযোগ করেন। তার ওই ফোন কল ও সার্বিক তথ্য বিবেচনা করে ধারণা করা হচ্ছে, তিনি চীনের রুই লি নামক শহরে অবস্থান করছেন। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, ধারণা করা হচ্ছে পরেশ বড়ুয়া এক বান্ধবীর সঙ্গে গত ২ বছর ধরেই সেখানে বসবাস করছেন। তার স্ত্রী ও দুই সন্তান বাংলাদেশে বসবাস করছে বলে ওই খবরে দাবি করা হয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে আরও বলা হয়, কয়েক মাস যাবত নিজের নেতাকর্মীদের সঙ্গেও কোনো প্রকার যোগাযোগ করছিলেন না পরেশ বড়ুয়া। কিন্তু কিছুদিন আগে পরেশ বড়ুয়া তার সহযোগী জ্যোতির্ময়ের সঙ্গে যোগাযোগ করে একটি জরুরি ব্যাগ উদ্ধারের ব্যাপারে নাকি খোঁজ-খবর নেন। ভারতের গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে বলা হয়, পরেশের সেই ব্যাগে তার ব্যবহৃত কয়েকটি সিম কার্ড এবং জরুরি কিছু ফোন নম্বর রয়েছে বলে কথোপকথনে বোঝা যায়।

ধারণা করা হয়, ব্যাগটি ছিল উলফার সহকারী অর্থ সম্পাদক পার্থ গগৈয়ের কাছে। তিনি ভারতীয় বাহিনীর কাছে আত্মসমর্পণ করার পরিকল্পনা গ্রহণের পর পরেশ বড়ুয়ার নির্দেশে সংগঠনের কর্মীদের হাতে নিহত হন। প্রতিবেদনটিতে আরও বলা হয়, গত তিন মাসে পরেশ বড়ুয়ার নির্দেশে উলফার ১২ জন নেতা কর্মীদের হাতে নিহত হয়েছেন। জ্যোতির্ময়ের সঙ্গে আলাপকালে পরেশ বড়ুয়া বলেন, ব্যাগে থাকা ফোন ডিরেক্টরি আর সিমগুলো নিরাপদে উদ্ধার করা হয়েছে। বর্তমানে সেগুলো মিয়ানমারে পরেশ বড়ুয়ার আস্থাভাজন কারো কাছে আছে।

সূত্রের বরাত দিয়ে ওই প্রতিবেদনে আর বলা হয়েছে, উলফা ও এনএসসিএন (কে) সংগঠন নাকি উন্মুক্তভাবে চীনে যাতায়াত করতে পারছে। তবে চীন সরকার সরাসরি এসব সংগঠনকে কোনো সহায়তা করছে না বলেই মনে হচ্ছে।

উল্লেখ্য, ২০০৪ সালের ১ এপ্রিল চট্টগ্রামের সিইউএফএল জেটিঘাটে ১০ ট্রাক সমপরিমাণ অস্ত্র আটক করে পুলিশ। দীর্ঘ ১০ বছর পর ৩০ জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল-১ অস্ত্র চোরাচালানের মামলার রায়ে পরেশ বড়ুয়া, সাবেক দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, বাংলাদেশের তৎকালীন গোয়েন্দা সংস্থার কর্মকর্তাসহ ১৪ জনকে মৃত্যুদণ্ড দেয়। সূত্র: টাইমস্‌ অব ইণ্ডিয়া

This post was last modified on ফেব্রুয়ারী ৪, ২০১৪ 12:14 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

নতুন ইউনিকর্ন বাইক নিয়ে এলো হোন্ডা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হোন্ডার জনপ্রিয় মোটরসাইকেল সিবি ইউনিকর্ন সম্প্রতি নতুন রূপে আন্তর্জাতিক বাজারে…

% দিন আগে

২০২৫ সালেই মুক্তি পাবে সিয়াম অভিনীত ‘জংলি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০২৪ সালেই মুক্তির কথা ছিল এম রাহিম পরিচালিত সিয়াম আহমেদ…

% দিন আগে

বেলুনের ভিতর ঢুকে বিয়ের কনে: নিন্দার ঝড় নেটমাধ্যমে!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশাল গোলাকৃতি একটি বেলুনের ভিতর লেহঙ্গা পরে রয়েছেন এক বিয়ের…

% দিন আগে

খেজুরের রস ও শীত

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২৭ পৌষ ১৪৩১…

% দিন আগে

প্রাপ্তবয়স্ক ও শিশুদের ক্ষেত্রে দুধ কখন ও কতোটা খেলে উপকার হবে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনি দুধ কোন সময় খাচ্ছেন ও কতোটুকু খাচ্ছেন, তা জানা…

% দিন আগে

নতুন বছর ২০২৫ সালে হোয়াটসঅ্যাপের উপহার একগুচ্ছ ফিচার

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ে বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং এন্ড কলিং প্ল্যাটফর্ম হলো…

% দিন আগে