দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দিন দিন দেশের বিজ্ঞান এবং উদ্ভাবন অনেকটাই উদ্ভাবনী শক্তিতে বলিয়ানো। কিছুদিন আগেই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ড্রোন তৈরি করেছে, এবার একই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সমুদ্রের পানিকে পান যোগ্য করার উপায় ও আবিষ্কার করলো।
পৃথিবীর তিন ভাগ পানি এক ভাগ স্থল। বিশাল এলাকা জুড়ে রয়েছে বিভিন্ন সমুদ্র। এসব সমুদ্রে রয়েছে প্রচুর পানি তবে এসব পানি পানের অযোগ্য কারণ সমুদ্রের পানিতে প্রচুর পরিমাণে সোডিয়াম ক্লোরাইড থাকে। অপর দিকে ভূগর্ভস্থ পানির পরিমাণ দিন দিন কমছে। আর পান যোগ্য পানীয় জলের আধারও কমছে। ফলে ইতোমধ্যে পৃথিবীর অনেক দেশ খাবার পানির সংকটে পড়েছে।
বিশ্বে খাবার পানি সংকট কোমাতে নানান গবেষণা চলছে, তবে বাংলাদেশে সেভাবে গবেষণা না হলেও এবার তরুণ বিজ্ঞানিরা উদ্যোগ নিলেন সাগরের পানিকে কিভাবে পান যোগ্য করে তোলা যাবে সেই বিষয়ে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল এন্ড এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং বিভাগের দুইজন ছাত্র রেজাউল করিম শাওন ও সেফায়েত হোসেন সৌরভ মিলে তৈরি করেছেন সমুদ্রের পানি খাবার পানিতে রূপ দেয়ার বিশেষ যন্ত্র।
এটি অত্যন্ত সাশ্রয়ী এবং ব্যবহার উপযোগী একটি যন্ত্র। যেকেউ এই যন্ত্র তৈরি করতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন। এটি তৈরিতে কেবল দুটি পাত্র, কাচ, জিয়াই সীট, প্ল্যাস্টিকের পাইপ এবং কর্কসীট দরকার হবে।
একটি পাত্রে সমুদ্র থেকে পানি সংগ্রহ করে আনা হবে এবং অন্য আরেকটি পাত্রে যন্ত্র থেকে পাওয়া পান যোগ্য পানি সংগ্রহ করা হবে। জিআই সীট দিয়ে একটি বিশেষ জলাধার তৈরি করা হবে যেখানে সমুদ্রের লবণাক্ত পানি ঢালা হবে। জিআই সীটের তৈরি জলাধার কাঁচের প্লেট দিয়ে বিশেষ কোণে ঢাকা থাকবে। এবার সূর্যের তাপে পানি জলীয় বাষ্প হয়ে কাঁচের উপরি ভাগে জমা হয়ে প্লাস্টিকের পাইপ দিয়ে নিচে রাখা অন্য পাত্রে জমা হতে থাকবে পান যোগ্য পানি যা অত্যন্ত বিশুদ্ধ।
উদ্ভাবকরা বলেন মাত্র ৪ হাজার টাকায় এই প্রোজেক্ট তৈরি করা সম্ভব এবং দীর্ঘদিন ব্যবহার করা সম্ভব। তাঁরা জানান পানি বিষয়ক আরও গবেষণা চলছে। সমুদ্রের পানি পান যোগ্য করে তোলার এই প্রোজেক্টটি প্রফেসর ডঃ মোঃ তৌহিদুর রহমানের আধীনে করা হয়েছে।
ছবিঃ সংগৃহীত
This post was last modified on জানুয়ারী ১৬, ২০১৫ 12:38 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হাঁটা কিংবা দৌড়ানোর জুতো কেমন হওয়া উচিত? সেটি হয়তো অনেকের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ে বেশ জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। ফটো ও…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমেরিকান পপশিল্পী গায়িকা টেইলর সুইফটের খ্যাতি রয়েছে সর্বত্র। বহু আগে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষা হবে এপ্রিল মাসের মাঝামাঝি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাসের ভিতর থাকা মহিলা কন্ডাক্টরের সঙ্গে কথা বলছেন ঝুলে থাকা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ২ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ১৭ কার্তিক ১৪৩১…
View Comments
আমি কি ভাবে তৌহিদ স্যার, শাওন ও সেফায়াত ভাইকে অভিনন্দন জানাব জানিনা। আমি বরতমানে ২০ লক্ষ তাকা ঋণ যদি আমরা কাচে জমা ২০ লক্ষ টাকা থাক্ত তাহলে তাই দিএ দিতাম এই প্রজেক্ত কে।
Bravo boys