ইংল্যান্ডে ৮ লক্ষ বছর পুরোনো আদিম মানুষের পদচিহ্ন আবিষ্কার! [ভিডিও]

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ বিভিন্ন সময়ে আফ্রিকার বিভিন্ন অংশে আদিম মানুষের পায়ের ছাপ পাওয়া গেলেও এবার প্রথম আফ্রিকার বাইরে আদিম মানুষের পায়ের ছাপ পাওয়া গেল।  ইংল্যান্ডের হ্যাপিসবার্গে পাওয়া এসব পায়ের চিহ্ন  ৮ লক্ষ বছর আগের!


ব্রিটিশ যাদুঘরের বিজ্ঞানীদের অনুসন্ধানে ইংলন্ডের নরফোকের কাছে হ্যাপিসবার্গে, নদীর মোহনায় পাওয়া গেছে আদিম মানুষদের এই পায়ের ছাপ। বিশ্লেষকরা বলছেন, এসব পায়ের ছাপ অতি প্রাচীন, প্রায় ৮ লক্ষ বছর পুরোনো। ঠিক এই সময়টায় এখানে প্রাচীন হাতি ম্যামথ, জলহস্তী ও গণ্ডার ঘুরে বেড়াত৷

গবেষকদের খুঁজে পাওয়া পায়ের ছাপ সমূহ বিশ্লেষণ করে দেখা গেছে, এখানে সব মিলিয়ে মোট পাঁচজনের পায়ের ছাপ পাওয়া গিয়েছে। এসব পায়ের ছাপের মাঝে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ এবং অন্য ৪ জন শিশু। পায়ের ছাপের থ্রিডি স্ক্যান করার মাধ্যমে জানা গেছে, সবচেয়ে বড় পায়ের ছাপ যে মানুষের তিনি পুরুষ ছিলেন এবং তাঁর পায়ের পরিমাপ বর্তমান ৮ নম্বর জুতার সমান। এছাড়া তিনি লম্বায় ছিলেন প্রায় ৬ ফুট ৭ ইঞ্চি।

Related Post

এর আগে গবেষকরা হ্যাপিসবার্গের নদী মহনায় বৃষ্টিপাতের ফলে জোয়ারের পানি নেমে গেলে ক্ষয়ে যাওয়া মাটির নিচে থেকে বেশ কিছু পায়ের ছাপ ভেসে উঠেছে দেখতে পান।  তাঁরা ধারণা করেন, এসব পায়ের ছাপ অনেক পুরোনো এবং  প্রাচীন নিদর্শন হতে পারে। ফলে বিজ্ঞানীরা এসব পায়ের ছাপ অতি বৃষ্টিতে যেন নষ্ট না হয়ে যায় তাই এদের দ্রুত গবেষণা শুরু করেন এবং ছবি এবং ভিডিও ধারন করে রাখতে শুরু করেন।

গবেষণা দলের সাথে থাকা ডঃ নিক অ্যাশটন বলেন,”এসব পায়ের ছাপ অতি প্রাচীন, এগুলো এমন এক সময়ের যখন কেবল আফ্রিকাতেই আদিম মানুষের অস্তিত্ব পাওয়া গিয়েছিল। ফলে এসব পায়ের ছাপ পাওয়াতে আমরা এই অঞ্চলের আদিম প্রকৃত অবস্থা এবং মানুষের সভ্যতার বিকাশ সম্পর্কে একটি ধারণা পেতে পারি।

ভিডিও:

সূত্রঃ Theverge, Britishmuseum

This post was last modified on মার্চ ২৫, ২০১৬ 12:39 অপরাহ্ন

Zia

"বাপের টাকার হিসেবে বড়লোক, নিজের টাকার হিসেবে গরীব। আল্টিমেট আমি নিজেকে গরীব ভাবি। কারণ বাবার টাকায় ফুটানি মারিনা।"

Recent Posts

কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ৪ মে ২০২৪ খৃস্টাব্দ, ২১ বৈশাখ ১৪৩১…

% দিন আগে

গরম পড়তেই মাইগ্রেনের সমস্যা? অস্বস্তি থেকে রেহাই পেতে ভরসা রাখবেন যে দাওয়াইয়ে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এই গরমে রোদে বেরোলে মাইগ্রেনের সমস্যায় ভোগেন অনেকেই। এক বার…

% দিন আগে

ওপেনএআইয়ের মডেল মাত্র ১৫ সেকেন্ডেই ভয়েস ক্লোনিং করতে পারবে!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নতুন এআই মডেল মাত্র ১৫ সেকেন্ডের অডিও থেকে ভয়েস ক্লোনিং…

% দিন আগে

এক ব্যতিক্রমি সিনেমা ‘লাপাতা লেডিস’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পরিচালক কিরণ রাওয়ের আলোচিত সিনেমা ‘লাপাতা লেডিস’ অবশেষে মুক্তি পেলো…

% দিন আগে

এপ্রিল মাসে ভারতে রেকর্ড গরমে ৯ জনের মৃত্যু

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্চ মাস থেকেই গরমের আভাস দেওয়া হয়েছিলো ভারতে। তবে এপ্রিলের…

% দিন আগে

এবার গাজর দিয়ে তৈরি হলো বাঁশি!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা এতোদিন দেখে আসছি বাঁশ দিয়ে বাঁশি বানানো হয়। আর…

% দিন আগে