দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ওয়ার্ল্ড ফটোগ্রাফি অর্গানাইজেশন আয়োজিত সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস নামক বিশ্বের অন্যতম সেরা ফটোগ্রাফি প্রতিযোগিতায় এবার জমা পড়েছিলো ১৬৬ দেশ থেকে ৬৫,৫১২ টি ফটোগ্রাফ। অবিশ্বাস্য সুন্দর যেসব ছবি বাছাই করা হয়েছে সেখান থেকে শক্তিশালী ১২ টি ছবি দেখে নিই।
যেসব ফটোগ্রাফি বাছাই করা হয়েছে সেগুলোর রয়েছে শক্তিশালী মেসেজ, দৃশ্যের ভেতরে ভিন্ন কিছু নির্দেশ করছেন এমন। আসুন দেখে নিই ফটোগ্রাফিগুলোঃ
কাদাযুক্ত মুখের মহিলা পানিতে ঝাপিয়ে পড়ার এই ফটোগ্রাফি স্থান পেয়েছে বাছাইকৃত লিস্টে। পাপ পঙ্কিলতা দূর করে জীবন সুন্দর করাই হোক – মানুষের বৈশিষ্ট্য এই কথার দিকেই ইঙ্গিত আছে যেন ছবিতে।
ইন্ডিয়ার সবচেয়ে সার্বজনীন এবং রঙের অনুষ্ঠান হোলি। এই অনুষ্ঠান ইন্ডিয়ার সারাদেশ ব্যাপী অনুষ্ঠিতে হয়, এত রঙ, আনন্দ এবং স্মাইলে সমারোহ কোন অনুষ্ঠানে দেখা যায় না। ফটোগ্রাফিটাও সেরকম একটি দৃশ্যকে ফুটিয়ে তুলেছে।
কোস্টারিকার সোনার খনির মজুরদের ফটোগ্রাফি। জীবন, সংগ্রাম এবং দেয়ালের পোস্টকার্ডের যৌনতা একই সূত্রে গাঁথা – চমৎকার মেসেজের ফটোগ্রাফ।
৪)
এই ফটোগ্রাফ আমাদের দেশের চট্টগ্রামের – লোকটি জানালা দিয়ে ট্রেনে উঠছে। মর্মান্তিক শক্তিশালী ফটোগ্রাফ।
৫)
ফটোগ্রাফটির শিরোনাম “অন্ধকার সময়েও উৎফুল্ল হন”। চমৎকার ফটোগ্রাফি সম্পন্ন এই ছবি যেন পরিষ্কার বলে দিচ্ছে যৌবনে বাধাহীন উচ্ছ্বল আনন্দের কথা।
৬)
ইথিওপিয়ার অধিবাসীদের এই ফটোগ্রাফিটা তাদের ঐতিহ্যকে তুলে ধরেছে। গায়ে চিত্র অংকন করা তাদের জন্য আনন্দের ব্যাপার।
৭)
মা এবং পুত্রের ফটোগ্রাফি। এখানে মা এর পাশে নগ্ন গায়ের পূত্রের ছবির মাধ্যমে জন্মের সময়কার সময়কে বুঝানো হয়েছে। শক্তিশালী একটি ফটোগ্রাফি।
৮)
কেমোরার সত্তর দশকের ক্রিমিনাল পাওয়ারকে এই ফটোগ্রাফির মাধ্যমে তুলে দেওয়া হয়েছে।
৯)
বাংলাদেশের নারায়নগঞ্জের মন্দিরের ফটোগ্রাফি। একজন বৃদ্ধা শ্রী শ্রী লোকানাথ ব্রহ্মাচার আশ্রম মন্দিরে চোখ বন্ধ করে পূজা করছেন।
১০)
বাংলাদেশের একজন এসিড দগ্ধের ছবি। তার জীবন সংগ্রামের গল্পও এই যেন অঙ্কিত হয়েছে ফটোগ্রাফটিতে।
১১)
বড় বিড়াল এবং ছোট বিড়ালের মধ্যকার বন্ধুত্বের ফটোগ্রাফি।
১২)
দুই প্রতিবেশীর বাড়ির ফটোগ্রাফি। দুইজন আলাদা মানুষের জীবনের মত তাদের বাড়িও আলাদা সেই দিকে ইঙ্গিত করা হয়েছে। শক্তিশালী কনসেপ্টের ফটোগ্রাফি।
তথ্যসূত্রঃ বাজফিড
This post was last modified on আগস্ট ১৬, ২০১৪ 11:27 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ খৃস্টাব্দ, ৪ বৈশাখ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গরমের এই সময় ঘামাচির প্রাদুর্ভাব দেখা দেয়। আর তখন ঘামাচি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেশের ইনোভেটিভ ডিজিটাল অপারেটর বাংলালিংকের ডেপুটি সিইও হিসেবে নিয়োগ পেয়েছেন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রকৃতপক্ষে কম ঘুম মানেই স্থূলত্ব এবং বেশি ঘুম মানেই রোগা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বহুল আলোচিত জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’–এর ৪টি সিজন শেষ হয়েছে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মালদ্বীপ পার্লামেন্টে আইন পাশ করে ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ করলো। মালদ্বীপের…