জেনে নিন মহিলাদের স্ট্রোক প্রতিরোধে ছয়টি গাইডলাইন!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ স্ট্রোক বা মস্তিষ্কে রক্তক্ষরণ পুরুষ বা মহিলা উভয়ের জন্যই মারাত্মক ঝুকিপূর্ণ রোগ।  গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ, জন্মনিয়ন্ত্রণ, মাইগ্রেন কিংবা বিষণ্ণতার কারণে মহিলাদের স্ট্রোক আক্রান্ত হওয়ার ঝুকি বেশি। সম্প্রতি আমেরিকান হার্ট এসোসিয়েশন মহিলাদের স্ট্রোকের ঝুঁকি হ্রাসে ৬টি গাইডলাইন দিয়েছেন – আসুন সেগুলো জেনে নিই।

Depression-Doubles-Stroke-RiskDepression-Doubles-Stroke-Risk

সাধারণত স্ট্রোক থেকে বাঁচতে রক্তচাপ নিয়ন্ত্রণ, সিগারেট পরিত্যাগ কিংবা ডায়বেটিস নিয়ন্ত্রণ করলেই হয়। কিন্তু মহিলাদের শারীরবৃত্তীয় ব্যাপার আলাদা হওয়ায় তাদের করণীয় কাজ কিছুটা ভিন্ন। সেগুলো সম্পর্কে জেনে নেওয়া ভালো যাতে আমাদের প্রিয়জনদের এই ব্যাপারে সচেতন করে তোলা সম্ভব হয়।

১) জন্মনিয়ন্ত্রণ বড়ি গ্রহণঃ যারা নিয়মিত জন্ম নিয়ন্ত্রণ বড়ি সেবন করেন তাদের অবশ্যই সেবনের পূর্বে উচ্চ রক্তচাপ পরিমাপ করতে হবে। কেননা এর প্বার্শপ্রতিক্রিয়ায় স্ট্রোকের ঝুকি বৃদ্ধি পায়। এই ঝুকি যদিও কম কিন্তু ৪৫-৪৯ বয়সী নারীদের ক্ষেত্রে এই ঝুঁকির পরিমাণ বৃদ্ধি পায়।

Related Post

২)গর্ভাবস্থাঃ এই অবস্থায় মহিলাদের স্ট্রোকের ঝুঁকি কিছুটা কম কিন্তু গর্ভধারণের সর্বশেষ তিন মাস এবং বাচ্চা প্রসবের পর থেকে স্ট্রোকের ঝুঁকি বেড়ে যেতে থাকে। তবে গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ বা প্রি-একলামশিয়া থাকে তাদের স্বাভাবিক সন্তান জন্মদানে সন্তান না হয়ে সিজারে হতে পারে। এই অবস্থায় সাবধানতা অবলম্বণ করা জরুরি।

৩)অ্যাসপিরিনঃ মহিলারা উচ্চ রক্তচাপ থাকলে অ্যাসপিরিন গ্রহণ করতে পারে। অল্প পরিমাণ অ্যাসপিরিন গ্রহণ রক্তচাপ কমিয়ে স্ট্রোকের ঝুঁকি হ্রাস করে। ৬৫ বছর বয়সীদের জন্য এটি বেশি কার্যকর।

৪)মাইগ্রেনঃ হরমোনজনিত কারণে মহিলাদের ছেলেদের চেয়ে চারবার বেশি মাইগ্রেনে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। মাইগ্রেন যদিও একই সাথে স্ট্রোকের ঝুঁকি বাড়ায় না, এক্ষেত্রে ধুমপান এবং জন্মনিয়ন্ত্রণ বড়ি গ্রহণের সাথে ঝুঁকি বেড়ে যায়। সুতরাং এইসব ক্ষেত্রে ধুমপান পরিত্যাগসহ সাবধানতা অবলম্বণ জরুরি।

৫)অনিয়মিত হার্টবিটঃ যে সব মহিলার বয়স ৭৫ বছরের বেশি তাদের হার্টবিট চেক বা পালস চেকের মাধ্যমে স্ট্রোকের ঝুঁকি চিহিন্ত করে যথাযথ চিকিত্সা করতে হবে।

৬)মেনোপজঃ মধ্যবয়সীদের এই অবস্থায় হরমোন থেরাপি গ্রহণ করলে ঝুঁকি বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে থেরাপি গ্রহণ না করাই ভালো।

স্ট্রোকের ঝুঁকিতে থাকা মহিলা ও পুরুষদের শারীরিক স্থিতিশীলতা  পর্যবেক্ষণে এটা স্পষ্ট যে মহিলাদের শারিরীক কিছু ব্যাপারের জন্য আলাদাভাবে সচেতন হওয়া জরুরি এবং এইসব ক্ষেত্রে প্রয়োজনীয় করণীয় সম্পন্ন করে সুস্থ জীবন গঠণ করাই বুদ্ধিমানের কাজ।

তথ্যসূত্রঃ নিউজসম্যাক্সহেলথ

This post was last modified on জুলাই ৪, ২০২৪ 10:18 পূর্বাহ্ন

মাহমুদুর রহমান

Recent Posts

রাগে ফোঁস ফোঁস করছে সাপ শঙ্খচূড়: তাকে শান্ত করতে মাথায় মাথা ঠেকালেন যুবক!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাইরাল ভিডিওতে দেখা যায়, একটি বাড়ির বাগানে ফণা তুলে দাঁড়িয়ে…

% দিন আগে

চিত্র শিল্পীর তুলিতে আঁকা ছবি?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ খৃস্টাব্দ, ৪ বৈশাখ ১৪৩২…

% দিন আগে

গরমে ঘামাচি প্রতিরোধের উপায় না জানলে ভুগতে হতে পারে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গরমের এই সময় ঘামাচির প্রাদুর্ভাব দেখা দেয়। আর তখন ঘামাচি…

% দিন আগে

বাংলালিংকের ডেপুটি সিইও হিসেবে নিয়োগ পেলেন জাহরাত আদিব চৌধুরী

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেশের ইনোভেটিভ ডিজিটাল অপারেটর বাংলালিংকের ডেপুটি সিইও হিসেবে নিয়োগ পেয়েছেন…

% দিন আগে

কম ঘুমোলেই কী ওজন বাড়ে না? বিজ্ঞানীরা কী বলেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রকৃতপক্ষে কম ঘুম মানেই স্থূলত্ব এবং বেশি ঘুম মানেই রোগা…

% দিন আগে

‘ব্যাচেলর পয়েন্ট ৫’ এর অপেক্ষায় দর্শকরা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বহুল আলোচিত জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’–এর ৪টি সিজন শেষ হয়েছে…

% দিন আগে