দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সময় যদিও একই ভাবে গতিশীল তারপরও এর গতি একেক জনের কাছে একেক রকম। আনন্দের সময় তাড়াতাড়ি চলে যায় আর দুঃখের সময় যেতেই চায় না। ঘড়ি তেমন একটা কার্যকর ভূমিকা রাখতে পারে না। এর সমাধান নিয়ে এলো ডার্।
ডার্ একটি ঘড়ি যেটি সময় দেখায় না। এটি শুধু ৫ মিনিট পরে পরে ভাইব্রেট করবে। এটি নরনারী নির্বিশেষে সবার জন্য। অনেকটা পরিধেয় ব্রেসলেটের মত। এটি সময় আমাদের উপলব্ধি জাগায়। এটা ক্রমাগত আমাদের মনে করিয়ে দেয়, সময়ের গতি অপরিবর্তনীয় ও অবিচল। প্রতি ৫ মিনিট পরে পরে কব্জিতে কম্পন হওয়ায় এটি সময়ের সঠিক ব্যবহার সম্পর্কে আরো সতর্ক হতে সাহায্য করে। সাধারণ ঘড়ি গুলোর এই ক্ষমতা নেই।
এটি সাধারণ ঘড়ির মত হাতে লাগানোর একটি বেল্ট আর আটকানোর জন্য একটি ক্লিপ থাকে। এগুলো পলিএমাইড দ্বারা তৈরি। এর স্ট্রাইপ গুলো লেজারে কাটা চামড়ার তৈরি। ভাইব্রেট করার যন্ত্রটি ব্যাটারির মাধ্যমে চলে। ব্যাটারি পরিবর্তন করা যায়। একটি ব্যাটারিতে প্রায় দুই মাস চলে। দুটি ভাইব্রেটের মাঝে ৫ মিনিট সময় ব্যবধান রাখা হয়েছে।
শুরুতে মাত্র ৫০ টি ডার্ তৈরি করা হয়েছে। একেকটির দাম ধরা হয়েছে ১২০ ডলার। কিন্তু বড় উৎপাদনে এর দাম কমে আসবে।
সময় সঠিক ভাবে কাজে লাগাতে ডার্ একটি অত্যন্ত কার্যকর মাধ্যম। আমাদের দেশে যদিও অনেক পরে এটি পাওয়া যাবে, তারপরও দেশীয় প্রতিষ্ঠানগুলো এধরনের কিছু বানানোর চিন্তা ভাবনা করতে পারে।
নীচের ভিডিওতে দেখুন ডার্ এর নির্মাতারা এটি সম্পর্কে কি ভেবেছিলঃ
সূত্রঃ gizmag