দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কক্সবাজার সারা দেশ থেকে পর্যটক আকর্ষণ করে থাকে, তবে এতদিন এই সৈকতে কেবল সৈকতে ঘুরে বেড়ানো ছাড়া অন্য তেমন কোন বিনোদন না থাকলেও এবার সৈকতের আকাশে প্যারাসুটে করে উড়ে বেড়ানোর সুযোগ পাচ্ছেন পর্যটকরা।
কক্সবাজারে পর্যটকদের আকাশে উড়ার অভিজ্ঞতা দিতে সৈকতে প্যারাসুট নিয়ে এসেছে স্যাটেলাইট ভিশন সি স্পোর্টস নামের একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান। স্যাটেলাইট ভিশন সি স্পোর্টস জানিয়েছে তাদের এই প্যারাসুট সৈকত থেকে আগ্রহী পর্যটক নিয়ে আকাশে উড়ে যায় বিশেষ স্পিড বোটের সাহায্যে। বিশ্বের নানান দেশের সৈকতে প্যারাসুটে করে আকাশে উড়ার ব্যবস্থা থাকলেও আমাদের দেশে এতদিন এই সুযোগ ছিলনা। আমাদের দেশের সৈকতে বেড়াতে আসা পর্যটকরা সাধারণ সূর্যাস্ত এবং সূর্যোদয় দেখেই বিনোদন নিতেন। তবে সৈকতের পাড়ে কত রকম বিনোদনের ব্যবস্থা করা যায় তা বিদেশী সৈকত সমূহ দেখলেই বুঝা যায়।
সৈকতে যদি বিভিন্ন চিত্তবিনোদনের ব্যবস্থা করা হয় তাহলে সৈকত আরও বেশি পর্যটক আকর্ষণ করবে এতে দেশের পর্যটনশিল্প আরও বেশি বিকশিত হবে। এই ধারণা থেকেই স্যাটেলাইট ভিশন সি স্পোর্টস কক্সবাজারের সৈকতে এই প্যারাসুটে করে উড়ার ব্যবস্থা নিয়ে এসেছে। স্যাটেলাইট ভিশন সি স্পোর্টসের প্যারাসুটে করে আকাশে উড়তে এরই মাঝে সৈকতে বেড়াতে আসা পর্যটকরা ভিড় করছেন।
স্যাটেলাইট ভিশন সি স্পোর্টস পক্ষ থেকে জানানো হয়েছে আপাতত প্রতিবার একজন করে পর্যটক প্যারাসুটে করে আকাশে উড়তে হলে দুই হাজার টাকা করে নেয়া হচ্ছে। আর যদি ২ জন এক সাথে প্যারাসুটে উড়তে চান তবে সে ক্ষেত্রে তিন হাজার টাকা দিয়ে উড়া হচ্ছে।
সৈকতে ঘুরতে আসা পর্যটকরা বিষয়টিকে আগ্রহের সাথেই নিয়েছেন, তাঁরা জানিয়েছেন তাঁরা সৈকতের বুকে প্যারাসুটে করে মানুষের উড়ে বেড়ানোর দৃশ্য উপভোগ করছেন। এরকম আরও নানান বিনোদনের ব্যবস্থা থাকলে কক্সবাজারে পর্যটন শিল্প আরও অনেক দূর এগিয়ে যাবে।
This post was last modified on মার্চ ২৩, ২০১৬ 11:09 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতীয় অভিনেত্রী দীপিকা কক্কর যে কোনো মূল্যেই হোক না কেনো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদিত নতুন জাতীয় নিরাপত্তা কৌশলকে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কানাডার কুইবেকে কিছু তরুণ বরফে জমে যাওয়া হ্রদের নিচে ডুব…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৩ অগ্রাহায়ণ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতকালে বাতাসের আর্দ্রতা কমে যাওয়া এবং ঠাণ্ডা হাওয়ার কারণে মুখের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা পরিচালিত পারসিভিয়ারেন্স রোভার সম্প্রতি…