দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রাশিয়ার সাঁচি শহরে অনুষ্ঠিত হচ্ছে ২০১৪ সালের শীতকালীন অলিম্পিক, আর এখানে প্রতিযোগীরা বরফের স্কি ইভেন্টের অনুশীলন পর্বে ব্যবহার করেছেন অদ্ভুত ডিজাইনের সব হেলমেটের!
ক্রীড়া মানুষের চিত্তকে বিমোহিত করে, তবে ক্রীড়ার পোশাক পরিচ্ছদ যে কত বিচিত্র হতে পারে তা এবারের শীতকালীন অলিম্পিক সাঁচি ২০১৪ তেই দেখতে পাচ্ছে বিশ্ববাসী। এবারের সাঁচি অলিম্পিক ২০১৪ তে বিশেষ বরফে স্কি করার একটি ইভেন্টে বিভিন্ন দেশের প্রতিযোগীরা নিজ নিজ শরীরে জড়িয়েছেন বিচিত্র সব পোশাক এবং মাথায় পড়েছেন নানান রকমের ডিজাইন আঁকা হেলমেট!
১. কানাডার এরিক নিলসন নিজের পোশাকে এবং হেলমেটে দিয়েছেন ডায়নামিক ডিজাইন!
২. কানাডার আরেক প্রতিযোগী সারা রেইড নিজের পোশাককে সাজিয়েছেন অদ্ভুত ডিজাইনে।
৩. দেখেই বুঝা যাচ্ছে ইনি কোন মার্কিন প্রতিযোগী, পোশাকে মার্কিন পতাকার ছাপ এবং হেলমেটে রয়েছে বিশেষ ঈগলের দৃষ্টি।
৪. এই প্রতিযোগী অন্য কোন দেশের নন, ইনি ব্ল্যাকক্যাপস খ্যাত নিউজিল্যান্ড এর ক্রীড়াবিদ।
৫. স্পেনের খেলোয়াড় এন্দার মিরাম্বেল পড়েছেন স্পেনের পতাকার সাথে মিল রেখে অসাধারণ পোশাক এবং হেলমেট।
৬. লেটভিয়ার টমাস ডুকারস কালো হেলমেটে নিজের অসাধারণ ভঙ্গি দেখাচ্ছেন।
৭. ইনি ইংল্যান্ডের প্রতিযোগী, তাঁর পোশাকেই ফুটে উঠেছে ইংল্যান্ডের পতাকার সাথে মিল।
৮. আয়ারল্যান্ডের প্রতিযোগী সারা গ্রীণউড নিজের পোশাকে এবং হেলমেটে দিয়েছেন দেশের পতাকার সাথে মিল রেখে অসাধারণ ডিজাইন।
৯. ইতালির প্রতিযোগী ক্যামেরার সামনে নিজের হেলমেট সহ ধরা পড়েছেন এভাবে।
১০. ইনিও কানাডার প্রতিযোগী, ইভেন্টে সবচেয়ে বিচিত্র হেলমেটটি ছিল তাঁর। মনে হচ্ছে অদ্ভুত মস্তিষ্ক খেলা করছে তাঁর হেলমেটে!
সূত্রঃ দ্যাগার্ডিয়ান
This post was last modified on ফেব্রুয়ারী ১২, ২০১৪ 11:57 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঘটনাটি ভারতের। সেখানকার কুচামন পুরসভার বিরোধী নেতা অনিল সিংহ মেদতিয়া।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ৮ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২৪ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাধারণ ঘুমনোর সময় ত্বক ‘হিল’ হয়। তাই রাতের স্কিন কেয়ারের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ের লেজেন্ডারি ক্রিকেটার তামিম ইকবাল, বাংলাদেশের নাম্বার ওয়ান মোবাইল…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যাদের শীত বেশি অর্থাৎ যারা শীতে একটুতেই কাতর হয়ে পড়েন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শাহরুখ খান এবং গৌরী খানের ৩৩ বছরের দাম্পত্য জীবনে ধর্ম…