বিশ্বের ১০টি পরিবেশবান্ধব সবুজ নির্মাণ

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ বর্তমান পরিবেশনীতি অনুসারে পরিবেশবান্ধব দালান নির্মাণ অত্যাবশ্যক। কার্বন-মুক্ত পৃথিবী গড়ার জন্য শুধুমাত্র সবুজ পরিবেশ তৈরি করলেই হবে না, বরং সবুজের মধ্যে বসবাসও করতে হবে। আগামী দিনগুলোতে বিশ্বের স্থায়িত্ব ধরে রাখার প্রয়াসে ১০টি পরিবেশবান্ধব দালানের কথা এখানে তুলে ধরা হল।


১. ক্রিস্টাল আইল্যান্ড, মস্কো

রাশিয়ান সরকার পরীক্ষামূলকভাবে ক্রিস্টাল আইল্যান্ড নির্মাণ করে। দালানটিকে প্রায় ৩০,০০০ লোকের বসবাসের উপযোগী করে নির্মাণ করা হয়। এটি বায়ু এবং সৌরশক্তি ব্যবহার করে যতটা সম্ভব শক্তি উৎপাদন করে। রাশিয়ার প্রচণ্ড তাপমাত্রার মাঝে এটি একটি নিয়ামক।

২. ব্যাংক অব আমেরিকা, নিউইয়র্ক

আজকের বিশ্বের অন্যতম সবুজ দালান হিসেবে গণ্য করা হয় একে। এই ৫৪ তলা দালানটি নির্মাণ করা হয়েছে এমনভাবে যেন প্রাকৃতিক আলোর সবটুকু ব্যবহার করা যায়। সূর্যের আলো থেকে সৌরশক্তি, বৃষ্টির পানি পুনরায় ব্যবহার – এই দালানের অন্যতম বৈশিষ্ট্য। নিউইয়র্ক শহরের চারপাশ থেকে নবায়নযোগ্য এবং রিসাইকেল করা যায় এমন কাঁচামাল দিয়ে নির্মাণ করা হয় এই দালান। এই সুউচ্চ অট্টালিকাটি ব্যবহারিক সবুজ স্থাপত্য শিল্পের জন্য অনুসরনীয়।

৩. সিএইচ ২, মেলবোর্ন

Related Post

এটি বিশ্বের অন্যতম সবুজ দেশে অবস্থিত। জাতিসংঘ কর্তৃক এটি কার্যকরভাবে স্বীকৃতিপ্রাপ্ত। এর সবুজ ব্যবস্থাপনার মাঝে রয়েছে রিসাইকেল ড্রেনেজ ব্যবস্থা, বায়ুশক্তি টার্বাইন, শীতল তাপমাত্রা নিয়ন্ত্রক, সৌরশক্তি উৎপাদনে ফটোভোল্টিক কোষ। মেলবোর্ন সিটি মনে করে যে দালানটির এই বৈশিষ্ট্যের ফলাফল তারা দশ বছরের মধ্যে পেতে শুরু করবে।

৪. সিওআর, মিয়ামি

সিওআরকে বিবেচনা করা হয় অন্যতম পরিবেশবান্ধব সবুজ দালান। এতে রয়েছে ফটোভোল্টিক কোষ যা সৌরশক্তি তৈরিতে ব্যবহার করা হয়। বায়ুশক্তির টার্বাইন, ছায়ার ব্যবস্থাপনার মাধ্যমে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হয়। এছাড়াও আলাদাভাবে এটি একটি শৈল্পিক নির্মাণ।

৫. বিএমডব্লিউ অয়েল্ট, মিউনিখ

বিএমডব্লিউ এখন পর্যন্ত গাড়ির ক্ষেত্রে পরিবেশবান্ধব হয়নি, কিন্তু তাদের মিউনিখে অবস্থিত কারখানার ক্ষেত্রে তা আশা জাগানো। এতে ব্যবহার করা হয় সৌরশক্তি যা মূলত উৎপাদন হয় দালানের ছাদে এবং বাইরের দেয়ালের স্টীল প্যানেলের মাধ্যমে। কোণাকৃতি দালানের নকশা একে সবুজ দালানের থেকে অনন্যতা দিয়েছে।

৬. ইন্ডিয়া টাওয়ার, মুম্বাই

বিশ্বের দ্বিতীয় বেশি জনসংখ্যার ঘনত্বের দেশ ভারত ভবিষ্যৎ পৃথিবীর সবুজ বসবাসের লক্ষ্য পদক্ষেপ নিয়েছে। ইন্ডিয়া টাওয়ার দেখতে একটি বুদ্ধিবৃত্তিক নির্মাণ বলে মনে হয়। এর অদ্ভুত নকশার কারণে এটি বৃষ্টির পানি পুনরায় ব্যবহার, সৌরছায়া, প্রাকৃতিক বায়ু চলাচলের ব্যবস্থার সমর্থ হয়েছে। দালানটি অর্জন করেছে ইউএস লীড রেটিং।

৭. বুর্জ-আল-তাকওয়া, দুবাই

এটি সত্যি অসম্ভব সাম্প্রতিক স্থাপত্য বৈশিষ্ট্য সম্পর্কে বলা বিশেষ করে আরব উপদ্বীপের আমিরাত শহরে অবস্থিত বুর্জ-আল-তাকওয়া। কোন ধরনের জ্বালানি বর্জ্য নিঃসরণ ছাড়াই এটি সৌরশক্তি, বায়ুশক্তির মাধ্যমে নিজস্ব শক্তি তৈরি করে থাকে। এর আছে অবিশ্বাস্য প্রাকৃতিক শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা। বাইরের বাতাসকে ভেতরে আনা হয় তারপর তা সাগরের পানির সাথে মিশিয়ে ছড়িয়ে দেওয়া হয় পুরো দালানে।

৮. মাসদার, আবুধাবি

মাসদার একটি দালান নয়, আসলে এটি পুরো একটি সিটি। মাসদার মানুষের সৌভাগ্য যে তারা বর্জ্য নিঃসরণ নেই এমন একটি শহরে বাস করে। এর কারণ পুরো শহরটি গাড়ি মুক্ত। ২০০ মিটারের শহরে গাড়ির প্রয়োজন নেই বললেই চলে।

৯. ক্লিনটন প্রেসিডেন্সিয়াল লাইব্রেরী, লিটল রক

২০০৭ সালে আরকানসাস শহরের ক্লিনটন প্রেসিডেন্সিয়াল লাইব্রেরী ইউএস লীড প্লাটিনাম পদক অর্জন করে। নবায়নযোগ্য শক্তির উৎসের ব্যবহার, রিসাইক্লিং ব্যবস্থাপনা এটিকে অনন্যতা দিয়েছে। তবে উল্লেখ করার মতো সবচেয়ে বড় বিষয়টি হল দালানের ছাদের বাগান। যেখানে রেইনফরেস্ট উদ্ভিদের চাষাবাস করা হয় যা দালানের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে।

১০. আন্তিলিয়া আবাসিক, মুম্বাই

ভারতীয় ধনকুব মুকেশ আম্বানির বাসস্থান এটি। বিশ্বাস করুন আর নাই করুন আম্বানির পুরো পরিবার এই ৭০ তলা দালানে থাকে, একটি একক পরিবারের জন্য যা অনেক বেশি। দালানটির নকশা করা হয়েছে ঐতিহ্যবাহী ভাস্তু নকশা অনুসারে। দালানটির নির্দেশ করার মতো স্থাপত্য বৈশিষ্ট্য হল এর প্রতি তলায় খোলা সবুজ বাগান।

তথ্যসূত্রঃ Green Buzz

This post was last modified on জুলাই ১১, ২০২৪ 2:15 অপরাহ্ন

K. A. B Tohin

Recent Posts

শীতের বেলায় গ্রামের প্রকৃতি

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২৩ পৌষ ১৪৩১…

% দিন আগে

মোটা হলে ব্রণ হতে পারে! ফলে-শাকেই তার ক্ষয়

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্রণ বিষয়ে চিকিৎসকরা মনে করেন, অ্যাডাল্ট অ্যাকনির নেপথ্যে মূল কারণ…

% দিন আগে

স্যামসাং নিয়ে এলো দূর্দান্ত এআই সুবিধাযুক্ত নিও কিউএলইডি ৮কে টিভি

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সেরা প্রযুক্তি আও উদ্ভাবনের জোরে বিনোদনের সংজ্ঞাকে প্রতিনিয়ত পাল্টে দিচ্ছে…

% দিন আগে

ভিটামিন বি১২-এর অভাবে রক্তাল্পতা ও দেখা দেয় স্নায়ুর রোগও!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভিটামিন বি১২ শরীরের কতগুলো গুরুত্বপূর্ণ কাজ পরিচালনা করে। তাই এই…

% দিন আগে

আজিমপুর কবরস্থানে শায়িত হলেন প্রবীর মিত্র

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ (সোমবার) আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বাংলা সিনেমার কিংবদন্তী…

% দিন আগে

ইসরায়েলি হামলায় গাজায় প্রাণহানি পৌনে ৪৬ হাজার ছাড়ালো

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় গত ৩ দিনে…

% দিন আগে