দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবারের আইপিএল নিলামে বাংলাদশের ক্রিকেটার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে প্রায় সাড়ে ৩ কোটি টাকায় কিনে নিয়েছেন শাহ্রুখ খানের কোলকাতা নাইট রাইডার্স।
বেঙ্গালুরুর আইটিসি গার্ডেনিয়া হোটেলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সেভেনের ক্রিকেটারদের কেনাবেচার নিলাম শুরু হয়। বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসানের নিমালের ডাক শুরু হলে এতে, বিশেষ করে দুই দল কোলকাতা নাইট রাইডার্স এবং দিল্লি ডেয়ারডেভিলসের মাঝে দাম হাকা হাঁকির লড়াই শুরু হয়। দুই দলের বারবার লাফিয়ে লাফিয়ে দাম হাকা হাঁকির শেষে কোলকাতা ২ কোটি ৮০ লাখ রুপি দর দিলে দিল্লি ডেয়ারডেভিলস নিজেদের অবস্থান থেকে সরে দাড়ায়।
সাকিব এখন পর্যন্ত আইপিএল এ ১৫টি ম্যাচ খেলেছে। প্রত্যেক ম্যাচে সাকিব দারুণ অবদান রাখেন। ২০১২ সালের আইপিএল’এ মূলত শাহ্রুখ খানের কোলকাতা নাইট রাইডার্সকে আইপিএল শিরোপা জেতানোতে সাকিবের অবদান ছিল উল্লেখ করার মত।
তবে এবার নিলামের জন্য তাকে ছেড়ে দিয়েছিল শাহরুখ খানের দল কলকাতা। ফলে বাংলাদেশের কোটি কোটি সাকিব ভক্ত টিভি চ্যানেলের দিকেই তাকিয়ে ছিলেন নিলাম চলা কালে শেষ পর্যন্ত কে কিনছে সাকিব আল হাসানকে বিষয়টি দেখতে। সাকিবের জন্য নিলামের দর শুরু হয় এক কোটি রুপি থেকে।
এর আগের মৌসুমে সাকিব আল হাসানকে কোলকাতা নাইট রাইডার্স কিনেছিল ৩ কোটি ৩০ লাখ টাকায়। তবে আইপিএল গত আসরে সাকিবের দুর্দান্ত খেলা নজর কেড়েছিল সকলের। সে জন্যই মূলত আসরের সেরা দুই দল দিল্লি এবং কোলকাতার মাঝে সাকিবকে কেনার জন্য দারুণ লড়াই হয়েছে। তাই সাকিবের দাম বেড়েছে ২০ লাখ টাকার মতো।
উল্লেখ্য, এবারের আইপিএল সপ্তম আসরে বাংলাদেশের খেলোয়াড়দের মাঝে প্রাথমিক নিলাম তালিকায় যাদের নাম ছিল তাঁরা হচ্ছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, সোহাগ গাজী, নাসির হোসেন, রুবেল হোসেন ও এনামুল হক বিজয়। তবে শেষ পর্যন্ত নিলামের মূল তালিকায় যায়গা হয়নি নাসির, রুবেল ও এনামুলের। এখন পর্যন্ত সাকিব ছাড়া বাকিরা অবিক্রিত আছেন।
সূত্রঃ Cricketcountry