দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইন্দোনেশিয়ায় আগ্নেগিরির অগ্ন্যুৎপাতে বিশাল এলাকাজুড়ে ছড়িয়ে পড়ায় এক ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বাড়িঘর ছেড়ে পালাচ্ছে লাখ লাখ মানুষ।
সংবাদ মাধ্যম জানিয়েছে, ইন্দোনেশিয়ার জনবসতিপূর্ণ জাভা দ্বীপে মাউন্ট কেলুড আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে বিশাল এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে কালো ধোঁয়া আর ছাই। বাড়িঘর ছেড়ে পালাচ্ছে লাখ লাখ মানুষ। সেখানে দেখা দিয়েছে এক ভয়াবহ বিপর্যস্ত অবস্থা।
সংবাদ মাধ্যম জানিয়েছে, ছাইচাপা পড়ে অন্তত ২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এমনও দেখা গেছে, কোনও কোনও শহরে ৪ সেন্টিমিটার পর্যন্ত ছাইয়ে ঢাকা পড়েছে। ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর ও বড় শিল্প কেন্দ্র হিসেবে খ্যাত সুরাবায়ার ১৪০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত মাউন্ট কেলুডে গত বৃহস্পতিবার রাত থেকে শুরু হয় অগ্ন্যুৎপাত।
জানা গেছে, সেখানে ধোঁয়া আর ছাইয়ের কুন্ডলী দেখা যায়। বিস্তীর্ণ এলাকাজুড়ে ধোঁয়াশার কারণে বন্ধ করে দেয়া হয়েছে সুরাবায়ার বিমানবন্দর এবং সোলো দ্বীপের বিমানবন্দর।
ইতিমধ্যেই এক লাখের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। আগ্নেয়গিরির এই অগ্নুৎপাত কতদিন ধরে চলবে তা এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না বলে স্থানীয় কর্তৃপক্ষ সংবাদ মাধ্যমকে জানিয়েছে।
This post was last modified on ফেব্রুয়ারী ১৫, ২০১৪ 3:33 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়া নিয়ে এবার আশার আলো দেখছেন তুরস্কের প্রেসিডেন্ট…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পেট্রোল পাম্পের মধ্যে আগুন জ্বালানো নিষেধ থাকে সেটি আমাদের সকলেরই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ৫ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২১ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পুষ্টিবিদরা বলেন, খালি পেটে পেঁপে খাওয়া মোটেও ভালো নয়। এতে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০২৫ সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের পানির নিচে থাকা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নতুন বছরের শুরুতেই সিনেমাপ্রেমীরা হিসাব কষতে বসেন, নতুন বছরে প্রিয়…