দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্মরণকালের ঘটে যাওয়া সাভারের রানা প্লাজার দুর্লভ ছবি বিশ্ব আলোকচিত্র প্রতিযোগিতায় পুরস্কারে ভূতি হয়েছে।
রানা প্লাজা ভবন ধসের পর মানবিক বিপর্যয়ের ছবি বিশ্ব আলোকচিত্রের সবচেয়ে বড় সংস্থা ওয়ার্ল্ড প্রেস ফটো প্রতিযোগিতায় জায়গা করে নিতে সক্ষম হয়েছে। স্মরণকালের ভয়াবহ ওই বিপর্যয়ের দুর্লভ ছবি তুলে প্রেস ফটোর পুরস্কার জিতেছেন বাংলাদেশি দুই জন আলোকচিত্রী। এই দুই জনের মধ্যে প্রথম নারী আলোকচিত্রী হিসেবে প্রেস ফটো প্রতিযোগিতায় সংবাদভিত্তিক তালিকায় একক আলোকচিত্র ক্যাটারিতে তৃতীয় হয়েছেন বাংলাদেশের নারী আন্দোলনের সক্রিয় কর্মী তাসলিমা আখতার। অপর দিকে একই তালিকায় আলোকচিত্র কাহিনী ক্যাটাগরিতে আরেক ফটোসাংবাদিক রাহুল তালুকদার হয়েছেন তৃতীয়। আমস্টার্ডামে ওয়ার্ল্ড প্রেস ফটো-২০১৪ এর ফলাফল ঘোষণা করে আন্তজার্তিক জুরি বোর্ড।
উল্লেখ্য, পুরস্কারপ্রাপ্ত দুজনই গতবছরের ২৪ এপ্রিল রানা প্লাজা ভবন ধসের পর মানবিক বিপর্যয়ের ছবি তুলে এই পুরস্কার পান। আলোকচিত্র বিষয়ক প্রতিষ্ঠান পাঠশালার শিক্ষক তাসলিমার পুরস্কারপ্রাপ্ত ছবির শিরোনাম বা ক্যাপশন ছিল- ফাইনাল এমব্রেস বা শেষ আলিঙ্গন। ছবিটি টাইম ম্যাগাজিনের ২০১৩ সালের সেরা দশ ছবির তালিকায় চলে আসে। ওই ছবিতে রয়েছে ধসেপড়া রানা প্লাজায় উদ্ধার অভিযানের সময় ধ্বংসস্তুপে চাপা পড়া এক নারী ও পুরুষ শ্রমিকের পারস্পরিক আলিঙ্গনের এক অভূতপূর্ব দৃশ্য।
This post was last modified on ফেব্রুয়ারী ১৫, ২০১৪ 1:56 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২৩ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্রণ বিষয়ে চিকিৎসকরা মনে করেন, অ্যাডাল্ট অ্যাকনির নেপথ্যে মূল কারণ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সেরা প্রযুক্তি আও উদ্ভাবনের জোরে বিনোদনের সংজ্ঞাকে প্রতিনিয়ত পাল্টে দিচ্ছে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভিটামিন বি১২ শরীরের কতগুলো গুরুত্বপূর্ণ কাজ পরিচালনা করে। তাই এই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ (সোমবার) আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বাংলা সিনেমার কিংবদন্তী…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় গত ৩ দিনে…