দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আল-কায়েদা নেতা জাওয়াহিরির অডিও বার্তা সম্পর্কে ১৪ দল ও হেফাজত ইসলামী প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। আল কায়েদার কথিত জিহাদের আহ্বানে জামায়াত ও তাদের সহযোগীরা ছাড়া এদেশের কেওই সাড়া দেবে না বলে মনে করে কেন্দ্রীয় ১৪ দল। অপরদিকে হেফাজত বলেছে, ওই ভিডিও বার্তার সঙ্গে হেফাজতে ইসলামের সম্পর্ক নেই।
গতকাল শনিবার এ বিষয়ে এক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এ কথা জানিয়ে বলেন, আল কায়েদা একটি জঙ্গী সংগঠন। তারা ইসলামের শত্রু। মোহাম্মদ নাসিম আরও বলেন, আল কায়েদা তাদের জঙ্গী কর্মকাণ্ডের মাধ্যমে সারা বিশ্বের মুসলমানদের বিপদে ফেলছেন। তাদের হুমকি মোকাবেলায় কঠোর অবস্থানে থাকবে বাংলাদেশ।
ইউটিউবসহ কয়েকটি টেলিভিশন ও সংবাদপত্রে গতকাল আল-কায়েদা নেতা আইমান আল-জাওয়াহিরির নামে প্রচারিত অডিও বার্তার সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের কোনো সম্পর্ক নেই। হেফাজতের আমির আল্লামা শাহ আহমদ শফী এবং মহাসচিব জুনায়েদ বাবুনগরী গতকাল শনিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ কথা বলেন।
হেফাজতের ওই যৌথ বিবৃতিতে বলা হয়, ‘আইমান আল-জাওয়াহিরি আল-কায়েদা নেতা। জাওয়াহিরি বা আল-কায়েদা সংগঠনটি সাম্রাজ্যবাদী শক্তির সৃষ্টি। কে বা কারা কোন উদ্দেশ্যে এই অডিও বার্তা প্রচার করছে, তা হেফাজতের জানা নেই। এতে বলা হয়, অডিও বার্তাটি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বসহ মুসলমানদের বিরুদ্ধে নতুন আরেক ষড়যন্ত্রও হতে পারে।’
This post was last modified on ফেব্রুয়ারী ১৬, ২০১৪ 9:53 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেক সময় অজান্তেই ঘটে যাওয়া কিছু ভুলে এমন সমস্যাও দেখা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বছরের দ্বিতীয় দিন অর্থাৎ ২ জানুয়ারী ওটিটি প্লাটফর্ম বঙ্গ-তে মুক্তি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে থেকে ওষুধ কিনে খেলে লাভের চেয়ে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), দেশের আইটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে যে, অবশেষে গাজায় চলমান সহিংসতা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ১৮ ডিসেম্বর কর্নাটকের সক্লেশপুরের হাদিগে গ্রামে…
View Comments
hafzit onle far eslam phkiask -