দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সম্প্রতি আমেরিকায় একটি জরিপে দেখা গেছে সে দেশের ৪ ভাগের এক ভাগ জনসংখ্যা জানেনা পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে। এই জরিপের ফলাফলকে গবেষকরা চাঞ্চল্যকর হিসেবেই ধরে নিচ্ছেন।
বিশ্বের সবচেয়ে সমৃদ্ধশালী দেশ আমেরিকা অথচ সেই দেশের প্রতি চার জনের একজন নাগরিক জানেনা আসলে আমাদের পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে এই চির-সত্যিটা। আমেরিকার মত একটি দেশের জনগনের জন্য এই অজ্ঞতার বিষয়টি উদ্বেগ জনক বলেই মনে করছেন বিশ্লেষকরা।
জরিপ পরিচালনা করা হয় আমেরিকার জাতীয় বিজ্ঞান ফাউন্ডেশানের অধীনে। সম্পূর্ণ জরিপে অংশ নেন মোট ২,২০০ জন মার্কিন নাগরিক। জরিপে অংশ নেয়া এসব মানুষকে দুইটি বিষয়ে প্রশ্ন করা হয়, প্রথমত তাদের কাছে পৃথিবী এবং সূর্যের একে অপরকে কেন্দ্র করে ঘূর্ণন বিষয়ে জানতে চাওয়া হয় এবং পরে জানতে চাওয়া হয় মানব সৃষ্টির আদি ইতিহাস।
দুটি প্রশ্নের উত্তরের ক্ষেত্রে জরিপে অংশ নেয়া মানুষের মাঝে ফলাফল আসে হতাশাজনক! মাত্র ৬.৫ শতাংশ মানুষ সঠিক উত্তর দিতে সক্ষম হন এবং বাকিরা হয় ভুল দিয়েছেন অথবা জানেনা বলে জানিয়েছেন।
জরিপে অংশ নেয়াদের মাঝে ৪৮ শতাংশ মানুষ জানেন যে মানুষের আদি সৃষ্টি বানর গোত্র থেকে। বাকিরা জানেনই না মানুষের আদি গোত্র কি ছিল। এছাড়া সম্পূর্ণ জরিপের চার ভাগের এক ভাগ মানুষ জানেননা আসলে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে নাকি সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে।
এর আগে এরকম জরিপ ২০০৪, ২০০৬,২০০৮,২০১০,২০১২ সালে করা হয়েছিল। এর মাঝে ২০০৪ সালের ফলাফল ছিল আরও হতাশা জনক। সে সময় ৬২ শতাংশ মানুষই জানতেন না পৃথিবী এবং সূর্যের পরিক্রমণের বিষয়ে।
ঘটনা যাই হোক, বর্তমান বিশ্বের সবচেয়ে আধুনিক এবং প্রযুক্তির দিক দিয়ে এগিয়ে থাকা দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষদের মহাকাশ এবং নিজেদের উৎপত্তির ইতিহাস বিষয়ে ধারণার এই হাল দেখে অবাক না হয়ে পারা যায়না।
সূত্রঃ Dailymail