দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেশের প্রথম দফায় অনুষ্ঠিত ৯৭টি উপজেলার নির্বাচন কিছু অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে এখন পর্যন্ত বিএনপি এগিয়ে রয়েছে। বিএনপি ৪০, আওয়ামীলীগ ৩৬, জামায়াতে ইসলামী ১২ ও অন্যান্য দল পেয়েছে ৮টি।
এ নির্বাচনে এখন পর্যন্ত ৯৭টির মধ্যে ৯৪টির বেসরকারি ফলাফলে বিএনপি সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছেন ৪০টিতে। ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছেন ৩৬টি। আর বিএনপির শরীক দল জামায়াত বিজয়ী হয়েছেন ১২ টিতে।
বিএনপি যেসব স্থানে বিজয়ী
বিএনপি সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছেন সেগুলো হলো- ঢাকার দোহার, নবাবগঞ্জ, নরসিংদীর বেলাবো, কিশোরগঞ্জের করিমগঞ্জ, রাজশাহীর মোহনপুর, বগুড়ার সোনাতলা, শারিয়াকান্দি ও ধনুট, নওগাঁর মহাদেবপুর ও রানীনগর, দিনাজপুরের খানসামা, ফুলবাড়ি ও কাহারোল, গাইবান্ধার গোবিন্ধগঞ্জ, নাটোরের সিংড়া, সিরাজগঞ্জের রায়গঞ্জ, পঞ্চগড়ের অটোয়ারি, কুড়িগ্রামের ফুলবাড়ী ও উলিপুর, মানিকগঞ্জের দৌলতপুর, শিবালয় ও সাটুরিয়া, নেত্রকোনার কেন্দুয়া, মাগুরার শ্রীপুর, মাগুরা সদর, শরীয়তপুরের ভেদরগঞ্জ, হবিগঞ্জের মাধবপুর, ঝিনাইদহ সদর, গাজীপুর কাপাসিয়া, কুষ্টিয়া সদর ও ভেড়ামারা, রাজবাড়ী সদর, চট্টগ্রামের মিরসরাই, খাগড়াছড়ির রামগড় ও মাটিরাঙ্গা, সিলেটের গোয়াইন ঘাট ও জকিগঞ্জ উপজেলা, যশোরের অভয়নগর, মেহেরপুর সদর, জামালপুর সদর ও সরিষাবাড়ী।
আওয়ামী লীগ যেসব স্থানে বিজয়ী
পাবনার সুজানগর, রাজবাড়ীর বালিয়াকান্দি ও পাংশা, বরিশালের গৌরনদী ও বাকেরগঞ্জ, নেত্রোকোনার দুর্গাপুর, সুনামগঞ্জের দড়্গিণ সুনামগঞ্জ, ঝিনাইদহের কালিগঞ্জ ও শৈলকূপা, নড়াইলের কালিয়া, নিলফামারীর সৈয়দপুর ও ডিমলা, কুড়িগ্রামের ভুরুঙ্গামারি, পঞ্চগড়ের সদর ও দেবীগঞ্জ, শরীয়তপুরের ড্যামুডা, গোসাইরহাট, ও জাজিরা, মাদারীপুরের কালকিনি, কিশোরগঞ্জের বাজিতপুর ও নিকলী, সিলেটের কোম্পানিগঞ্জ, হবিগঞ্জের বাহুবল, মৌলভীবাজারের কুলাউড়া, ভোলার লালমোহন, খাগড়াছড়ির মানিকছড়ি, নরসিংদীর পলাশ, সিরাজগঞ্জের সদর, কাজীপুর ও উল্লাপাড়া, চাঁপাইনবাবগঞ্জের নাচোল, গোপালগঞ্জের কাশিয়ানী, খুলনার দিঘলিয়া ও সাতক্ষীরার আশাশুনি উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছেন।
জামায়াত যেসব স্থানে বিজয়ী
নীলফামারীর জলঢাকা, বগুড়ার দুপচাঁচিয়া, নন্দীগ্রাম ও শেরপুর, পাবনার আটঘরিয়া ও সাথিয়া, ঝিনাইদহের কোটচাঁদপুর, সিলেটের জৈন্তাপুর ও গোলাপগঞ্জ, খুলনার কয়রা, পঞ্চগড়ের বোদা, রংপুরের মিঠাপুকুর উপজেলায় জামায়াত সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছেন।
অন্যান্য ৬টি
গাইবান্ধার সাঘাটায় জাপার প্রাথী, খাগড়াছড়ির মহালছড়িতে জনসংহতি, খাগড়াছড়ির পানছড়িতে প্রার্থী বিজয়ী হয়েছেন।
স্বতন্ত্র ু গোপালগঞ্জেরে মকসুদপুর, খাগড়াছড়ি সদরে ও রংপুরের তারাগঞ্জে স্বতন্ত্র প্রাথী বিজয়ী হয়েছেন।
উল্লেখ্য, এরমধ্যে ৬ উপজেলায় বিএনপি সমর্থিত এবং ১টি উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।
This post was last modified on ফেব্রুয়ারী ২০, ২০১৪ 10:01 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দেন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অবশেষে গত ৩১ বছর ধরে চলা ‘গোল্ডেন আউল’ বিতর্কের অবসান…