চিত্র-বিচিত্র: সমুদ্রের যত ভয়ানক এবং উদ্ভট প্রাণী!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ পৃথিবীর তিন ভাগ জল, একভাগ স্থল, ফলে স্থল ভাগের চেয়ে ৩ গুন বিশাল এলাকা জুড়ে রয়েছে জল। আর এই জলে বসবাস করে অসংখ্য প্রাণী যাদের মাঝে খুব কম সংখ্যককে আমরা চিনি। অসংখ্য সামুদ্রিক প্রাণী আছে যারা দেখতে যেমন ভয়ংকর একই সাথে উদ্ভটও।


সমুদ্র হচ্ছে বিশাল জলের ভান্ডার। সমুদ্রের নিচে রয়েছে আরেক দুনিয়া যেখানে রয়েছে অসংখ্য জলজ প্রাণী। এসব প্রাণীর মাঝে অসংখ্য প্রাণী বসবাস করে গভীর জলে। এত গভীরে যে সেখানে আলোও পৌঁছায় না। আজ আমরা জানবো সমুদ্রের কিছু আদ্ভুত এবং ভয়ংকর প্রাণীর বিষয়ে।

১) ইয়ং আইস ফিশ

Related Post

এরা থাকে বরফ জলে। অর্থাৎ সাগরের যে অংশে বরফ জমে সেখানেই এসব মাছের দেখা মেলে। এরা অত্যন্ত শীতল পানিতে বেঁচে থাকতে পারে। এদের শরীরেও রক্ত আছে তবে এদের রক্ত লাল নয়, ফলে শরীর কাঁচের মত স্বচ্ছ হলেও রক্ত দেখা যায়না।

২) সামুদ্রিক শূকর বা সি পিগ

এরা দেখতে অনেকটা শূকরের মত ফলে এদের সামুদ্রিক শূকর বলা হয়ে থাকে। এদের সামুদ্রিক শসাও বলা হয়ে থাকে। এই সামুদ্রিক প্রাণীটিকে এন্টার্কটিকা সাগরের তীরে সবচেয়ে বেশি সংখ্যক দেখা যায়। সামুদ্রিক শসা দেখতে বিশ্রী হলেও এরা সমুদ্রের আবর্জনা দূর করতে কার্যকরী ভূমিকা পালন করে থাকে।

চিত্র-বিচিত্রতে পড়ুনঃ পৃথিবীর সবচেয়ে বড় পেঁয়াজ উৎপাদনের রেকর্ড!

৩) সেন্ডথপার

এরা অক্সিজেন সমৃদ্ধ পানিতে দ্রুত বৃদ্ধি পায় এবং সেখানেই বেড়ে উথে। দেখতে অদ্ভুত হলেও এই প্রাণী গভীরে সমুদ্রে তিমি এবং ডলফিনের খাবারের অন্যতম উৎস।

৪) আইশের কীট

এরা দেখতে লোমশ, এরা শীতল পানিতে নিজেদের বংশ বিস্তার ঘটায়।

৫) পিপীলিকা আর্থার

এদের ইংরেজি নাম Antarcturus (an Isopod Crustacean), এরা সমুদ্রের গভীরে বসবাস করে থাকে এবং এদের খাবার হচ্ছে সামুদ্রিক অণুজীব। সমুদ্রের গভীরে বিভিন্ন শ্যাওলা এবং শৈবালে এরা লেগে থাকে।

৬) অক্টোপাস

অক্টোপাস চিনে-না এমন মানুষ খুব কম আছে। অক্টোপাস একটি বর্ণ চোরা গভীর সমুদ্রের প্রাণী। এরা অনেক সময় খাবারের সন্ধানে তীরের খুব কাছে এসে যায়। বড় আকারের অক্টোপাস মানুষ হত্যা করতে পারে বলে কথিত আছে। অক্টোপাসের আটটি পা রয়েছে।

৭) Serolid 

এরা দেখতে উকুনের মত হলে সামনা সামনে কিছুটা বড়। এরা গভীর জলে বসবাস করে এবং তিমিদের খাবার হিসেবে নিজেদের জীবন উৎসর্গ করে থাকে।

চিত্র-বিচিত্রতে আরও পড়ুনঃ পৃথিবীর সবচেয়ে বড় পোকা ‘গুবরে পোকা’ কাহিনী

8) পালকের তারা

এদের ইংরেজি নাম হচ্ছে Feather Star, এরা সমুদ্রের গভীরে বসবাস করে। এরা সমুদ্রের অণুজীব খেয়ে বেঁচে থাকে। এদের আকৃতির জন্য এদের ফেদার স্টার বলা হয়ে থাকে।

৫) বাস্কেট স্টার

এরা অত্যন্ত সুন্দর প্রাণী। এদের দেখতে খাঁচার মত মনে হয় বলেই এদের নাম বাস্কেট স্টার। এরা দেখতে এমন হলেও এদের কিন্তু প্রান আছে। এরা সমুদ্রে সাঁতার কাটতে কাটতে পানি থেকে ফিল্টার করে অণুজীব ভক্ষণ করে থাকে।

৬) সফট কোরাল

এরা নরম কিন্তু কোরালের মতই এদের জীবন যাপন। গবেষকরা এই প্রাণীর বিষয়ে এখনও গবেষণা চালিয়ে যাচ্ছেন।

৭) ববফিস

এই মাছ দেখতে ভয়ংকর রকম বিশ্রী। এরা দেখতে যেমন বিশ্রী আকৃতিতেও তেমন অদ্ভুত। বিশ্লেষকদের দৃষ্টিতে এদের বলা হয়ে থাকে পৃথিবীর সবচেয়ে বাজে দেখতে প্রাণী।

৮) ফাং টুথ

ইংরেজিতে এদের বলা হয় Fangtooth, এদের দাঁত সুঁই এর মত ধারালো এবং মাথা সোনালী রঙের দেখতে। এই মাছ দেখে আপনার মনে হবে এটি কোন ধাতুর তৈরি মাছ।

পড়ুনঃ মরণ ডেকে আনা এক ব্যাঙ কাহিনী

৯) গব্লিন হাঙ্গর

এরা দেখতে অনেকটা জিবিত মাচ শুকিয়ে ফেললে যেমন দেখায় তেমন। বিশ্লেষকরা এদের জীবিত ফসিল বা জীবাশ্ম বলে থাকেন।

১০) Flamingo Tongue শামুক

এরা বর্ণিল এবং সমুদ্রের গভীরে বসবাস করে, যদিও এরা শামুক প্রজাতির তবে এদের উপরের খোলস অত্যন্ত নমনীয়।

১১) এংলার ফিশ

এরা দেখতে অদ্ভুত। পানির অতি গভীরে থাকে বলে এদের দেখা পাওয়া যায়না। এরা সমুদ্রের হাজার ফুট নিচে থাকে যেখানে আলো নেই ফলে এদের মুখের উপর থেকে একটি অংশ নেমে এসেছে যা নিজে থেকে আলোর বিচ্ছুরণ করে। একেই বলে বিবর্তন।

সূত্রঃ অলদেটইজইন্টারেস্টিং
ধন্যবাদান্তেঃ Popularmechanics

This post was last modified on আগস্ট ২০, ২০১৪ 4:37 অপরাহ্ন

Zia

"বাপের টাকার হিসেবে বড়লোক, নিজের টাকার হিসেবে গরীব। আল্টিমেট আমি নিজেকে গরীব ভাবি। কারণ বাবার টাকায় ফুটানি মারিনা।"

Recent Posts

কোটি টাকার তক্ষক বনাম সাপের ভয়ংকর যুদ্ধে জিতলো কে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘নেচার ইজ় ব্রুটাল’ নামে এক্স হ্যান্ডল হতে পোস্ট করা ভিডিওটি…

% দিন আগে

শীতের বেলায় গ্রামের প্রকৃতি

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২৩ পৌষ ১৪৩১…

% দিন আগে

মোটা হলে ব্রণ হতে পারে! ফলে-শাকেই তার ক্ষয়

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্রণ বিষয়ে চিকিৎসকরা মনে করেন, অ্যাডাল্ট অ্যাকনির নেপথ্যে মূল কারণ…

% দিন আগে

স্যামসাং নিয়ে এলো দূর্দান্ত এআই সুবিধাযুক্ত নিও কিউএলইডি ৮কে টিভি

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সেরা প্রযুক্তি আও উদ্ভাবনের জোরে বিনোদনের সংজ্ঞাকে প্রতিনিয়ত পাল্টে দিচ্ছে…

% দিন আগে

ভিটামিন বি১২-এর অভাবে রক্তাল্পতা ও দেখা দেয় স্নায়ুর রোগও!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভিটামিন বি১২ শরীরের কতগুলো গুরুত্বপূর্ণ কাজ পরিচালনা করে। তাই এই…

% দিন আগে

আজিমপুর কবরস্থানে শায়িত হলেন প্রবীর মিত্র

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ (সোমবার) আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বাংলা সিনেমার কিংবদন্তী…

% দিন আগে