দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পৃথিবীতে যত পরিবর্তন হয় তা সাধারণত দুই প্রকার, এরা হচ্ছে ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন ঘটে রাসায়নিক বিক্রিয়ার কারনে। এক যৌগ অন্য যৌগের সাথে মিলে নিজেদের মাঝে বিভিন্ন পরিবর্তন নিয়ে আসে, যা দেখে অনেকটাই জাদু মনে হবে যারা রসায়ন জানেন না তাদের জন্য। আজকে আমরা আপনাদের দেখাব কিছু বিস্ময়কর রাসায়নিক বিক্রিয়ায় ঘটা পরিবর্তন।
প্রিয় পাঠক নিচের বিক্রিয়া সমূহ বাড়িতে কখনো করার চেষ্টা করবেন না, ফলাফল ভয়ংকর হতে পারে।
১)
গরম কাঁচে শীতল পানি দিলে যা হয়।
২)
সাদা টিনকে ১৩ ডিগ্রী সেলসিয়াসের নিচে শীতল করলে এটি দ্রুত ফেটে গিয়ে বাদামী টিনে রূপ নেয়।
৩)
দুটি যৌগের রাসায়নিক বিক্রিয়ার ভয়ংকর রূপ।
আরও জানুনঃ বিজ্ঞানীরা ব্যাকটেরিয়া থেকে ২৪ ক্যারটের স্বর্ণ তৈরি করেছেন!
৪)
মার্কারির সাথে অ্যালুমিনিয়াম মেশালে যে প্রতিক্রিয়া হবে।
৫)
অ্যামোনিয়াম ডাইক্রমেটকে আগুনে পুড়ালে যা হবে।
৬)
হাইরোফবিক বালি পানির উপরে তরল নিচে কঠিন, সত্যি অবাক করা।
প্রতিভাবান বাংলাদেশিঃ বাংলাদেশের বিজ্ঞানী আয়েশা কাজ করছেন কৃত্রিম মানব অঙ্গ নিয়ে
৭)
হাইড্রোজেন পারঅক্সাইডের ডিকম্পোজিশন।
৮)
তড়িৎ আবেশ।
৯)
জ্বলন্ত লিথিয়াম ধাতু।
১০)
আগুনের সাথে Mercury II thiocyanate বিক্রিয়া।
১১)
রক্ত যদি হাইড্রোজেন পারঅক্সাইডের সাথে মিশে উপরের মত ভৌতিক দেখতে হয়।
১২)
সোডিয়াম এসিটেডের ক্রিস্টালাইজেশান।
১৩)
সালফিউরিক এসিডের সাথে চিনির মিশ্রণ হলে যা হবে।
সূত্রঃ অলদেটইজইন্টারেস্টিং