দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দ্বিতীয় ধাপে ১১৫টি উপজেলার নির্বাচন হচ্ছে আজ বৃহস্পতিবার। সকাল ৮টায় শুরু হয়ে এই নির্বাচন চলবে বিরতিহীনভাবে ৪টা পর্যন্ত। জয়পুরহাটের ক্ষেতলালে ১ পোলিং অফিসারের মৃত্যু হয়েছে।
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পলাশ চন্দ্র মোহন্ত (২৫) নামে এক পোলিং অফিসার মারা গেছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার তিলাবুদুল আবদুল মজিদ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট চলাকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।
নানা আশঙ্কা আর আতঙ্কের মধ্যেই উপজেলা নির্বাচনের দ্বিতীয় দফায় ১১৫টি উপজেলার ভোটযুদ্ধ শুরু হয়েছে আজ। ২য় ধাপে ১১৭ উপজেলার তফসিল ঘোষণা করলেও দু’টি উপজেলায় আজ ভোট হচ্ছে না। কক্সবাজারের মহেশখালী উপজেলার ভোট হবে ১লা মার্চ ও চাঁদপুরের হাইমচর উপজেলা নির্বাচনে আদালতের স্থগিতাদেশ থাকায় এই উপজেলায় ভোটগ্রহণ হচ্ছে না।
শেষ মুহূর্তেও বিভিন্ন স্থানে হামলা-সংঘর্ষের ঘটনা ঘটেছে। নির্বাচনী সহিংসতায় ইতিমধ্যেই একজনের মৃত্যু হয়েছে। হামলা হয়েছে সাবেক সংসদ সদস্যের গাড়িতেও। নির্বাচনী প্রচারণা না থাকলেও গতকাল কয়েকটি স্থানে প্রার্থীদের সমর্থকদের মধ্যে এসব সংঘর্ষের ঘটনা ঘটে। নির্বাচন কমিশনও আশঙ্কা প্রকাশ করেছে। নির্বাচন কমিশনার শাহনেওয়াজ সহিংসতার আশঙ্কা প্রকাশ করেছেন। কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, সহিংসতার আশঙ্কায় বাড়তি নিরাপত্তা নেয়া হয়েছে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে।
# নোয়াখালীর সুধারামে জনসংযোগকালে বোমা হামলায় আহত আওয়ামী লীগ নেতা গতকাল মারা গেছেন। সোমবার রাতে গণসংযোগকালে তিনি আহত হন।
# গতকাল কোম্পানীগঞ্জে বিএনপি সমর্থিত প্রার্থীদের এজেন্টদের বৈঠক চলাকালে হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় আহত হয়েছেন ৫ জন।
# যশোরের ঝিকরগাছায় সাবেক এমপি শেখ আফিল উদ্দিনের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে।
# নির্বাচনকে কেন্দ্র করে মুন্সীগঞ্জে ছুরিকাহত হয়েছেন এক ইউপি চেয়ারম্যান।
প্রথম ধাপের নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী এগিয়ে থাকায় ২য় ধাপের নির্বাচনে মাঠপর্যায়ে আওয়ামী লীগ ও বিএনপি’র রাজনৈতিক প্রভাব বেশি থাকবে বলে মনে করা হচ্ছে। তবে সবখানেই ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। আইনশৃংখলা বাহিনী সজাগ রয়েছে বলে জানানো হয়েছে।
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী, রাণীশংকৈল। পঞ্চগড় জেলার তেঁতুলিয়া, নীলফামারীর কিশোরগঞ্জ। দিনাজপুর জেলার ঘোড়াঘাট, চিরিরবন্দর, বিরামপুর, বীরগঞ্জ, কুড়িগ্রামের নাগেশ্বরী, রাজারহাট, রাজীবপুর। লালমনিরহাটের পাটগ্রাম, সদর, হাতীবান্ধা। জয়পুরহাটের ক্ষেতলাল, কালাই, সদর। রংপুরের বদরগঞ্জ, গাইবান্ধার পলাশবাড়ী। বগুড়ার কাহালু, শিবগঞ্জ, আদমদিঘী, শাজাহানপুর। চাঁপাই নবাবগঞ্জের গোমস্তাপুর, নওগাঁর আত্রাই, নিয়ামতপুর, পত্নীতলা, বদলগাছি, সদর, সাপাহার, নাটোরের বাগাতিপাড়া, গুরুদাসপুর, লালপুর, সদর। রাজশাহীর বাঘা। পাবনার চাটমোহর, ভাঙ্গুড়া। সিরাজগঞ্জের তাড়াশ। মেহেরপুরের গাংনী, মুজিবনগর। কুষ্টিয়ার কুমারখালী, খোকসা, মিরপুর। যশোরের চৌগাছা, ঝিকরগাছা, বাঘারপাড়া, শার্শা। ঝিনাইদহের মহেশপুর। মাগুরার মহম্মদপুর, শালিখা। বরিশাল সদর। বাগেরহাটের কচুয়া, ফকিরহাট। খুলনার ডুমুরিয়া। সাতক্ষীরার শ্যামনগর। পিরোজপুরের কাউখালী, নাজিরপুর। ভোলার চরফ্যাশন, বোরহানউদ্দিন। জামালপুরের ইসলামপুর, বকশীগঞ্জ, মেলান্দহ। টাঙ্গাইলের সখিপুর। শেরপুরের ঝিনাইগাতি। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ, ভালুকা, সদর। নেত্রকোনার কলমাকান্দা, খালিয়াজুরী, পূর্বধলা, বারহাট্টা। মানিকগঞ্জ সদর, হরিরামপুর। মুন্সীগঞ্জের শ্রীনগর, সদর। ঢাকার কেরানীগঞ্জ, সাভার। নরসিংদীর শিবপুর। ফরিদপুরের নগরকান্দা, বোয়ালমারী, সালথা। মাদারীপুরের রাজৈর, শিবচর। গোপালগঞ্জের কোটালিপাড়া, সদর। সুনামগঞ্জের দিরাই, সুনামগঞ্জ সদর। সিলেটের বালাগঞ্জ। হবিগঞ্জের চুনারুঘাট। কুমিল্লার দেবীদ্বার, মনোহরগঞ্জ, লাকসাম। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল। চাঁদপুরের ফরিদগঞ্জ, মতলব (উ:), মতলব (দ:), সদর। ফেনীর পরশুরাম, সদর। নোয়াখালীর কবিরহাট, কোম্পানীগঞ্জ, চাটখিল, সদর, সোনাইমুড়ী। খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি, রাঙ্গামাটির কাপ্তাই, নানিয়ারচর। বান্দরবানের থানছি, রুমা, রোয়াংছড়ি, লামা এবং চট্টগ্রামের পটিয়া, লোহাগড়া, কক্সবাজার পেকুয়া, চকরিয়া।
This post was last modified on ফেব্রুয়ারী ২৭, ২০১৪ 12:51 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৩০ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দেন…