Categories: সাধারণ

দেখে নিন মনোমুগ্ধকর জাপানিজ বাগান!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ বর্ষাস্নাত সন্ধায় সুবিশাল বিস্তৃত বাগান নিশ্চয়ই অন্যরকম অনুভুতি দিবে। অরিগনের পোর্টল্যান্ডে অবস্থিত ৫.৫ একরের এই বাগানের নাম পোর্টল্যান্ড জাপানীজ বাগান। জাপানের বাইরে জাপানীজদের তৈরি একটি অকৃত্রিম বাগান হিসেবে একে বিবেচনা করা হয়। প্রতিবছর লক্ষাধিক পর্যটক এই বাগানটি দেখতে পোর্টল্যান্ডে আসে।



৫০ বছরের বেশি পুরোনো এই বাগানের ভিতরেই ধারন করে আছে বিভিন্ন ধরনের জাপানীজ বাগান যেমন সমতল বাগান, ভ্রমনার্থী বাগান, প্রাকৃতিক বাগান, চা বাগান এবং বালি ও পাথর সমৃদ্ধ বাগান। স্থপতি তাকুমা তুনু এই বাগানের নকশা করেন এবং প্রাকৃতিকভাবে একে গড়ে তুলেন। এই বাগানে বিরাজ করে মধ্য জাপানের পরিবেশ। ১৯৬৭ সালে বাগানটি জনসাধারনের জন্য খুলে দেওয়া হয়। সাধারনত জাপানিজ বাগানগুলো দর্শনার্থীদের সাথে প্রাকৃতিক সংযোগের লক্ষ্যে তৈরি করা হয়ে থাকে। যেখানে বিরাজ করে নীরবতা, শান্তি এবং সুরেলা ঐকতান। ডিজাইনার তাকুমা তুনু চেয়েছিলেন সত্যিকারের জাপানিজ প্রতিসাম্য নান্দনিক বাগানের প্রতিফলন।



আরো পড়ুনঃ চীনে মাটির গভীরে নির্মাণ করা হচ্ছে বিলাসবহুল পাঁচতারা হোটেল!

পাচটি বাগানেই রয়েছে পাথর, পানি এবং গাছপালা। তার পাশাপাশি রয়েছে প্যাগোডা, পানির আধার এবং সেতু যা মূলত জাপানিজ কৃষ্টি-কালচারকে ধারন করে। চা বাগান তুলে ধরা হয়েছে নীরবতার প্রতিফলন হিসেবে ভ্রমনার্থীর কাছে একে ছবির মত তুলে ধরা হয়েছে। বালি ও পাথরের বাগানগুলো শূন্যস্থান হিসেবে দেখানোর জন্য খোলাভাবে তুলে ধরা হয়েছে। প্রাকৃতিক বাগানের ধারনা বাগানের ভিন্নতার মধ্যে সম্পূর্ণ নতুন। যেখানে রয়েছে বিভিন্ন ধরনের গাছপালা তার মধ্যে রয়েছে ভাইন ম্যাপল। পায়চারি করার জন্য তৈরি বাগানগুলোতে শান্তিময় পরিবেশ বিরাজ করে। ১৭শ থেকে ১৮শ শতকের দিকে পুকুরসমৃদ্ধ এই বাগানগুলো রাজকীয়তার মর্যাদা পায়। সমতলীয় বাগানগুলো মূলত গুল্ম বৃক্ষের বাগান।



বাগানের শান্তিময়তা বজায় রাখার জন্য এখানে সেলফোন ব্যবহার নিষিদ্ধ। জাপানিজ বাগানগুলোতে প্রতিবছর বিভিন্ন ধরনের চিত্রকলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। সমৃদ্ধশীল এই বাগানের চিত্র নিয়েই হয়ে থাকে এসব আয়োজন। জাপানিজ এই বাগানগুলো প্রকৃতির সাথে মানুষের সেতুবন্ধনের একটি অন্যতম উদাহরণ।

তথ্যসূত্রঃ অল দ্যাট ইন্টারেস্টিং

Related Post

This post was last modified on সেপ্টেম্বর ২৩, ২০১৪ 11:32 অপরাহ্ন

K. A. B Tohin

Recent Posts

শীতে কোন পদ্ধতিতে মুখে মধু মাখবেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতে মধু মাখলে বেশ উপকার পাওয়া যাবে। যে কারণে এই…

% দিন আগে

ফিলিপাইন রাষ্ট্রদূতের সঙ্গে বিপিসিসিআই-এর প্রতিনিধিদলের সাক্ষাৎ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের…

% দিন আগে

বিল গেটস ও স্যাম অল্টম্যান জানালেন: ২০২৫ সালের প্রযুক্তি–দুনিয়া আসলে কেমন হবে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আসলে ২০২৫ সালের প্রযুক্তি–দুনিয়া কেমন যাবে, তা নিয়ে অনেক জল্পনা-কল্পনা…

% দিন আগে

তিন বছর নিষিদ্ধ থাকা চলচ্চিত্র ‘মেকআপ’ মুক্তি পাচ্ছে ১০ জানুয়ারী

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিল্মের মানুষদের নেতিবাচকভাবে উপস্থাপনের অভিযোগে ২০২১ সালে সেন্সর বোর্ড থেকে…

% দিন আগে

চাদে প্রেসিডেন্ট প্রাসাদে বোকো হারাম সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় নিহত ১৯

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মধ্য আফ্রিকার দেশ চাদের রাজধানী এনজামেনায় প্রেসিডেন্ট প্রাসাদে বোকো হারাম…

% দিন আগে

মানুষখেকো বাঘকে হাতির পিঠে বাঁধা হয়েছে! বিরক্ত জনগণ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাইরাল এক ভিডিওতে দেখা গিয়েছে, হাতির পিঠে দড়ি দিয়ে আষ্টেপৃষ্ঠে…

% দিন আগে