দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাঞ্জি ও তার ৪ বছর বয়সী কন্যা মায়হাম একত্রে মিলে নতুন ধরনের সৃজনশীল কাগজের পোশাক তৈরি করেছে। অ্যাঞ্জির নিজস্ব ব্লগে সেগুলো প্রকাশ করেছে যেখানে লেখা মায়হামের ফ্যাশন।
মায়হামের হাতাহাতি থেকে বিভিন্ন কাগজকে রক্ষা করার ফলশ্রুতিতে তারা চিন্তা করলো কাগজ দিয়ে পোশাক তৈরি করবে। তারপর তারা একটি ব্লগ তৈরি করে এবং ছবি শেয়ারিং ইন্সট্রাগ্রাম অ্যাকাউন্ট খুলে যেন তারা তাদের স্টাইলিশ সৃষ্টিগুলো প্রকাশ করতে পারে। পোশাকগুলো তৈরি করা হয়েছে সাধারন গৃহস্থালি উপকরণ দিয়ে যেমন কাগজ, থলে, ট্যাপ এবং আঠা। তারা চেয়েছিলেন তাদের গৃহের অব্যবহৃত জিনিসগুলোর পুনর্ব্যবহার। ফলে তারা আঠা এবং ট্যাপের জন্য শুধু অর্থ ব্যয় করেছে।
বিস্ময়কর বিষয় হল যে মায়হামের মায়ের কোন ধরনের পোশাক ডিজাইন করা কিংবা ফ্যাশনের পূর্ব অভিজ্ঞতা নেই। সে প্রথমে পোশাক গুলো ডিজাইন করতো এবং এর পর তৈরি করতো মায়হাম পোশাকগুলো। মায়হাম পোশাকগুলো কেবল ৫ থেকে ১০ মিনিটের জন্য পরে দেখত এবং সেগুলোর ছবি তুলে প্রকাশ করা হতো ব্লগ এবং ইন্সট্রাগ্রামে।
অ্যাঞ্জির মতে নতুন এই পোশাকগুলো তৈরি করাটা মুখ্য নয় বরং সে বেশি আনন্দিত তার ছোট্ট মেয়েটিকে তা আনন্দের খোরাক জুগিয়েছে। যখন সে প্রতিমুহূর্তে শিখছে এবং বড় হচ্ছে।
তথ্যসূত্রঃ বোরডপান্ডা
This post was last modified on আগস্ট ১, ২০১৪ 5:37 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ছোট মাছ যেমন- মলা, কাচকি, পুঁটি, টেংরা, তিনকাটা, খরে ইত্যাদি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গণিতের বিশাল জগতে কোন সংখ্যাটি আসলে সবচেয়ে বেশি প্রভাব ফেলে?…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণিকে নিয়ে ভক্তদের দীর্ঘদিনের অপেক্ষার পালা শেষ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবার ট্রাম্প প্রশাসন ফিলিস্তিনি পাসপোর্টধারী এবং ৭ দেশের নাগরিকদের মার্কিন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ একটি গবেষণায় দেখা গেছে, ইউরোপের মধ্যে রয়েছে এমন মিউজিয়াম যা…