চোখের সমস্যা ও তার প্রতিকার

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ চোখ আমাদের চেহারার সৌন্দর্যের অন্যতম একটি অংশ এবং মূল্যবান অঙ্গ। এক জোড়া সুন্দর চোখ একজন মানুষকে করে তুলতে পারে আকর্ষণীয়। চোখ হচ্ছে মনের আয়না, চোখ মনের কথা বলে। তাই আমাদের সবার উচিত চোখের প্রতি যত্ন নেওয়া।


Eye problems-1Eye problems-1

বিভিন্ন রোগ এবং অযত্নের কারনে আমাদের ও চোখের সৌন্দর্য নষ্ট হয়। তাহলে আসুন আমরা চোখের ছোট ছোট দুইটি সমস্যা এবং এর প্রতিকার জেনে নেই।

আঞ্জনি (Sty/ Hordeolum)

চোখের পাতায় লোমের গোড়ায় একটি ক্ষুদ্রাকার দানা (শস্য দানার মত) হয়। ষ্টেফাইলোকক্কাস অরিয়াস জীবাণুর সংক্রমণে এই রোগ হয়। এটি উভয় চোখের

উপরের এবং নিচের পাতায় হতে পারে। এটি হলে প্রচন্ড ব্যাথ্যা হয়। কখনও কখনও পূঁজ হয়। চোখের পাতা লাল হয়ে যায়। কখনও কখনও একটির পর একটি হতেই থাকে। অন্যের চোখের ব্যবহৃত জিনিস যেমন- মেকআপ, কাজল, আইলাইনার ইত্যাদি থেকেও সংক্রমণের মাধ্যমে আঞ্জনি হতে পারে। এটি সাধারণত এক সপ্তাহের মধ্য ভাল হয়ে যায়।

পরামর্শ

# পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে।
# গরম পানির বাষ্প নিতে হবে।
# অন্যের কোনকিছু চোখে ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে।
# প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করতে হবে।
# বার বার আঞ্জনি হওয়ার প্রবনতা রোধ করতে হলে আবশ্যই হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করতে হবে।
চেলাজিয়ন (Chalazion)
এটিও আঞ্জনির মত চোখের উভয় পাতায় হয়, কিন্তু খুব শক্ত হয়ে থাকে। আস্তে আস্তে আকারে বড় হতে থাকে। কখনও কখনও ব্যাথ্যা হয়। চেলাজিয়নের জন্যও ষ্টেফাইলোকক্কাস অরিয়াস জীবাণু দায়ি।

পরামর্শ

# এর জন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
# হোমিওপ্যাথি ঔষধ এর জন্য খুব ভাল কাজ করে। এলোপ্যাথিক চিকিৎসায় ছোট অপারেশনের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়, অনেক সময় অপারেশনের দাগ থেকে যায়।
# ঔষধ সেবনের পাশাপাশি অবশ্যই গরম পানির বাষ্প নিতে হবে।
ডার্ক সার্কেল
চোখের চারপাশের কালো দাগই হচ্ছে ডার্ক সার্কেল।

কেন হয়

# রক্ত স্বল্পতা, হরমোনের পরিবর্তন এবং পুষ্টির অভাবে হতে পারে।
# বংশগত কারণে হয়।
# ধুমপান, মদ্যপান এবং ড্রাগ আ্যডিকশনের জন্য হয়।
# শরীরে পানি ঘাটতি হলে চোখ ভিতওে ঢুকে যায় এবং চোখের চারপাশ কালো কলো হয়ে যায়।
# সূর্যের অতি বেগুনী রশ্মীর কারণে হতে পারে।
# পর্যাপ্ত ঘুমের অভাবে এই ধরনের ডার্ক সার্কেল সৃষ্টি হতে পারে।
# এলার্জি বা একজিমার মত চুলকানির জন্য এ রকম হয়।
# ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ার জন্যও এই ধরনের কালো দাগ সৃষ্টি হয়।

পরামর্শ

# রাতে পর্যাপ্ত পরিমাণ ঘুম এর পক্ষে অনেকটা যাদুর মত কাজ করে।
# সূর্যের অতিবেগুনী রশ্মী থেকে রক্ষা পেতে ছাতা ব্যবহার করতে হবে।
# শশা বা আলু কেটে চোখের উপর ১০/১৫ মিনিট রাখতে পারেন। এটা নিয়মিত করতে হবে।
# প্রয়োজনে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিবেন।

লিখেছেন: ডা: আশিকুর রহমান, ঢাকা।

This post was last modified on জুন ৩০, ২০২৪ 2:24 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

নাইজারে মসজিদে হামলা: অন্তত ৪৪ জন নিহত

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি মসজিদে স্থানীয় জঙ্গিগোষ্ঠীর হামলায়…

% দিন আগে

‘ফুল’ প্যান্ট ‘হাফ’, কিম্ভুত জিন্‌সের দাম ৩৮ হাজার টাকা!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এই প্যান্টটি নির্মাতা সংস্থা হলো খ্যাতনামা ফরাসি পোশাক প্রস্তুতকারক সংস্থা…

% দিন আগে

পাহাড়-পর্বত ও প্রকৃতি

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ২৩ মার্চ ২০২৫ খৃস্টাব্দ, ৯ চৈত্র ১৪৩১…

% দিন আগে

শুধু গাজরই নয় দৃষ্টিশক্তি ভালো হবে পেস্তা বাদাম খেলেও!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বাস্থ্য বিশেষ করে চোখ নিয়ে আমরা অধিকাংশ সময় চিন্তিত থাকি।…

% দিন আগে

মানুষের অনুভূতি প্রকাশের অন্যতম সহায়ক হয়ে উঠেছে প্রযুক্তি

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যতো দিন গড়াচ্ছে ততোই প্রযুক্তির উৎকর্ষ আমাদের দৈনন্দিত জীবনকে এক…

% দিন আগে

অনন্ত-বর্ষার সিনেমা ‘কিল হিম’ টিভি প্রিমিয়ার ঈদের দিন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আসছে ঈদ উপলক্ষ্যে চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক…

% দিন আগে