দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এশিয়া কাপে নিজেদের তৃতীয় ম্যাচে পাকিস্তানের সাথে জিতেই মিরপুরে আত্টমবিশ্সেবাস ফিরে পেতে চায় টাইগাররা। পাকিস্তানের সাথে বাংলাদেশের আজকের ম্যাচে দলে এসেছে ৫টি পরিবর্তন!
বাংলাদেশ এশিয়া কাপে নিজেদের প্রথম দুই ম্যাচে হেরে অনেকটাই হতাশায় ডুবে আছে। এর আগে দলীয় অধিনায়ক মুশফিকুর রহিম মিডিয়াকে জানিয়েছিলেন প্রয়োজনে দলে বিরাট পরিবর্তন আনা হবে। তাও বাংলাদেশ হারের গণ্ডি থেকে বেড়িয়ে আসতে চায়। অধিনায়কের মতামতের সাথে একমত বোর্ডও, ফলে বাংলাদেশ দলে বিশাল পরিবর্তন এসেছে। সাকিব আল হাসানের প্রত্যাবর্তন ছাড়াও দলে পরিবর্তন এসেছে আরও চারটি। দলে এসেছেন ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ, শফিউল ইসলাম ও নতুন মুখ আল-আমিন হোসেন।
নিজেদের প্রথম ম্যাচে ভারতের সাথে এবং দ্বিতীয় ম্যাচে অনাকাঙ্ক্ষিত ভাবে মিনোজ আফগানিস্তানের সাথে হেরে বাংলাদেশের বর্তমান টিম আত্মবিশ্বাস একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। ভাবে বিপর্যস্ত মুশফিক বাহিনী এই ম্যাচ জিতে আত্মবিশ্বাস ফিরে পেতে চায়।
পাকিস্তান দলেও দুটি পরিবর্তন এসেছে। এরা হচ্ছেন সারজীল খানের পরিবর্তে ফাওয়াদ আলম ও পেসার জুনাইদ খানের বদলে আব্দুর রেহমান।
বাংলাদেশ একাদশঃ মুশফিকুর রহিম, আব্দুর রাজ্জাক, আল-আমিন হোসেন, এনামুল হক, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ, মুমিনুল হক, নাসির হোসেন, শফিউল ইসলাম, সাকিব আল হাসান ও জিয়াউর রহমান।
পাকিস্তান একাদশঃ আহমেদ শেহজাদ, মোহাম্মদ হাফিজ, সোহেব মাকসুদ, মিসবাহ উল হক, উমর আকমল, ফাওয়াদ আলম, শহীদ আফ্রিদি, মোহাম্মদ তালহা, উমর গুল, সাঈদ আজমল ও আব্দুর রেহমান।