দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আবারও বাড়ছে বিদ্যুতের দাম। বিদ্যুতের দাম বাড়ার ফলে দেশের অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়ার আশংকা রয়েছে বলে অর্থনীতিবিদরা মনে করছেন।
বিদ্যুতের দাম বৃদ্ধির ব্যাপারে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নীতিগত সম্মতি দিয়েছেন। তাই এ মাসেই অর্থাৎ মার্চেই বাড়ছে বিদ্যুতের দাম। গতকাল মঙ্গলবার শুরু হয়েছে দাম বৃদ্ধির আইনগত প্রক্রিয়া।
৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে অফিসও করেন। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাবনাটি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হয়।
দাম বৃদ্ধির ব্যাপারে প্রধানমন্ত্রীকে যুক্তি দেখানো হয়, বিক্রির চেয়ে বিদ্যুতের ক্রয়মূল্য অনেক বেশি পড়ছে। যে কারণে লাগাতারভাবে লোকসান দিতে হচ্ছে বিতরণ কোম্পানিগুলোকে। লোকসান কমিয়ে আনতে বিদ্যুতের দাম বৃদ্ধির এই প্রস্তাব দেয়া হয়েছে বলে উল্লেখ করা হয়।
জানা যায়, খুচরা বিদ্যুতের দাম গড়ে সাড়ে ১৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। গতকাল মঙ্গলবার এ প্রস্তাবের ওপর বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে অনুষ্ঠিত গণশুনাতিতে দাম বাড়ানোর পক্ষে-বিপক্ষে যুক্তি তুলে ধরেন সংশ্লিষ্টরা। বিইআরসি’র কারিগরি কমিটি মনে করে, বিদ্যুতের দাম ৬ দশমিক ৬৬ ভাগ বাড়ানো প্রয়োজন। অপরদিকে শুনানিতে অংশ নিয়ে ভোক্তা অধিকার সংগঠনের প্রতিনিধিরা দাম বাড়ানোর চরম বিরোধিতা করেন। তাদের দাবি, বিদ্যুতের দাম বাড়ালে সার্বিক জীবনযাত্রার মূল্য বেড়ে জনদুর্ভোগ বাড়বে। সাধারণ জনগণও তাই মনে করে। বিদ্যুতের দাম বাড়লে দেশের অর্থনীতিতে এর ব্যাপক প্রভাব পড়বে।
উল্লেখ্য, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ১৫ দশমিক ৫০ শতাংশ। পল্লী বিদ্যুতায়ন বোর্ড ১২ দশমিক ৫৮ শতাংশ। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ২৩ দশমিক ৫০ শতাংশ এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) ১৫ দশমিক ৯০ শতাংশ। ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পনি ৮ দশমিক ৫১ শতাংশ খুচরা মূল্যবৃদ্ধি করতে চাইছে বলে জানা যায়।
This post was last modified on মার্চ ৫, ২০১৪ 11:44 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড এবং লেবাননজুড়ে ভয়াবহ হামলা চলমান রেখেছে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বপ্ন দেখে তা মনে রাখা সত্যিই দুষ্কর। আর তাই রাতের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৩০ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…