দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশের প্রযোজকরা ভারতের সঙ্গে যৌথ প্রযোজনার দিকে ঝুঁকছে। সামপ্রতিক সময় এমনটি লক্ষ্য করা যাচ্ছে। এবার যৌথ প্রযোজনার ছবিতে থাকছেন শাকিব খান, জিৎ ও শ্রাবন্তী।
গত সপ্তাহে ‘সীমারেখা’ ছবিটি যৌথ প্রযোজনায় মুক্তি পাওয়ার পর বেশ সফল হওয়ায় আগ্রহ আরও বেড়েছে। অপরদিকে তার আগের সপ্তাহে বাংলাদেশের খ্যাতিমান লেখক কবি আল মাহমুদের ‘জলবেশ্যা’ গল্প অবলম্বনে ‘টান’ ছবিটি কলকাতায় ব্যাপক সাড়া জাগায়। ‘টান’ ছবিটি ব্যবসা সফল হয়েছে দেখে প্রযোজকদের মধ্যেও সাড়া পড়েছে।
ইতিপূর্বেও ভারতের সঙ্গে অনেক বাংলা ছবি যৌথ প্রযোজনায় করে সফলও হয়েছেন। কিন্তু সামপ্রতিক সময়ে দুই দেশের প্রযোজকরা যৌথ প্রযোজনার ছবি করতে বেশি আগ্রহী হয়ে উঠছেন।
আর সেই ধারাবাহিকতায় এবার ঢালিউড কি হিসেবে খ্যাত শাকিব খানের প্রোডাকশন হাউস এসকে ফিল্মস ও কলকাতার বিখ্যাত প্রোডাকশন হাউস ধানুকার মুভিজ যৌথ প্রযোজনায় ছবি নির্মাণের ঘোষণা দিয়েছেন। ছবিতে চমক হিসেবে থাকছে ওপার বাংলার এই সময়ের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা জিৎ ও নায়িকা শ্রাবন্তী। প্রযোজনা সংস্থা জানিয়েছে, শাকিব খানের বিপরিতে কাজ করবে শ্রাবন্তী। অপরদিকে জিতের বিপরিতে বাংলাদেশী নায়িকা থাকবেন। তবে বাংলাদেশী কোন নায়িকা থাকবেন তা এখনও ঠিক হয়নি।