দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুক্রবার মুক্তি পাচ্ছে শাকিব খান ও ববি অভিনিত বহুল আলোচিত ছবি ‘রাজত্ব’। প্রায় শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এই প্রজন্মের ছবি ‘রাজত্ব’।
প্রযোজনা সংস্থা সূত্রে জানা যায়, ‘দেহরক্ষী’ ছবির ব্যবসা সফলের পর দ্বিতীয় ছবি হিসেবে এই ‘রাজত্ব’ মুক্তি পেতে যাচ্ছে।
আসলে কোন রাজত্বকে এই ছবিতে বোঝানো হয়েছে এমন প্রশ্নের জবাবে প্রযোজনা সংস্থা সূত্র বলেছে, সংসারের কর্তৃত্বও একটা রাজত্বেরই অংশ। বর্তমান প্রজন্মের অনেক কিছুই এই ছবির বিষয় বস্তু। তবে মূলত প্রেম ও পারিবারিক বিষয়গুলোও শিল্পীর কারুকার্যের মতো করে সাজিয়ে তোলা হয়েছে এর চিত্রাঙ্গনে। ছবিটি দর্শকদের ভালো লাগবে। এবং প্রযোজনা প্রতিষ্ঠান মনে করে এই ছবিটি মানুষের হৃদয়ে দাগ কাটতে সমর্থ হবে।
প্রযোজনা প্রতিষ্ঠানের কর্তাব্যক্তি বলেছেন, ‘আমাদের এখন যত ধরনের চিন্তা-ভাবনা সব এ ছবিটিকে ঘিরে। আমরা চাচ্ছি ভালো ভালো প্রেক্ষাগৃহে ছবিটি দেখানোর। সেভাবেই সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।”
প্রযোজনার পাশাপাশি ‘রাজত্ব’ ছবির সুর ও সংগীতায়োজনের কাজও করেছেন অদিত। ‘রাজত্ব’ নিয়ে তিনি দারুণ আশাবাদী।
‘রাজত্ব’ ছবির ট্রেলার দেখুন
http://www.youtube.com/watch?v=tmevQZWSE6Q
রাজত্ব’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, ববি, প্রবীর মিত্র, শাঙ্কু পাঞ্জা প্রমুখ। গত ফেব্রুয়ারি মাসে ছবিটির গানের অডিও সিডি প্রকাশিত হয়েছে। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন এলিটা, কণা, দোলা প্রমুখ। ছবির জন্য গানের কথাগুলো লিখেছেন সোহেল আরমান ও রবিউল ইসলাম জীবন।