দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গরীবদের কথা কখনই চিন্তা করা হয় না। কিন্তু এবার নাকি গরীবদের জন্য কম দামে বিদ্যুৎ দেওয়া হবে এমন চিন্তা-ভাবনা করা হচ্ছে!
বাংলাদেশের ইতিহাসে গরিব মানুষের জন্য এই প্রথমবার কম মূল্যে বিদ্যুৎ দেওয়া হচ্ছে। সারাদেশের ৩০ ইউনিটের কম ব্যবহারকারী বিদ্যুৎ গ্রাহকরা নাকি এই সুবিধা পাবেন। এরকম নির্দিষ্ট গ্রাহকদের জন্য বিদ্যুতের দাম বাড়ানো হবে না, বাড়ালেও তা খুবই সামান্য এমন কথায় শোনা যাচ্ছে।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে জানা গেছে। নতুন করে বিদ্যুতের দাম নির্ধারণের গণশুনানি ইতিমধ্যেই শেষ হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে বিদ্যুতের নতুন দাম নির্ধারণে পর্যালোচনা চলছে। দ্রুততম সময়ে এ বিষয়ে পূর্ণাঙ্গ আদেশ দেওয়া হবে বলে জানানো হয়েছে।
দরিদ্র জনগোষ্ঠির জন্য যদি সরকার এ ধরনের সিদ্ধান্ত নেয়, তাহলে বিদ্যুতের দাম বাড়ার কারণে দেশের ব্যাপক সংখ্যক জনগোষ্ঠির যে ক্ষতির সম্ভাবনা রয়েছে তা অনেকাংশে কমে আসবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
উল্লেখ্য, পার্শ্ববর্তী দেশ ভারতসহ পৃথিবীর অনেক দেশেই গরীব মানুষের জন্য বিশেষ মূল্যে বিদ্যুৎ দেওয়া হয়ে থাকে। কিন্তু বাংলাদেশে গরীব মানুষের সংখ্যা বেশি তারপরও এ সুবিধা নেই। বরং বর্তমানে গ্রামের অল্প বিদ্যুৎ ব্যবহারকারীদের বেশি টাকা দিয়ে বিদ্যুৎ কিনতে হয়। বিদ্যুতের ব্যবহার কম করলেও অনেক বেশি টাকা দিতে হয়। কারণ নিয়ম রয়েছে এক ইউনিটও যদি কোন গ্রাহক ব্যবহার না করেন তাও তাকে নির্ধারিত অর্থাৎ ১২০ টাকা দিতেই হবে। নতুন আদেশে দেশের দরিদ্র জনগোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়া হবে। ৩০ ইউনিট পর্যন্ত আলাদা একটি ধাপ করার চিন্তা-ভাবনা করা হচ্ছে। আবার ৩০ ইউনিট পর্যন্ত দামও রাখা হবে কম । সরকার যে ভর্তুকি দিচ্ছে তা যথাযথ দরিদ্র জনগোষ্ঠী পাবে বলে ধারণা করা হচ্ছে।
This post was last modified on সেপ্টেম্বর ২৮, ২০১৪ 12:04 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্রণ বিষয়ে চিকিৎসকরা মনে করেন, অ্যাডাল্ট অ্যাকনির নেপথ্যে মূল কারণ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সেরা প্রযুক্তি আও উদ্ভাবনের জোরে বিনোদনের সংজ্ঞাকে প্রতিনিয়ত পাল্টে দিচ্ছে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভিটামিন বি১২ শরীরের কতগুলো গুরুত্বপূর্ণ কাজ পরিচালনা করে। তাই এই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ (সোমবার) আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বাংলা সিনেমার কিংবদন্তী…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় গত ৩ দিনে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভিডিও ভাইরাল করতে গিয়ে এক যুবক দেশলাই জ্বালিয়ে পেট্রোলের উপর…