দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবার দেশীয় চলচ্চিত্রে আসছে কমেডি ছবি। নাম দেওয়া হয়েছে ‘দবির সাহেবের সংসার’।
জানা যায়, এবারই প্রথম বাংলাদেশের চলচ্চিত্র জগতে পরিপূর্ণ কমেডি ছবি নিয়ে হাজির হচ্ছেন চলচ্চিত্রের চলমান ব্যস্ত জুটি বাপ্পি চৌধুরী এবং মাহিয়া মাহি। আগামী মাসের প্রথম সপ্তাহে মুক্তি পাচ্ছে এই নতুন ছবি ‘দবির সাহেবের সংসার’।
‘দবির সাহেবের সংসার’ ছবিটি প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া। ছবিটির প্রযোজনা সংস্থা জানিয়েছে, ভিন্ন স্বাদের ছবিটি আশা করছি দর্শক পছন্দ করবেন। জাকির হোসেন রাজু পরিচালিত এ ছবিটি ইতিমধ্যেই সেন্সর ছাড়পত্র সম্পন্ন হয়েছে।
ছবির কাহিনী গড়ে উঠেছে, ‘দবির সাহেব নামে একজন রিটায়ার্ড জাজের পরিবারকে কেন্দ্র করে। যিনি রগচটা হবার কারণে প্রতিদিন তার অ্যাপার্টমেন্টে এক একটা ঘটনার জন্ম দিয়ে যান।
ছবিটিতে বাপ্পি-মাহি ছাড়াও আরো অভিনয় করেছেন আলীরাজ, আসিফ ইমরোজ, রেবেকা, আলেকজান্ডার প্রমুখ।
দেখে নিন ট্রেইলার –
http://www.youtube.com/watch?v=lFvVcueo5wI