দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপল তার নতুন অপারেটিং সিস্টেম iOS ৭ এর আপডেট iOS ৭.১ সীমিত পরিসরে বাজারে আনলো। iOS ৭.১ পুরোপুরিভাবে বাজারে আসবে এই বছরের সেপ্টেম্বর মাসে। এখন এটি মূলত ডেভেলপারদের লক্ষ্য করে বাজারে ছাড়া হয়েছে। নতুন এই অপারেটিং সিস্টেমটিতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।
iOS ৭.১ এর সবচেয়ে আলোচিত সংযুক্তিকরণ হলো কারপ্লে। যার মাধ্যমে গাড়ির ভেতরে আইফোনের সকল স্বাদ পাওয়া যাবে। কিছুদিন আগে অনুষ্ঠিত জেনেভার গাড়ি মেলাতে কারপ্লের ডেমো দেখানো হয়েছে। ভলভো, ফেরারী এবং মার্সিডিজ বেঞ্জ গাড়িগুলোতে কারপ্লে এর ইন্ট্রিগেশন করে চালানো হয়েছে। কারপ্লে এর মাধ্যমে আপনি গাড়িতে থাকাকালীন গান শুনতে পারবেন এবং ভয়েস কন্ট্রোলের মাধ্যমে চালু ও বন্ধ করতে পারবেন। এছাড়াও গাড়ি চলাকালীন সময় ব্যবহারকারী স্বয়ংক্রিয়ভাবে কল রিসিভ করতে পারবেন।
iOS ৭.১ এর লকস্ক্রীন, কিবোর্ড এর মধ্যে ভিজ্যুয়াল পরিবর্তন আনা হয়েছে। ক্যালেন্ডারের মধ্যে ইভেন্টগুলোকে তালিকা আকারে একই সাথে দেখানো হয়েছে যা আগের ভার্সনে কিছুটা ঘাটতির কারণে বিভিন্ন অভিযোগের মুখে পড়তে হয়েছিলো অ্যাপেলকে। আইটিউনস রেডিওতে এখন আপনি খুব সহজেই স্টেশন সার্চ করতে পারবেন। সাবস্ক্রাইব করতে পারবেন এবং সবচেয়ে মজার বিষয় হলো বিজ্ঞাপনবিহীন সুবিধা উপভোগ করতে পারবেন।
iOS ৭.১ যে বিষয়টির দিকে সবচেয়ে বেশি নজর দেওয়া হয়েছে তা হলো এর নিরাপত্তা ব্যবস্থা। স্পর্শ নিরাপত্তা ব্যবস্থার ত্রুটির কারণে আগের ভার্শনগুলোতে অ্যাপলকে বেশ ঝামেলার মুখোমুখি হতে হয়েছিল। এর ফিঙ্গারপ্রিন্ট রিকগনাইজেশন ব্যবস্থা আরো বাড়ানো হয়েছে ফলে এর নিরাপত্তা ব্যবস্থায় আপনি সন্তুষ্ট থাকবেন। iOS ৭ এর হোম স্ক্রীন ক্র্যাশের ফলে ডিভাইসের রিবুট নেওয়ার ত্রুটিটি ৭.১ এ দূর করা হয়েছে। এছাড়াও ফেসটাইম, আইক্লাউড ব্যবস্থায় ব্যবহারকারী আরো উন্নত স্বাদ পেয়ে থাকবেন। iOS ৭ থেকে iOS ৭.১ এ আপডেট করতে প্রবেশ করুন আইটিউনস।
তথ্যসূত্রঃ TechCrunch
This post was last modified on মার্চ ১৪, ২০১৪ 10:46 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড এবং লেবাননজুড়ে ভয়াবহ হামলা চলমান রেখেছে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বপ্ন দেখে তা মনে রাখা সত্যিই দুষ্কর। আর তাই রাতের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৩০ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…