সাগর-রুনি হত্যাকাণ্ড ॥ ডিএনএ টেস্টের ভিত্তিতে শনাক্ত হবে খুনি! মেঘেরও ডিএনএ নেওয়া হয়েছে

ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রে ডিএনএ এবং ফরেনসিক পরীক্ষা শেষে এক মাসের মধ্যে সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকারীকে শনাক্ত করা সম্ভব হবে বলে জানিয়েছেন তদন্তকারি সংস্থা র‌্যাব। যুক্তরাষ্ট্রে পাঠানো আলামতে একজনের ডিএনএ শনাক্ত হওয়ার একটি খবরের ভিত্তিতে এমনটিই আশা করছে র‌্যাব।

র‌্যাব আরো বলেছে, যুক্তরাষ্ট্র থেকে প্রতিবেদন পাওয়ার পর অধিকতর সন্দেহভাজন ব্যক্তিদের ডিএনএর নমুনা তারা মিলিয়ে দেখবে। ২৪ আগস্ট র‌্যাব সদর দপ্তরে র‌্যাবের আইন ও গণমাধ্যম-বিষয়ক পরিচালক কমান্ডার এম সোহায়েল সাংবাদিকদের বলেন, হত্যায় ব্যবহৃত ছুরি ও মেহেরুন রুনির টি-শার্ট পরীক্ষার পর একাধিক ব্যক্তির ডিএনএ যুক্তরাষ্ট্রের একটি পরীক্ষাগারে শনাক্ত করা গেছে। এ থেকে বোঝা যায়, হত্যাকাণ্ডে একাধিক ব্যক্তি জড়িত। এ ছাড়া ইতিমধ্যে রুনির টি-শার্ট থেকে একজনের ডিএনএ শনাক্ত করা সম্ভব হয়েছে। এ ছাড়া দুটি ছুরির একটিতে চারজনের আঙুলের ছাপ এবং অন্যটিতে একাধিক ব্যক্তির হাতের ছাপ পরীক্ষায় ধরা পড়েছে। তিনি বলেন, আগামী এক মাসের মধ্যে আলামত পরীক্ষার পূর্ণাঙ্গ প্রতিবেদন হাতে এলে সাগর-রুনি হত্যা মামলার তদন্তে বড় ধরনের অগ্রগতি হবে।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার এম সোহায়েল বলেন, মামলা তদন্তের দায়িত্ব ডিবি থেকে র‌্যাবে হস্তান্তর হওয়ার পর সাগর-রুনির বাসা থেকে ৯টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য দুই দফায় যুক্তরাষ্ট্রের ফোকল্যান্ডের ফরেনসিক এবং ডিএনএ ল্যাবে পাঠানো হয়। এর মধ্যে প্রথম দফায় গত ১২ জুন পাঠানো হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা দুটি ছুরি, দুটি ছুরির বাঁট, সাগরের পরনের প্যান্ট, রুনির পরনের প্যান্ট ও অন্তর্বাসের কাপড়ের নমুনা। এরপর গত ১৭ জুলাই দ্বিতীয় দফায় পাঠানো হয় হত্যাকাণ্ডের সময় সাগরের হাত-পা বাঁধা কাপড়ের অংশ, রুনির চুল, রুনি-সাগরের শরীরের টিস্যু ও রুনির টি-শার্ট। পাঠানো নমুনার পরীক্ষা কার্যক্রম এখন শেষপর্যায়ে। আগামী মাসের (সেপ্টেম্বর) মাঝামাঝি রাসায়নিক এবং ডিএনএ পরীক্ষার পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়া যেতে পারে।

এম সোহায়েল আরো বলেছেন, আলামত থেকে শনাক্ত হওয়া ডিএনএর সঙ্গে সম্ভাব্য খুনিদের ডিএনএর নমুনা মিলিয়ে দেখার পরীক্ষাটি বাংলাদেশেই সম্ভব। এর জন্য আবার যুক্তরাষ্ট্রে নমুনা পাঠাতে হবে না। সব তথ্য মিলিয়েই প্রকৃত খুনিদের শনাক্ত করার চেষ্টা করা হবে।

র‌্যাবের তদন্তকারী সূত্র জানায়, র‌্যাবের হাতে তদন্তভার হস্তান্তরের পর এ ঘটনায় অন্তত ৯৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের মধ্যে সন্দেহভাজন হিসেবে একটি ‘শর্ট লিস্ট’ বানানো হয়েছে। এই ‘শর্ট লিস্ট’ থেকেই অধিকতর সন্দেহভাজনদের ডিএনএ নমুনা নিয়ে মিলিয়ে দেখা হবে।

তদন্তসংশ্লিষ্টরা বলছেন, তাঁরা প্রথম থেকেই ধারণা করছিলেন হত্যাকাণ্ডে একাধিক ব্যক্তি অংশ নিয়েছিল। এখন আলমত থেকেও একাধিক ব্যক্তির ডিএনএ নমুনা পাওয়া যাচ্ছে। তবে প্রাথমিকভাবে কোনো একজনকে শনাক্ত করতে পারলেই অন্যদের শনাক্ত করা অনেক সহজ হয়ে যাবে।

উল্লেখ্য, গত ১১ ফেব্রুয়ারি সকালে পশ্চিম রাজাবাজারের ভাড়া ফ্ল্যাট থেকে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। এদিন দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেফতার করা হবে বলে ঘোষণা দেন। এরপর পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে প্রণিধানযোগ্য অগ্রগতি হয়েছে বলে মন্তব্য করেন। কিন্তু এর পরও কোনো অগ্রগতি না হওয়ায় গত ১৮ এপ্রিল মামলার তদন্ত সংস্থা ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ আদালতে ব্যর্থতার দায় স্বীকার করে। পরে উচ্চ আদালত র‌্যাবকে মামলার তদন্ত করার নির্দেশ দেন। তদন্তভার পাওয়ার পর গত ২৬ এপ্রিল ভিসেরা পরীক্ষার আলামত সংগ্রহের জন্য দুজনের লাশ কবর থেকে উত্তোলন করা হয়।

Related Post

সর্বশেষ

গতকাল ২৭ আগস্ট সাগর-রুনির একমাত্র পুত্র মেঘের ডিএনএ সংগ্রহ করেছে র‌্যাব। এর নমুনা পাঠানো হবে যুক্তরাষ্ট্রে। তবে কেনো কি উদ্দেশ্যে এই ডিএনএ টেস্ট সে সম্পর্কে কিছু জানা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, যেহেতু যুক্তরাষ্ট্রে আগে দেওয়া ডিএনএ টেস্টে একাধিক ব্যক্তির উপস্থিতি পাওয়া গেছে। সেক্ষেত্রে এর মধ্যে মেঘের ডিএনএ টেস্ট করলে সেই নমুনা বাদ দিলে বাকিগুলো শনাক্ত করা হয়তো সহজ হবে বলেই এই ডিএনএ টেস্ট করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

স্টাফ রিপোর্টার

View Comments

Recent Posts

গাজা এবং লেবাননজুড়ে ইসরায়েলি হামলায় নিহত ৪৫

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড এবং লেবাননজুড়ে ভয়াবহ হামলা চলমান রেখেছে…

% দিন আগে

এখন থেকে বড় পর্দায় দেখা যাবে রাতের স্বপ্ন!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বপ্ন দেখে তা মনে রাখা সত্যিই দুষ্কর। আর তাই রাতের…

% দিন আগে

রাজবাড়ী বড় মসজিদ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৩০ কার্তিক ১৪৩১…

% দিন আগে

পুষ্টিবিদরা যা বলেন: সুজি খাওয়া উপকারী নাকি ক্ষতিকর?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…

% দিন আগে

বাংলা এবং হিন্দিতে ‘দরদ’-এর ট্রেলার ও গান প্রকাশ [ট্রেলার]

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…

% দিন আগে

মুরগির লেগপিস প্রতিদিন খাওয়া কী ভালো?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…

% দিন আগে