পুরুষদের রূপচর্চার ১০টি টিপস্‌

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ আমরা সব সময় পত্র-পত্রিকায় মহিলাদের রূপচর্চার টিপস দেখে থাকি। অথচ পুরুষদেরও রূপচর্চার প্রয়োজন রয়েছে। আজ আমরা পুরুষদের রূপচর্চা নিয়ে আলোচনা করবো।


মহিলাদের মতো পুরুষদেরও শরীর ও ত্বকের রূপচর্চা করা প্রয়োজন। সেলুন বা ছেলেদের পার্লারে গিয়ে অথবা ঘরে বসেও রূপচর্চা করা সম্ভব। রূপচর্চা বিষয়টি আগে শুধুমাত্র মেয়েদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। পুরুষরা এ নিয়ে ততটা মাথা ঘামাননি। বরং অনেকেই তাদের স্ত্রীর দীর্ঘ সময় ধরে রূপচর্চা করার জন্য ব্যঙ্গ করে নানা কথা বলতেন।

কিন্তু সময় পাল্টাচ্ছে। এখন স্বামী-স্ত্রী দু’জনই দৈনন্দিন রূপচর্চা। তাছাড়া ছেলেদের রূপচর্চা করা বেশি প্রয়োজন। কারণ তারা দিনের বেশির ভাগ সময় বাইরে থাকেন। এ সময় যান-জট, কোলাহলে টেনশন ও ধুলাবালি পুরুষদের বেশি আচ্ছন্ন করে ফেলে। এই ধুলাবালি ও টেনশন থেকে মুক্তি পেতে ফ্যাসিয়াল, গ্লিস, পেডিকিউর, মেনিকিউর, থ্রেডিং, ভ্রুপ্লাগ, চন্দন বাটা অথবা শষার আশ লাগানো যেতে পারে। ম্যাসেজ করেও ত্বককে নিয়ন্ত্রণে রাখা যায়।

Related Post

আগে চুল কাটা ও সেভ করায় সেলুনগুলোর মূল কাজ ছিল। কিন্তু এখন মেয়েদের মতো ছেলেরাও ধুলাবালি ও রূপচর্চায় ব্যস্ত থাকেন। ত্বক ঠিক রাখতে সচেতনতা এসেছে ছেলেদের মধ্যেও। দেশের বাইরে গিয়ে ছেলেরা দেখছে ও শিখছে কিভাবে ত্বক ও শরীরের প্রতি যত্ন নিতে হয়।

পুরুষদের ত্বক সচেতনতায় ১০টি টিপস্‌

১. নিজেকে সচেতন হতে হবে ত্বক ও শরীরের প্রতি।

২. পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে সব সময়।

৩. কেমিক্যাল জাতীয় পদার্থ যত কম ব্যবহার করা যায় ততই ভালো।

৪. ত্বকে ক্রীম কম ব্যবহার করতে হবে। এতে ত্বকের সুক্ষ্ম ক্ষতি হয়।

৫. কেমিক্যাল ক্রীম ব্যবহার না করে হারবাল ক্রীম ব্যবহারে ত্বকের ক্ষতি কম হয়।

৬. যতটা সম্ভব রোদ এড়িয়ে চলতে হবে।

৭. পুরুষদের তৈলাক্ত ত্বকে হারবাল ড্রাই ক্রীম ব্যবহার করতে হবে।

৮. রুক্ষ্ম ত্বকে হারবাল তৈলাক্ত ক্রীম ব্যবহার করা ভালো।

৯. যতটা সম্ভব সেলুনে না গিয়ে প্রাথমিক রূপচর্চা বাড়িতে বসে করাই ভালো।

১০. বাজারে অনেক ফেসিয়াল প্যাক পাওয়া যায় এগুলো এনেও ঘরে বসে রূপচর্চা করতে পারেন। ঘুমানোর আগে ফেসিয়াল করা ভালো।

This post was last modified on জুন ২২, ২০২৪ 11:02 অপরাহ্ন

Laila Haque

Recent Posts

অপু বিশ্বাস এবার ইউটিউব চ্যানেলে উপস্থাপক!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস এবার নতুন এক পরিচয়ে হাজির…

% দিন আগে

পাকিস্তানে বন্দুকযুদ্ধ: ৬ সেনা ও ৬ সন্ত্রাসী নিহত

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের স্পিনওয়াম এলাকায় সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে একজন লেফটেন্যান্ট…

% দিন আগে

ইরানের হামলার সময় বাঙ্কারের মধ্যে ইসরায়েলি জুটির বিয়ে!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ একদিকে ইরানের হামলা আর অন্যদিকে জীবন বাঁচাতে বাঙ্কারে আশ্রয়। তবে…

% দিন আগে

সুন্দরবনের প্রাকৃতিক দৃশ্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ৬ অক্টোবর ২০২৪ খৃস্টাব্দ, ২১ আশ্বিন ১৪৩১…

% দিন আগে

সকালে চোখ খুলেই হাতে তুলে নেন মোবাইল: কোন বিপদ ঘটতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা জানি ঘুমের ঘোর কাটতে বেশ সময় লাড়ে। অনেকক্ষণ ঘুম…

% দিন আগে

ডিবিএইচ ফাইন্যান্সের বরিশাল শাখা উদ্বোধন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেশের গৃহঋণ প্রদানকারী স্পেশালিষ্ট আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি সম্প্রতি…

% দিন আগে