দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুক্রবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টি২০ বিশ্বকাপের নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১৭৯ রানের বড় সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। জবাবে ২০ ওভারে ১৩৫ রান করে গুঁটিয়ে যায় আয়ারল্যান্ড। বাংলাদেশ জয় পায় ৪৪ রানে।
টসে জিতে যদিও বাংলাদেশ ব্যাটিং নেয় তবে, বাংলাদেশ ইনিংসের শুরুতেই এনামুল হক বিজয়ের উইকেট হারায় মাত্র দলীয় ৯ রানের মাথায়। এর পর ইনজুরি কাটিয়ে দলে ফেরা তামিম ইকবাল, সাব্বির রহমানকে সাথে নিয়ে ৪৮ রানের জুটি গড়েন। এউ জুটিতে তামিম করেন ৩২ রান এবং সাব্বির করেন ২৩ রান। এর পরে বাংলাদেশের দুই ব্যাটসম্যান মুসফিকুর রহিম এবং সাকিব আল হাসান মাত্র ৫৯ বলে ১১৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে বিশাল ১৭৯ রানের সংগ্রহ এনে দেন স্কোর বোর্ডে।
বাংলাদেশের ব্যাটিং লাইনাপের জন্য এটি ছিলো আত্মবিশ্বাস ফিরে পাওয়ার ম্যাচ। বিশেষ করে আফগানিস্তানের সাথে এশিয়া কাপে হেরে যাওয়ার পর বাংলাদেশ দলের আত্মবিশ্বাস একে বারে খাদের কিনারায় যেয়ে ঠেকেছিলো। বাংলাদেশের ব্যাটিং এর মূল তিন ভরসা তামিম, সাকিব, মুসফিকের ব্যাটে রান আসায় বাংলাদেশ দল অনেকটাই টি২০ বিশ্বকাপের আগে নির্ভার হতে পারছে।
জবাবে আয়ারল্যান্ড ব্যাট করতে নামলে শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে আইরিশরা। আইরিশ কনো ব্যাটসম্যানই বাংলাদেশি বোলিং এর সামনে সেভাবে দাঁড়াতে পারছিলোনা। আয়ারল্যান্ডের ইনিংস শেষ হয় ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৩৫ রানে।
বাংলাদেশ দলের বোলিং এর মূল ভরসা মাশরাফি বিন মুর্তজা ইনজুরি থেকে ফিরে দারুণ বোলিং করেন। মাশরাফি নেন ২ উইকেট এবং সাকিব নেন ২ উইকেট। এছাড়া এশিয়া কাপে দলের সাথে থাকা আল আমিন নেন একটি উইকেট। তবে বাংলাদেশের আরেক বোলার আব্দুর রাজ্জাক এদিনও হতাশা থেকে বার হতে পারেন নি। রাজ্জাক ৩ ওভার বোলিং করে দেন ৩০ রান।
বোলিং, ব্যাটিং এর পাশাপাশি এদিন বাংলাদেশের ফিল্ডিংও দেখার মত ছিল। এর আগে বাংলাদেশ ফতুল্লায় নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে ৪ উইকেটে জয় পায়।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ১৭৯/৩ (তামিম ৩২, এনামুল ৩, সাব্বির ২৩, সাকিব ৫৮*, মুশফিক ৫৯*; স্টার্লিং ১/১৮, ম্যাকব্রাইন ১/২২, ডকরেল ১/২৯)
আয়ারল্যান্ড: ২০ ওভারে ১৩৫/৮ (পোর্টারফিল্ড ৪৪, স্টার্লিং ৪, জয়েস ১৫, পয়েন্টার ১২, উইলসন ০, কেভিন ৩, টম্পসন ৩৫, সোরেনসেন ৪, কুসাক ৩*, মুরতাঘ ৩*; সাকিব ২/১৩, মাশরাফি ২/২৮, আল-আমিন ১/১১, মাহমুদুল্লাহ ১/১৫, সোহাগ ১/২৪, রাজ্জাক ১/৩০)
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দেন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অবশেষে গত ৩১ বছর ধরে চলা ‘গোল্ডেন আউল’ বিতর্কের অবসান…