দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফেসবুকে আমরা প্রতিদিন অনেক ছবি দেখি। কিন্তু মাঝে-মধ্যে এমন কিছু ঘটনার ছবি আসে যেগুলো আমাদের সকলের হৃদয়ে নাড়া দেয়। এমনই একটি কাহিনী চট্টগ্রামের তানজিনা উর্মি ও এক নবজাতকের বেঁচে ওঠার কাহিনী।
ঘটনাটি চট্টগ্রামের। চট্টগ্রামের ২নং গেটের মেয়র গলি এলাকার একটি ড্রেনে পড়ে থাকা অবস্থায় উদ্ধার করা হয় এক নবজাতককে। কথায় বলে, ‘যার কেও নেই, তার আল্লাহ আছেন,’। এই ঘটনাটিও ঠিক তেমনই। ড্রেনে কে বা কারা এই শিশুটিকে ফেলে যায়। ড্রেনের পাশে এক ময়লা কুড়ানো এক ব্যক্তি উদ্ধার করে এই শিশুটিকে। পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রী শিশুটিকে হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা দিয়ে তাকে তিনি নিজ ঘরে নিয়ে যান। নাম দেন ‘নিধি’। এখন তার নিয়ন্ত্রণেই রয়েছে এই শিশুটি। ফেলে যাওয়া শিশুটিকে তিনি দত্তক দিতে চান। আর তাই ১৩ মার্চ ফেসবুকে ছবি দিয়ে আবেদন জানানো হয়েছে, যারা এই শিশুটিকে দত্তক নিতে চান তারা যোগাযোগ করুন।
শিশুটির পরিচয় কেও জানেন না। কারণ কোন নারী-পুরুষের অবৈধ কাজের শিকার হয়ে জন্ম নিয়েছে এই শিশু। কোন দোষ না করেও অবোধ এই শিশুটি আজ এতিম ও সহায় সম্বলহীন হয়ে পৃথিবীর বুকে এসেছে। এর দায় কার?
আজ তানজিনা উর্মির মতো মেয়ে তাকে উদ্ধার করে সেবা-যত্নের মাধ্যমে বাঁচিয়ে তুলেছেন। কিন্তু আর কি কেও নেই তাকে এই সমাজে স্বীকৃতি দিতে পারেন?
মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ মাকলুকাত। কিন্তু এই মানুষই আবার পশুর থেকেও নিকৃষ্ট কাজ করেন মাঝে মাঝে। আমরা সমাজের আনাচে-কানাচে মাঝে মধ্যেই দেখি এমন সব অমানুষিক কর্মকাণ্ড। আমরা কেওই জানিনা মানুষ কবে সেই শ্রেষ্ঠ মাকলুকাতের মর্যাদা রক্ষা করবেন। পৃথিবীতে আর কখনও কোন দিন এমন অমানবিক কোন কাজ হবে না এবং আমাদের দেখতেও হবে না। নাকি বারং বার এমন জঘন্য কাজ আমাদের দেখেই যেতে হবে? এ প্রশ্ন বিবেকবান প্রতিটি মানুষের।
This post was last modified on মার্চ ১৫, ২০১৪ 2:38 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বপ্ন দেখে তা মনে রাখা সত্যিই দুষ্কর। আর তাই রাতের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৩০ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…