দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশের রানা প্লাজা ভবন ধ্বসে নিহত শ্রমিকদের স্বজনদের এবং আহতদের প্রায় ৭৭ কোটি টাকার আর্থিক সাহায্য দেয়ার ঘোষণা দিয়েছে ব্রিটিশ পোশাক কোম্পানি প্রাইমার্ক পক্ষ থেকে।
রানা প্লাজায় থাকা কারখানাগুলো আন্তর্জাতিক পাইকারি পোশাক বিক্রেতা কোম্পানি প্রাইমার্কের অন্যতম সরবরাহকারী হিসেবে কাজ করতো। ফলে রানা প্লাজা ধ্বসের পর থেকেই এই কোম্পানি বিভিন্ন ভাবে রানা প্লাজায় কর্মরত আহত নিহত শ্রমিকদের এবং তাদের পরিবারের পাশে দাঁড়াতে সচেষ্ট।
Reuters তাদের এক প্রতিবেদনে জানিয়েছে প্রাইমার্ক সম্প্রতি ঘোষণা দিয়েছে তারা রানা প্লাজায় ক্ষতিগ্রস্ত শ্রমিক এবং তাদের পরিবারকে আর্থিক এবং কর্মসংস্থান গত সাহায্য দিতে ১০মিলিয়ন ডলারের তহবিল গঠন করেছে যা বাংলাদেশি টাকায় ৭৭ কোটি টাকারও বেশি। এসব অর্থের মাঝে ৯মিলিয়ন ডলার অর্থ দেয়া হবে সরাসরি ভবন ধ্বসে নিহত আহত শ্রমিকদের এবং তাদের পরিবারদের বাকি ১মিলিয়ন ডলার দিয়ে বিশেষ তহবিল গঠন করা হবে যা থেকে পরবর্তীতে আহত শ্রমিকদের কর্মসংস্থান সহ বিভিন্ন কাজে সাহায্য করা হবে।
এদিকে আইএলও এর পরিচালনায় রানা প্লাজায় থাকা ৫টি তৈরি পোশাক কারখানার সাথে জড়িত মোট ২২টি পোশাক ব্র্যান্ডের সাহায্যে গঠিত হয়েছে বিশেষ তহবিল যা এ বছরের, ২৪ এপ্রিল রানা প্লাজা ধ্বসের ১ বছর পূর্ণ হওয়ার দিন নিহতদের স্বজনদের এবং আহতদের মাঝে আর্থিক সহায়তা দেবে।
আলজাজিরা সূত্রে জানা গেছে নিউ ওয়েব বটম কারখানায় কাজ করা ৫৮০ জন শ্রমিক যারা নিহত বা আহত হয়েছেন তাদের সরাসরি আর্থিক সহায়তা দেবে প্রাইমার্ক। কারণ নিউ ওয়েব বটম থেকেই পণ্য কিনে নিতো প্রাইমার্কে। প্রাইমার্কের একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসছে ২৪ এপ্রিল রানা প্লাজা ধ্বসের ১বছর পূর্ণ হবে। আর আমরা ঘোষণা দিয়েছিলাম আমরা রানা প্লাজা ভবন ধ্বসে আহত নিহতদের পাশে দাঁড়াবো। ফলে আমরা ২৪ এপ্রিল আমাদের জন্য তৈরি পোশাক পণ্য সরবরাহকারী শ্রমিকদের পরিবার এবং আহত শ্রমিকদের সাথে দেখা করব এবং তাদের হাতে আর্থিক সাহায্য তুলে দেবো।
প্রাইমার্কের ব্রিটেন এবং ইউরোপে প্রায় ২৫০টি শোরুম রয়েছে, রানা প্লাজা ধ্বসের পর এসব শোরুমে প্রাইমার্ক ক্রেতাদের থেকে আর্থিক সাহায্য গ্রহণ করে এবং নিজেরাও অনুদান দেয়।
বর্তমানে বাংলাদেশ হচ্ছে চীনের পরে পৃথিবীর দ্বিতীয় প্রধান পোশাক রপ্তানিকারক দেশ। বাংলাদেশে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে পোশাক কর্মীদের নিরাপদ কর্মস্থল নিশ্চিতে প্রাইমার্ক কাজ করে যাবে বলে প্রতিষ্ঠানটির মুখপাত্র বিবৃতিতে বলেছেন।
সূত্রঃ আলজাজিরা