আইসিসি টি২০ বিশ্বকাপ: হংকং এর সাথে বাংলাদেশের ২ উইকেটের পরাজয় তবে সুপার টেন নিশ্চিত করেছে টাইগাররা!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ আজ বাংলাদেশ অনেকটাই নির্ভার হয়ে মাঠে নামছে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ হংকং এর বিপক্ষে, এর আগে আফগানিস্তান ও নেপালকে সহজেই হারানোয় ‘সুপার টেন’ প্রায় নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ।


টি২০ বিশ্বকাপের প্রথম রাউন্ডের নিজেদের শেষ খেলায় আজ বাংলাদেশ মুখোমুখি হচ্ছে হংকং এর। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের শেষ ম্যাচটি হচ্ছে। বাংলাদেশ আজকের ম্যাচে অনেকটাই নির্ভার, বিশ্লেষকরা একে মূল পর্বে যাওয়ার আগে বাংলাদেশ দলের প্রস্তুতি ম্যাচ হিসেবেই দেখছেন। তবে বাংলাদেশ দলের ব্রিফিং এ জানা গেছে আজকের ম্যাচেকে বাংলাদেশ কোনো ভাবেই হাল্কা করে নিচ্ছেনা।

আজকের ম্যাচে বাংলাদেশ দলে আসছে একটি পরিবর্তন, নির্ভরযোগ্য ফাস্ট বোলার মাশরাফি বিন মুর্তজার পায়ের পেশীতে চোট পাওয়াতে তাঁর বদলি হিসেবে দেখা যেতে পারে রুবেল হোসেনকে।

এর আগে হংকং এর সাথে ২০০৪ সালে বাংলাদেশ মুখোমুখি হয়েছিল। সে ম্যাচে বাংলাদেশ জিতেছিল ১১৬ রানে।

ইতোমধ্যে টসে জিতে হংকং বাংলাদেশকে বেটিং এর আমন্ত্রণ জানিয়েছে, এক্ষেত্রে এটি বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য বিশ্বকাপের মূলপর্বে খেলার আগে বেটিং লাইনআপে নিজেদের ভালোভাবে পরীক্ষা করে নেয়ার সুযোগ। কারণ প্রথম ২টি ম্যাচে বাংলাদেশের মিডেল অর্ডার এবং লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা মাঠে নামের সুযোগ সেভাবে পায় নি।

Related Post

আপডেটঃ

টসে হেরে ব্যাট করতে নেমেই বাংলাদেশের শূন্য রানে প্রথম উইকেটের হয়! বাংলাদেশের ওপেনার তামিম ইকবালের উইকেট তুলে নেন হংকং এর বোলার আফজাল। তামিম ইকবালের জন্মদিনে হংকং এর বোলার আফজালের দারুণ উপহার ধরা যায়। আফজালের একই ওভারে বাংলাদেশ দলের দ্বিতীয় উইকেটের ঘটে!সাব্বির রহমানকে হংকং এর বোলার আফজাল এলবিডাব্লিউ করে সাজঘরে পাঠায় দলীয় ৩ রানের মাথায়।

পর পর দুই উইকেট পতনের পরে সাকিব আল হাসান এবং এনামুল হক বিজয়ের বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করেন কিছুক্ষণ। এনামুলকে সাথে নিয়ে সাকিব আল হাসান মোটামুটি বিপর্যয় সামাল দিয়ে ৩৭ রান সংগ্রহ করেন দলীয় স্কোর বোর্ডে। কিন্তু এর পরে আবার হংকং এর আঘাত! ইনিংসের ষষ্ঠ ওভারেই বাংলাদেশ দলের আরেক উইকেটের পতন, এনামুল হক বিজয় নাদিম আহমেদের বলে বোল্ড হয়ে ফিরে গেলেন ব্যক্তিগত ২৬রানে।

এনামুল হক বিজয়ের উইকেট পতনের পরে অধিনায়ক মুসফিকের সাথে সাকিবের জুটি বাধার চেষ্টা করেন, তবে দশম ওভারে ইরফান খানের বোলে সাকিব আল হাসান আউট হয়ে যান ব্যক্তিগত ৩৪ রান করে, তাঁর এই ৩৪ রানের মাঝে ৬টি চারের মার ছিলো।

এর পরে পর পর দুই ওভারে আবার বাংলাদেশের ৩ উইকেট পতন, অধিনায়ক মুসফিক আউট হন নিজের ২৩ রানে, মাহমুদুল্লাহ রিয়াদ এলেন দেখলেন গেলেন নিজের ২ রানের মাথায়। ফরহাদ রেজাকে শূন্য রানে ফেরালেন নিজাকাত। দ্রুত উইকেট পতনের ধারা অব্যাহত রেখেই আব্দুর রাজ্জাক ০ রানে নিজাকাত খানের বলে আউট হয়ে ফিরে গেলেন। পরেই বলেই লিয়াকত রুবেলকে ফিরিয়ে দিলে বাংলাদেশ ১০৮ রানেই ৯ উইকেট হারিয়ে ধুকতে থাকে। সব শেষে বাংলাদেশের কফিনে শেষ পেরেক ঠুকে দেন নাদিম আহমেদ আল আমিন কে আউট করে। নাসির হোসেন মাঠে ছিলেন ১৪ রান নিয়ে।

বাংলাদেশ হংকং কে ১০৯ রানের টারগেট দিল। তবে সবচেয়ে লজ্জার বিষয় হচ্ছে বাংলাদেশের ইনিংস গুটিয়ে গেছে মাত্র ১৬ ওভারেই!

এদিকে জবাবে হংকং ব্যাট করতে নামলে শুরুতেই আল আমিনের ওভারে উইকেট পাওয়ার সম্ভাবনা তৈরি হলেও আল আমিন কট এন্ড বোল্ড এর সুযোগ মিস করেন। সাকিব নিজের প্রথম ওভারে আক্রমনে এসেই ওয়াকাস বারকাত কে আউট করেন। আবার সাকিব আল হাসান! হংকং এর ৩ উইকেটের সব কয়টি নিয়ে একাই ব্যবধান গড়ে দিচ্ছেন দুই দলের মাঝে। সাকিবের দারুণ বোলিং এর সাথে সাথে আল আমিন এবং মাহমুদুল্লাহ পর পর দুই ওভারে হংকং এর ব্যাটিং লাইনআপে আঘাত হানে। আলা আমিন তুলে নেয় বাবর হায়াতের উইকেট এবং মাহমুদুল্লাহ তুলে নেন চাপম্যান এর উইকেট।

এর পরের সম্পূর্ণ দৃশ্যপট টান টান উত্তেজনার, ম্যাচ কখন হংকং এর দিকে হেলে যায় আবার কখন বাংলাদেশের দিকে। তবে মুনির দার শেষ দিকে এসে ৩৬ রানের দারুণ এক ইনিংস খেললে ম্যাচ বাংলাদেশের হাত থেকে বেরিয়ে যায়। দুই বল বাকি থাকতেই হংকং ২ উইকেটের জয় পায়।

এদিকে গ্রুপে দুই ম্যাচ জিতে ৪ (+২.৬৮৬) পয়েন্ট নিয়ে বাংলাদেশ শীর্ষে, বাংলাদেশের পরেই আছে নেপাল তারাও সমান দুই ম্যাচ জিতে ৪(+০.৯৩৩) পয়েন্ট পায়। তবে রান রেটে বাংলাদেশ সুপার টেনে পৌঁছে গেছে।

This post was last modified on মার্চ ২০, ২০১৪ 11:25 অপরাহ্ন

Zia

"বাপের টাকার হিসেবে বড়লোক, নিজের টাকার হিসেবে গরীব। আল্টিমেট আমি নিজেকে গরীব ভাবি। কারণ বাবার টাকায় ফুটানি মারিনা।"

Recent Posts

গাজা এবং লেবাননজুড়ে ইসরায়েলি হামলায় নিহত ৪৫

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড এবং লেবাননজুড়ে ভয়াবহ হামলা চলমান রেখেছে…

% দিন আগে

এখন থেকে বড় পর্দায় দেখা যাবে রাতের স্বপ্ন!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বপ্ন দেখে তা মনে রাখা সত্যিই দুষ্কর। আর তাই রাতের…

% দিন আগে

রাজবাড়ী বড় মসজিদ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৩০ কার্তিক ১৪৩১…

% দিন আগে

পুষ্টিবিদরা যা বলেন: সুজি খাওয়া উপকারী নাকি ক্ষতিকর?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…

% দিন আগে

বাংলা এবং হিন্দিতে ‘দরদ’-এর ট্রেলার ও গান প্রকাশ [ট্রেলার]

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…

% দিন আগে

মুরগির লেগপিস প্রতিদিন খাওয়া কী ভালো?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…

% দিন আগে