Categories: সাধারণ

সংসদের চতুর্দশ অধিবেশন শুরু ॥ বিরোধী দল অনুপস্থিত

ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ বিরোধী দলের অনুপস্থিতিতেই সংসদের চতুর্দশ অধিবেশন গতকাল ৪ আগস্ট থেকে শুরু হয়েছে।

মঙ্গলবার ৪ আগস্ট বিকাল সোয়া ৫টায় স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদ অধিবেশ শুরু হয়। এদিকে দেশের ইতিহাসে প্রথমবারের মতো সংসদ কার্যক্রম প্রত্যক্ষ করার সুযোগ পেয়েছে শেরে বাংলা হাই স্কুলের ৫০ শিক্ষার্থী। এতদিন ১২ বছরের কম বয়সীদের সংসদ গ্যালাররিতে প্রবেশের অনুমতি ছিল না। শিশু গ্যালারি উদ্বোধনকালে স্পিকার সংসদ সদস্যদের প্রতি বলেন, “আমাদের এমনভাবে কথা বলতে হবে যাতে শিশুদের ওপর কোনো বিরূপ প্রতিক্রিয়া না হয়।” নের আহ্‌বান জানিয়ে শুরুতে স্পিকার সংসদ সদস্যদের স্বাগত ভাষণে বলেন, “এ অধিবেশন সংক্ষিপ্ত হলেও আশা করি আপনাদের সক্রিয় অংশগ্রহণে সংসদ প্রাণবন্ত ও অর্থবহ হয়ে উঠবে। সরকারি ও বিরোধী দল আমার কাছে সমান। সুস্থ বিতর্কের মাধ্যমে সংসদকে প্রাণবন্ত রাখবেন।” অধিবেশনে যোগ দেওয়া সব সংসদ সদস্যদের জন্য ল্যাপটপ সরবরাহ করা হবে বলেও জানান তিনি।

এর আগে নবম জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১৮তম বৈঠক স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। ১৪তম অধিবেশন আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। প্রতিদিন অধিবেশন বিকাল ৫টায় শুরু হবে। প্রয়োজনে এ সময়সীমা বাড়ানো ও কমানোর ব্যাপারে স্পিকারকে দায়িত্ব দেয়া হয়েছে। কমিটির সদস্য এবং সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে অংশ নেন। বৈঠকে ১৪তম অধিবেশনে সংসদে উত্থাপনের জন্য জমা পড়া বিভিন্ন সরকারি ও বেসরকারি বিল, নোটিস ও প্রতিবেদন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

অন্যদের মধ্যে কমিটির সদস্য ডেপুটি স্পিকার শওকত আলী, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, চিফ হুইপ মো. আব্দুস শহীদ, সুরঞ্জিত সেনগুপ্ত, শেখ ফজলুল করিম সেলিম, তোফায়েল আহমেদ, মো. ফজলে রাব্বী মিয়া, রাশেদ খান মেনন এবং আব্দুল মতিন খসরু বৈঠকে উপস্থিত ছিলেন।

বিরোধী দল ছাড়া সংসদ কতখানি প্রাণবন্ত হবে এমন প্রশ্ন করা হলে সরকার দলীয় এক সাংসদ বলেন, আমরা চেষ্টা করছি বিরোধী দলকে সংসদে আনার জন্য। ওই সাংসদ আরও বলেন, তত্ত্বাবধায়ক ইস্যু নিয়েও বিরোধী দল সংসদে এসে আলোচনায় অংশ নিতে পারতো। কিন্তু তা না করে সংসদকে পাশ কাটিয়ে তারা আন্দোলনের নামে দেশের ক্ষতি করার চেষ্টা করছে। তিনি বিরোধী দলকে আহ্বান জানান সংসদের অধিবেশনে যোগ দেওয়ার জন্য।

Related Post

স্টাফ রিপোর্টার

View Comments

Recent Posts

মাছ ধরার এক অসাধারণ দৃশ্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ খৃস্টাব্দ, ১৬ বৈশাখ ১৪৩১…

% দিন আগে

ডায়াবেটিস রোগিরা ‘ইনস্ট্যান্ট নুডলস’ খেলে কি রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘ইনস্ট্যান্ট নুডলস’ স্বাদে মিষ্টি না হলেও এই ধরনের খাবারে শর্করার…

% দিন আগে

বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার হিসেবে সাব্বির আহমেদকে নিয়োগ দিলো ভিসা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পেমেন্ট প্রযুক্তিতে বিশ্বের নেতৃস্থানীয় প্রতিষ্ঠান ভিসার বাংলাদেশ, নেপাল এবং ভুটানের…

% দিন আগে

বাংলাদেশে প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল ডিজ্যাবিলিটি আর্ট ফেস্টিভ্যাল

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অন্তর্ভূক্তিমূলক থিয়েটার ক্ষেত্রে প্রতিবন্ধী শিল্পীদের নিয়ে ব্রিটিশ কাউন্সিলের দীর্ঘমেয়াদী প্রচেষ্টার…

% দিন আগে

বিয়ের প্রস্তুতি নিচ্ছেন শাকিব খান!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খান। অপু বিশ্বাস ও বুবলীকে…

% দিন আগে

৬ মাসে ইসরায়েলি বর্বরতায় গাজায় নিহত ১৩ হাজার শিশু

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গাজা উপত্যকায় গত ৬ মাসে নিহত শিশুদের সংখ্যা আঁতকে উঠার…

% দিন আগে