দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমানে বিশ্বে যুদ্ধের কারণে মানুষের ব্যবহার যেমন কমছে, ঠিক তেমনি এর বিকল্প হিসাবে রোবটের ব্যবহারের কথাও চিন্তা করছে মার্কিন সেনাবাহিনী। চলুন বিস্তারিত জানা যাক।
ভবিষ্যত আর বেশী দূরে নেই, এসে গেছে দোরগোড়ায়। যারা বিখ্যাত টার্মিনেটর ছবির ভক্ত, তাদের নিশ্চয়ই এখন আর বলে দিতে হচ্ছে না যে মার্কিন সেনাবাহিনী আসলে কী বানাতে চাচ্ছে। তবে ডিফেন্স অ্যাডভান্সড রিসার্চ প্রোজেক্টস এজেন্সির DARPA (ডারপা) গবেষকেরা এমন এক ধরণের রোবট তৈরির পরিকল্পনা করেছেন যা কিনা ছবির মত চালাতে পারবে গাড়ি, এবং সকল কাজ বেশ চৌকশ ভাবে করতে সক্ষম হবে।
টার্মিনেটর চলচ্চিত্রে দেখানো রোবটের মতো এ রোবটটি দুর্যোগ ব্যবস্থাপনায় কাজে লাগবে, তবে পরে তা সেনাবাহিনীর কাজে লাগানো হতে পারে। এক খবরে বিবিসি জানিয়েছে, দুর্যোগ-কবলিত এলাকায় এই রোবট বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করে দুর্গতদের সাহায্য করতে সক্ষম হবে। একই সাথে টার্মিনেটর চলচ্চিত্রে রোবট যেভাবে যন্ত্রপাতি ব্যবহার করে বুদ্ধিমত্তার সঙ্গে বিভিন্ন দায়িত্ব পালন করে গাড়ি চালিয়েছে ঠিক এমনই রোবট তৈরির চেষ্টা করছেন গবেষকেরা।
পরবর্তী প্রজন্মের রোবট তৈরির জন্য কাজ করছে ডারপা। দুর্যোগে মানুষের পাশে দাঁড়াতে পারে এবং মানুষের কাজে বিভিন্ন যন্ত্রপাতির ব্যবহারের মাধ্যমে সাহায্য করতে পারে এমন রোবট তৈরি করবে ডারপা।
ডারপা আশা করছে, গবেষকেরা রোবট’কে এমন ভাবে তৈরি করবে যাতে গাড়ি চালানো, দৈনন্দিন কাজ সম্পন্ন করা, মই বেয়ে ওঠার মত কাজও করতে পারবে এই রোবট। ফলে এইসব কাজ পারার কারণে এ রোবট একে ৪৭( AK-47) চালানোর সক্ষমতাও অর্জন করবে বলে আশাবাদী গবেষক দল।