Categories: সাধারণ

‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ সংগীত আয়োজনে অংশ নেয়ার বিষয়ে বিস্তারিত তথ্য [ভিডিও]

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ আসছে ২৬শে মার্চ বাংলাদেশের ৪৩তম স্বাধীনতা দিবসে, সকল বাংলাদেশী (প্রায় ৩লাখ) একত্রে জাতীয় প্যারেড গ্রাউন্ড সরকারী উদ্যোগে জাতীয় সংগীত গেয়ে বিশ্ব রেকর্ড গড়বে। এ বিষয়ে সরকারি বেসরকারি সকল উদ্যোগ এবং পরিকল্পনা প্রায় শেষ।


আসছে ২৬শে মার্চ সকাল ৬টা থেকে জাতীয় প্যারেড গ্রাউন্ড সাধারণ জনগণের প্রবেশের জন্য খোলা থাকবে। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে প্যারেড গ্রাউন্ডে মোট ৩লাখ মানুষ প্রবেশ করতে পারবেন। যদি নির্ধারিত সময়ের মাঝে ৩লাখ মানুষ ভেতরে প্রবেশ করে ফেলেন তাহলে ৩লাখ ১নম্বর ব্যক্তিকে বাইরে থেকেই লাখো কণ্ঠে কণ্ঠ মেলাতে হবে ২৬শে মার্চ, ২০১৪ সকাল ১১:০০ টায়।

এদিকে ‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ সংগীত আয়োজন অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশারে মানুষ অংশ নেবে, এদের মাঝে অষ্টম শ্রেণী বা তদূর্ধ্ব ছাত্র-ছাত্রী, সাধারন মানুষ,  বাংলাদেশের সেনা সদস্য এবং প্রায় আড়াই লাখ পোশাক শ্রমিক অংশ নেবেন। অনুষ্ঠানে শ্রমিক অংশ নেয়ার বিষয়ে নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, “সরকারের লাখো কণ্ঠে সোনার বাংলা সংগীত আয়োজনে বুধবার আমাদের শ্রমিকরা জাতীয় প্যারেড ময়দানে দলে দলে যোগ দিয়ে বিশ্ব রেকর্ডের ইতিহাস গড়বেন।”

আরেক সংবাদ সম্মেলনে ইভেন্টের আয়োজনে থাকা কর্তৃপক্ষ জানায়, লাখো কণ্ঠে সোনার বাংলা সঙ্গীত আয়োজনের প্রায় ৯৫ শতাংশ সম্পূর্ণ হয়ে গেছে। অনুষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থায়, সশস্ত্র বাহিনী থেকে তিন স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা নেয়া হয়েছে। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা থাকবে। সম্পূর্ণ অনুষ্ঠানের বিষয়ে বিস্তারিত পর্যালোচনা সহ সকল কাজ সম্পূর্ণ প্রায়। গত শনিবার সকালে জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এ সংবাদ সম্মেলনে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ, বিগ্রেডিয়ার জেনারেল সারাফাত হোসেন, কমান্ডার নিজামসহ নবম পদাতিক ডিভিশনের কর্মকর্তারা।

মূলত গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে বাংলাদেশের নাম উঠানোর জন্যই বাংলাদেশের অসংখ্য মানুষের কণ্ঠে জাতীয় সঙ্গীত গেয়ে
রেকর্ড করা হবে। সম্পূর্ণ অনুষ্ঠান পরিচালনায় সাহায্য করছে বাংলাদেশ সেনাবাহিনী।

কার্যাবলী শুরু শেষ
১) ইভেন্টের পূর্বে সকলের সমাবেশ ০৬৩০ ০৭০০
২) গেট ওপেন এবং প্রবেশ শুরু ০৬৩০
৩) গুডি প্যাক সরবরাহ ০৬৩০ ১০৩০
৪) সাংস্কৃতিক অনুষ্ঠান ০৮০০ ১০৪৫
৫) অনুষ্ঠান উদ্বোধন ১০৫৫
৬) অনুশীলন ১০৫৫ ১১০০
৭) চূড়ান্ত জাতীয় সঙ্গীত পরিবেশন ১১০০ ১১১০
৮) বিএএফ এর আয়োজন ১১১০ ১১২০
৯) মিউজিকাল পারফরমেন্স ১১২০ ১২০০
১০) অংশগ্রহণকারীদের প্রস্থান ১২০০ ১৪৩০

এদিকে ইসলামী ব্যাংকের দেয়া অনুদান ফেরত দেয়াতে ‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ সংগীত আয়োজনে অংশ না নেয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে একুশে পদক প্রাপ্ত দেশের বৃহৎ সাংস্কৃতিক সংগঠন উদীচী। ইসলামী ব্যাংক থেকে “লাখো কণ্ঠে সোনার বাংলা” অনুষ্ঠানের জন্য অনুদান নেয়াকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন সংগঠনের অসন্তোষ প্রকাশিত হতে থাকে।

Related Post

বিষয়টি নিয়ে উদীচী উদ্বেগ জানায় এবং পরিষ্কার জানিয়ে দেয়, যুদ্ধ অপরাধের সাথে জড়িত কোনও সংগঠন এর মালিকানায় থাকা প্রতিষ্ঠান থেকে যদি সরকার কোনও আর্থিক সাহায্য নেয় তবে ঐ অনুষ্ঠানে উদীচী অংশ নেবেনা। একই সাথে উদীচী’র কেন্দ্রীয় সভাপতি কামাল লোহানী এবং সাধারণ সম্পাদক প্রবীর সরদার এক বিবৃতিতে জানিয়েছিলেন ইসলামী ব্যাংকের দেওয়া এ অনুদান ফেরত না দেয়া পর্যন্ত উদীচী’র এ সিদ্ধান্ত বহাল থাকবে।

তবে সম্প্রতি বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় তাদের এক বিবৃতিতে জানিয়েছে, “ইতোমধ্যে সরকার ‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ আয়োজনের জন্য যে অর্থ ইসলামী ব্যাংক থেকে নিয়েছিলো তা ফেরত দেয়া হয়েছে। এ অনুষ্ঠানে জনগণের কাছে বিতর্কিত এমন সংগঠন কিংবা সংস্থা থেকে আর্থিক অনুদান নেয়া হচ্ছেনা।”

অর্থ মন্ত্রণালয়ের এমন বিবৃতি পেয়েই উদীচী জানিয়েছে তারা সরকারের শুভবুদ্ধির উদয় হওয়াতে সরকারকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছে। একই সাথে যেহেতু ইসলামী ব্যাংকের টাকা ফেরত দিয়েছে সরকার, সেহেতু উদীচী “লাখো কণ্ঠে সোনার বাংলা” গাইতে প্যারেড গ্রাউন্ডে উপস্থিত থাকবে।

বিস্তারিত জানতে এখানে দেখুন

This post was last modified on মার্চ ২৫, ২০১৪ 11:16 পূর্বাহ্ন

Zia

"বাপের টাকার হিসেবে বড়লোক, নিজের টাকার হিসেবে গরীব। আল্টিমেট আমি নিজেকে গরীব ভাবি। কারণ বাবার টাকায় ফুটানি মারিনা।"

Recent Posts

আপনি কী জনেন দিবানিদ্রার অভ্যাসে বাড়তে পারে ডিমেনশিয়ার ঝুঁকি!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দিনের বেলায় ঘুমানোকে আমরা ভাত ঘুম বলে থাকি। তবে দিনের…

% দিন আগে

ডিপিএস এসটিএস স্কুল ঢাকার ২০২৩-২৪ সেশনের গ্র্যাজুয়েশন অনুষ্ঠান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ডিপিএস এসটিএস সিনিয়র স্কুল অডিটোরিয়ামে আয়োজিত হয়েছে ডিপিএস এসটিএস স্কুল…

% দিন আগে

এসসিবি-চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড ২০২৩: ‘সেরা কৃষি প্রতিষ্ঠান’ স্বীকৃতি পেলো আইফার্মার

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক অ্যান্ড চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড ২০২৩- এর…

% দিন আগে

দেশের জনপ্রিয় অভিনেত্রীর ছোটবেলার ছবি: বলুনতো এটি কে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যে ছবিটি আপনারা দেখছেন সেটি দেশের জনপ্রিয় একজন অভিনেত্রীর ছোটবেলার…

% দিন আগে

ওয়ারেন্ট ঠেকাতে মরিয়া মার্কিন যুক্তরাষ্ট্র: গ্রেফতার আতঙ্কে নেতানিয়াহু!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যা ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের…

% দিন আগে

ছবিতে লুকিয়ে রয়েছে একটি কাঁচি: কেবলমাত্র বুদ্ধিমানেরাই ৩০ সেকেন্ডে খুঁজে বের করতে পারবেন!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ছবিতে লুকিয়ে রয়েছে একটি কাঁচি। তবে এই কাঁচির প্রতিকৃতিটি এই…

% দিন আগে