দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইন্দোনেশিয়াতে নিষিদ্ধ হলো হলিউডের বিতর্কিত চলচ্চিত্র ‘নোয়া’। ওই ছবি নূহ নবীর চরিত্র নিয়ে নির্মিত হওয়ায় ব্যাপক সমালোচনার মুখে নিষিদ্ধ করা হলো।
সংবাদ মাধ্যম জানিয়েছে, মহান আল্লাহর প্রেরিত পুরুষ বা নবীর চরিত্রে অভিনয় ও চেহারা প্রদর্শন করা হয় ওই ছবিতে। যে কারণে ছবিটি ইতিমধ্যেই কাতার, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে নিষিদ্ধ করা হয়। এবার ইন্দোনেশিয়াতেও নিষিদ্ধ হল এই ছবির প্রদর্শনী। ইন্দোনেশীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ইসলামে নবীর চেহারা প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ। তারপরও ছবিটিতে নবীর চরিত্র প্রতিফলিত হওয়ায় নিষিদ্ধ করা হয়েছে।
উল্লেখ্য, নিউজল্যান্ডের অভিনেতা রাসেল ক্রো-কে এই মুভিতে নোয়া বা হযরত নূহ (আঃ) -র চরিত্রে দেখানো হয়েছে। মুভিটি শুক্রবার ইন্দোনেশিয়ায় মুক্তি দেয়ার কথা ছিল।