দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে উপনির্বাচনে আজ শনিবার ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টায় শুরু হওয়া এই নির্বাচনে ভোটগ্রহণ চলবে বিরতিহীনভাবে ৪টা পর্যন্ত।
এই উপ-নির্বাচনে মোট কেন্দ্রের সংখ্যা ১১৭টি। এই আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭ হাজার ৩২৮ জন। এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন প্রার্থী। প্রয়াত সাংসদের ছেলে অনুপম শাহজাহান (নৌকা) নিয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আবদুল মালেক নামে আওয়ামী লীগের অপর এক নেতা ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে হরিণ মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। জাতীয় পার্টির (জেপি) সাদেক সিদ্দিকী লড়ছেন বাইসাইকেল মার্কা প্রতীক নিয়ে এবং অপর স্বতন্ত্র প্রার্থী যুক্তরাষ্ট্রপ্রবাসী লিয়াকত আলী মোরগ মার্কা প্রতীক নিয়ে লড়ছেন টাঙ্গাইল-৮ আসনে।
এই নির্বাচনে বিএনপি অংশ গ্রহণ করেনি। কৃষক শ্রমিক জনতা লীগের কাদের সিদ্দিকীর মনোনয়ন আগেই বাতিল হয়েছে।
উল্লেখ্য, আওয়ামী লীগের সাংসদ শওকত মোমেন শাহজাহানের ২০ জানুয়ারি মারা গেলে আসনটি নির্বাচন কমিশন শূন্য ঘোষণা করে। পরে এই টাঙ্গাইল-৮ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
This post was last modified on মার্চ ২৯, ২০১৪ 10:46 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেক সময় অজান্তেই ঘটে যাওয়া কিছু ভুলে এমন সমস্যাও দেখা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বছরের দ্বিতীয় দিন অর্থাৎ ২ জানুয়ারী ওটিটি প্লাটফর্ম বঙ্গ-তে মুক্তি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে থেকে ওষুধ কিনে খেলে লাভের চেয়ে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), দেশের আইটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে যে, অবশেষে গাজায় চলমান সহিংসতা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ১৮ ডিসেম্বর কর্নাটকের সক্লেশপুরের হাদিগে গ্রামে…