দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায় স্ট্রোক অ্যাটাকের ঘটনা ঘটে সকাল সাড়ে ৬টায়। কিন্তু কেনো নির্ধারিত একটি সময়? সে প্রশ্নের জবাব বের করেছেন বিশেষজ্ঞরা। হার্ট অ্যাটাক ও স্ট্রোক হতে দেখা যায় বেশিরভাগ সকাল সাড়ে ৬টায়। দীর্ঘদিন ধরে এর কারণ জানার চেষ্টা করে আসছেন বিজ্ঞানীরা।
দীর্ঘদিনের গবেষণার পর যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা এখন বলছেন, একটি নির্দিষ্ট প্রোটিনের কারণে এমনটি হয়ে থাকে। বোস্টনের ব্রিগহ্যাম এ্যান্ড উইমেনস হসপিটাল এবং অরিগন হেলথ অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটির বিজ্ঞানীরা গবেষণা করে বলছেন, রক্তে প্লজমিনোজেন অ্যাক্টিভেট-এর ইনহিরিটর ১ (পিএআই১) প্রোটিনের মাত্রা সকালে বেশি থাকে। যে কারণে এটি রক্তের তারল্য বাড়ার প্রক্রিয়াকে ব্যাহত করে থাকে। অর্থাৎ রক্ত জমাট বাঁধা রোধের ক্ষেত্রে স্বাভাবিক যে প্রক্রিয়া রয়েছে, তাতে এটি ব্যাঘাত ঘটায়। সকাল সাড়ে ৬টার সময়
রক্তে এই প্রোটিনের মাত্রা অন্য সময়ের চেয়ে বেশি থাকে। তাই এ সময়ে হার্ট অ্যাটাক এবং স্ট্রোক বেশি হয়ে থাকে বলে বিজ্ঞানীরা অভিমত ব্যক্ত করেছেন। বিজ্ঞানীরা ১২ জন প্রাপ্তবয়স্ক ও স্বাস্থ্যবান মানুষের দেহে এই প্রোটিনের মাত্রা পর্যবেক্ষণ করেন প্রায় দুই সপ্তাহ ধরে। বিজ্ঞানী ড. ফ্রাংক শিয়ার গবেষণার পর বলেন, দৈনন্দিন কার্যক্রম কিংবা শুধুমাত্র পরিবেশগত কোনো কারণেই নয়, আমাদের দেহঘড়ির নিয়মেই সকালে রক্তে পিএআই১ প্রোটিনের মাত্রা বেড়ে থাকে। আর তাই সকালে ওই সময় হার্ট অ্যাটাক ও স্ট্রোক হতে দেখা যায়। তথ্যসূত্র: ডেইলি মেইল অনলাইন।
This post was last modified on জানুয়ারী ৩০, ২০২৪ 2:27 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বপ্ন দেখে তা মনে রাখা সত্যিই দুষ্কর। আর তাই রাতের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৩০ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…