দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হাত আছে এমন মাছ আমরা সাধারণত খুব কম দেখে থাকি, তবে এবার অস্ট্রেলিয়ার দ্বীপ তাসমানিয়াতে দেখা গেছে বিভিন্ন রঙের নতুন প্রজাতির হাতওয়ালা মাছ।
বিভিন্ন উপকূলীয় অঞ্চলে কিছু হাত রয়েছে এমন মাছের সন্ধান মিললেও এবারের খুঁজে পাওয়া এসব হাত ওয়ালা মাছ দেখতে যেমন রঙ্গিন তেমন সুন্দর। ১৯৯০ সালের আগে পৃথিবীর কথাও এমন হাত ওয়ালা রঙ্গিন মাছের সন্ধান কেউ দিতে পারেনি, এটা অজানাই রয়ে গিয়েছিলো। তবে এখনো এই মাছ নিয়ে সেভাবে গবেষণা হয়নি, ফলে এদের বিষয়ে আমাদের অনেক কিছুই অজানা।
এখন পর্যন্ত এই মাছ নয়টি রঙের পাওয়া গেছে। এদের Vulnerable Fish গোত্র বলে। এদের Ziebell নামে ডাকা হয়। এরা বালিময় এলাকায় বসবাস করে এবং পানির একদম নিচের দিকেই থাকে। এরা বালিতে হাত দিয়ে এদিক সেদিক চলাচল করে। এরা বালিতে থাকা ক্ষুদ্র অণুজীব ভক্ষণকরে। গবেষকরা বলছেন এসব প্রাণী সাধারণত এদের ফুলকার পাশে থাকা পাখাকে বিবর্তিত করেছে প্রয়োজনের তাগিদে দিনের পর দিন ধরে। এভাবে সময়ের প্রভাবে এসব পাখা অনেকটা পায়ের মত হয়ে গেছে, যা দিয়ে তারা সাগর তলে বালিতে হেটে বেড়ায়।
এদিকে বিলুপ্ত প্রায় দুর্লভ প্রাণী নিয়ে গবেষণা করে এমন প্রতিষ্ঠান International Union for Conservation of Nature জানিয়েছে, “Handfish family অর্থাৎ হাতওয়ালা মাছ বর্তমানে বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে, খুব দ্রুত এই মাছ বিলুপ্ত হয়ে যেতে পারে।”
ভিডিও
বিভিন্ন চোরাকারবারিরা গভীর জল থেকে এসব মাছ নানান উদ্দেশ্যে ধরে পাচার করছে, তবে গবেষকরা জানিয়েছে,”হাতওয়ালা মাছ সমূহ দেখতে যতই শান্ত বা অসহায় মনে হোকনা কেনো, এদের চামড়ায় রয়েছে ভয়ংকর বিষ। এর বিষে একজন মানুষের মৃত্যু হতে পারে।”
লাল, হলুদ, নিল, গোলাপি সহ মোট নয় রঙের হাতওয়ালা মাছের সন্ধান পাওয়া গেছে এখন পর্যন্ত। তবে এসব মাছের সম্পর্কে গবেষকরা খুব কম ধারণা পেয়েছেন। এসব মাছ সচরাচর দেখা যায়না, ফলে গবেষকরা এসব মাছের সন্ধানে সব সময় অস্ট্রেলিয়ার সমুদ্রে অভিযান চালান।
সূত্রঃ News National Geographic