যেনে নিন মান কচুর ৮টি গুণাগুণ

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ মান কচু একটি সাধারণ জিনিস হলেও এটিতে রয়েছে বহু গুণাগুণ। যা আমাদের অনেকেরই জানা নেই। আজ এই মান কচুর ৮টি গুণাগুণ সম্পর্কে আলোচনা করা হবে।


মান কচুর পাতা, ডাটা ও মুখি খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। ডাটা দিয়ে ঘণ্ট করা হয়। মুখি সিদ্ধ ও পোড়ানো দিয়ে ভর্তা করা হয়। আবার মুখি মাংস দিয়েও রান্না করে খাওয়া যায়। সবাই এটি খেতে পছন্দ করে। এই কচুতে ওষুধী গুণ ও পুষ্টিগুণ আছে।

১. শরীরে ব্যথা, গিরার ব্যথায় হলে কচু কুচি কুচি করে কেটে কড়া রোদে ভালো করে শুকিয়ে গুড়া করে ছাগলের দুধ ও চিনি মিশিয়ে হালুয়ার মতো করে সপ্তাহ ধরে খেলে ভালো উপকার পাওয়া যায়।

২. শরীরে দুর্বলতা বোধ করলে বা মহিলাদের সাদা স্রাব দেখা দিলে কড়া রোদে ভালো করে শুকিয়ে গুড়া করে ছাগলের দুধ ও চিনি মিশিয়ে হালুয়ার মতো করে খেলে উপকার পাওয়া যায়।

৩. পেটের সমস্যা দেখা দিলে কচুর মুখি শুকিয়ে গুড়া করে দুধের সঙ্গে মিশিয়ে রান্না করে খেলে ভালো উপকার পাওয়া যায়।

৪. আমাশা হলে কচুর পাতা লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে ভর্তা করে কয়েকদিন খেলে আমাশা ভালো হয়।

৫. কানে ব্যথা হলে রক্ত বের হলে সেই সময় পাতার রস ছোট চামুচে এক চামচ একটু সরিষার তেল আগুনে গরম করে দুই ফোটা করে কানে দিলে সেরে যায়।

৬. বিছা বা বিষাক্ত কোনো পোকা-মাকড় কামড়ালে এই ডাটার রস লবণ দিয়ে লাগালে ব্যথা কমে যায় এবং বিষ নষ্ট করে দেয়।

৭. যে কোনো বাতের ব্যথায় কচুর সাক ভাজি বা ঘণ্ট করে খেলে ভালো উপকার পাওয়া যায়।

৮. কোষ্ট-কাঠিন্য দেখা দিলে কচু গুড়া, দুধ, চিনি মিশিয়ে বার্লির মতো রান্না করে গরম গরম খেলে পায়খানা পরিষ্কার হয় এবং শরীরে শক্তি পাওয়া যায়।

This post was last modified on জানুয়ারী ৩০, ২০২৪ 2:08 অপরাহ্ন

Laila Haque

Recent Posts

চার তলা থেকে পড়ে দোতলার কার্নিশে আটকে বেঁচে গেলো এক শিশু! [ভিডিও]

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‌‌"রাখে আল্লাহ মারে কে' কথাটি আবারও প্রমাণ হলো। ঘটনাটি ঘটেছে…

% দিন আগে

হৃদয় কাড়া এক অসম্ভব সুন্দর বাংলাদেশ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। সোমবার, ৬ মে ২০২৪ খৃস্টাব্দ, ২৩ বৈশাখ ১৪৩১…

% দিন আগে

নখ দেখেই বোঝা যাবে রোগ হয়েছে কি না!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বয়স বৃদ্ধির পর নখ কিছুটা হলেও ভঙ্গুর হতেই পারে। আবার…

% দিন আগে

তরুণ প্রজন্মকে কৃষি উদ্যোক্তা হিসেবে এগিয়ে আসতে হবে- মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ “কৃষি-উদ্যোক্তাদের সর্বাত্মক সহায়তা প্রদান করার পাশাপাশি সরকার তাদের বিকাশে সকল…

% দিন আগে

বিস্ময়কর এক রোবট অ্যাটলাসের গল্প

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মানুষের চেয়ে ভালোভাবে তো একটি রোবট শরীরকে কখনই নিয়ন্ত্রণ করতে…

% দিন আগে

প্রথম পারিশ্রমিক ছিলো ৫০ রুপি: বর্তমানে প্রতি ছবিতে নেন ২০ কোটি!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ে দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় একজন অভিনেতা যশ। যিনি সবার…

% দিন আগে