দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজকের রেসিপিতে আপনাদের জন্য রয়েছে বিকেলের নাস্তার একটি আইটেম ভেজিটেবল পরোটা। খুব কম সময়ে এই সবজি পরোটা বানাতে পারবেন। তাহলে আসুন জেনে নেওয়া যাক কিভাবে বানাতে হবে এই ভেজিটেবল পরোটা।
প্রথমে একটি পাত্রে তেল দিয়ে পেঁয়াজ ও সমস্ত সবজি মিশিয়ে হালকা ভেজে নিন। এবার ঠাণ্ডা করুণ। এখন ময়দা, লবণ, তেল, ডিম ও চিনি দিয়ে ভালো করে ময়ান করে পানি দিয়ে ডো বানিয়ে নিন। এই অবস্থায় তেলে ভিজিয়ে রাখুন অন্তত আধা ঘণ্টা। আধা ঘণ্টা পর তৈরি হওয়া ডো নিয়ে বড় পাতলা রুটি বানিয়ে নিন। এখন সবজি বিছিয়ে দিয়ে চার ভাঁজ করুণ। এর ওপর আবারও সবজি দিন। এখন আগের মতোই একইভাবে ভাঁজ দিন। এবার গোল করে ভাঁজটা নিচে দিয়ে অন্তত ১৫ মিনিট রেখে দিন।
এখন ওভেন ট্রেতে তেল মেখে পরোটা হাত দিয়ে চেপে চেপে বড় করুণ। এখন এর ওপরে ডিমের প্রলেপ দিয়ে ওভেনে ১০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ২০/২৫ মিনিট বেক করুণ। যখন দেখবেন বেক হয়ে গেছে তখন নামিয়ে প্লেটে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন। উপকরণ তৈরি করে ঘরে রাখলে সকাল ও বিকালের নাস্তা বা ঘরে মেহমান এলে তড়িঘড়ি করে বানাতে পারবেন এই ভেজিটেবল বা সবজি পরোটা।
This post was last modified on জুলাই ১, ২০২৪ 11:53 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে থেকে ওষুধ কিনে খেলে লাভের চেয়ে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), দেশের আইটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে যে, অবশেষে গাজায় চলমান সহিংসতা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ১৮ ডিসেম্বর কর্নাটকের সক্লেশপুরের হাদিগে গ্রামে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ১২ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২৮ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ একটি বিষয় হলো সাপ্লিমেন্ট যখন খুশি তখন খাওয়া যায় না।…