দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জনপ্রিয় কথা সাহিত্যিক প্রয়াত হূমায়ুন আহমদের লেখা ছোট গল্প ‘গোপন কথা’ নিয়ে তৈরি নাটক আসছে পহেলা বৈশাখে।
হুমায়ূন আহমেদের ছোট গল্প ‘গোপন কথা’ থেকে নাটকটির চিত্রনাট্য লিখেছেন কামরুল হাসান। হূমায়ুন পত্মী মেহের আফরোজ শাওন এই নাটক পরিচালনা নিয়েই ব্যস্ত। মূলত পহেলা বৈশাখ উপলক্ষে নির্মাণ করা হচ্ছে এক পর্বের নাটক ‘গোপন কথা’। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শামীম শাহেদ, সোহেল খান, রওনক হাসান, স্পর্শিয়া প্রমুখ।
মূলত দুজন তরুণ-তরুণীর নিটোল প্রেমের গল্প নিয়েই রচিত হয়েছে ‘গোপন কথা’। নাটকটি পহেলা বৈশাখ সন্ধ্যা ৭.৫০ মিনিটে চ্যানেল আইতে প্রচারিত হবে বলে জানা গেছে।