দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চোখ যে শুধু মনের কথা বলে তা নয়, চোখ অনেক রোগের কথাও বলে। তাই ভাল দেখতে পেলেই হবে না। নিয়মিত চোখ পরীক্ষা করা উচিত। এতে অন্য কোন রোগ থাকলে তাও ধরা পড়বে।

ন্যাশনাল জিওগ্রাফির এক ভিডিওতে দেখা যায়, ড. নীল এডামস অনেকগুলো শারীরিক রোগের তালিকা করেছেন যেগুলো চক্ষুরোগের চিকিৎসকগণ চোখ পরীক্ষা করেই নির্ণয় করতে পারেন। চক্ষুগোলক অনেকগুলো রোগ যেমন ডায়াবেটিস, পুষ্টির ঘাটতি, হৃদরোগ, এবং নার্ভ ক্ষতির লক্ষণ বহন করে।
চলুন দেখে নিই চক্ষুগোলক কি কি রোগের লক্ষণ কেমন দেখায়ঃ
- চোখে অস্বাভাবিক আকৃতির অথবা রক্তলাল শিরা হৃদরোগের লক্ষণ। বিশেষ করে উচ্চ রক্ত চাপ হলে এমন হয়। এক্ষেত্রে মাঝে মাঝে রক্তের ছোপ ছোপ দাগও দেখা যায়।

- কঠিন ধকল সারা শরীরের মত চোখেও প্রভাব ফেলে। ড. এডামসের মতে, শারীরিক ধকলের কারণে চোখের পেছনের কোষগুলো তরল পদার্থ নিঃসৃত করে। এটি রেটিনায় ফোস্কার মত দেখায়।

- চোখের মণির চারপাশে বাদামি আর মাঝখানে কাল দেখা যাওয়াকে পোস্টেরিওর সিনেখিয়া বলে। এই অবস্থা হয় যখন আইরিশ চক্ষু লেন্সের সাথে লেগে যায়। সচরাচর লেন্স আইরিশের কিছুটা দূরে থাকে। এই লক্ষণ শরীরের অন্যান্য প্রদাহের নির্দেশনা দেয়।

ন্যাশনাল জিওগ্রাফির অসাধারণ ভিডিওটি দেখুন এখানে
সূত্রঃ Businessinsider